‘ডিউন: পার্ট টু’ এর প্রচারণায় জেন্ডায়ার চোখধাঁধানো ১০ টি লুক
শেয়ার করুন
ফলো করুন

আগামী ১ মার্চ মুক্তি পেতে চলেছে সাই-ফাই সিনেমা ‘ডিউন’–এর বহুল প্রতীক্ষিত দ্বিতীয় পর্ব। এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জেন্ডায়া। সিনেমার প্রচারণার জন্য তাঁকে ছুটতে হয়েছে বিভিন্ন দেশে। সেখানে প্রিমিয়ার, প্রেস ট্যুর, ফটোকলে তিনি তাঁর স্বভাবসুলভ ফ্যাশনেবল উপস্থিতি দিয়ে কেড়ে নিয়েছেন লাইমলাইট। অনেক দিন পর লালগালিচায় জেন্ডায়ার চোখধাঁধানো স্টাইলিশ লুক দেখে উচ্ছ্বসিত ফ্যাশন সমালোচকসহ তাঁর ভক্তরা।

১। ‘ডিউন: পার্ট টু’ নিউইয়র্ক প্রিমিয়ারে জেন্ডায়া পরেছিলেন স্টেফানে রোলান্ডের ডিজাইন করা কতুর গাউন। ফুলস্লিভ সাদা গাউনে ছিল অনন্য প্যাটার্নের কাটআউট। এর স্কার্টের হেমলাইনে থ্রিডি সোনার টুকরা এমবেলিশমেন্ট দেওয়া। এর সঙ্গে পরেছেন জিমি চু ব্র্যান্ডের সোনালি পাম্প। গয়না বলতে আঙুলজুড়ে বুলগারি ব্র্যান্ডের হীরার আংটি। এই সাজে তিনি নিউট্রাল মেকআপ করেছেন আর চুলগুলো কোঁকড়া করে ছেড়ে রেখেছেন।

২। জেন্ডায়া প্যারিসে অনুষ্ঠিত প্রেস ট্যুরের জন্য বেছে নিয়েছিলেন ফরাসি ফ্যাশন ব্র্যান্ড আলাইয়ার নতুন হেমন্ত ২০২৪ সংগ্রহের একটি সাদা পোশাক। এই পোশাকের দুইটি অংশ। স্পাইরাল বডিস ও অসমানুপাতিক হাই-লো স্কার্ট। স্কার্টের পেছনে মিনি ট্রেন আছে। এই পোশাকের সঙ্গে কোনো গয়নাই পরেননি জেন্ডায়া। পায়ে পরেছিলেন সাদা পাম্প। মেকআপ ছিল অত্যন্ত মিনিমাল। চুলগুলো সুন্দর করে খোঁপা করা।

৩। লন্ডন প্রিমিয়ারে এক্স মাকিনা স্টাইলের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন জেন্ডায়া। এই রোবটিক স্যুট ড্রেসটি এসেছে মাগলারের ১৯৯৫ সালের হেমন্ত-শীত সংগ্রহ থেকে। ফ্যাশন সমালোচকেরা বলছেন, জেন্ডায়া ছাড়া আর কাউকেই এই পোশাকে এত ভালো মানাত না। নিঃসন্দেহে জেন্ডায়ার এই লুকই ২০২৪ সালের সেরা ফ্যাশন মুহূর্তগুলোর একটি হতে যাচ্ছে।

১/৪
বিজ্ঞাপন

৪। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রিমিয়ারে জেন্ডায়া পরেছিলেন গাঢ় ধূসর স্কার্ট স্যুট। ইলেট্রনিক সার্কিট প্যাটার্নের ড্রেসটি প্রয়াত ডিজাইনার লি অ্যালেকজান্ডার ম্যাককুইন জিভঁশি হেমন্ত-শীত ১৯৯৯ সংগ্রহের জন্য ডিজাইন করেছিলেন। প্রায় ২৫ বছর পর স্কার্ট স্যুট সেটটি জেন্ডায়ার স্টাইলিস্ট ও বন্ধু লাক্সারি ল পুরোনো কাপড়ের দোকান আরাল্ডা ভিন্টেজ থেকে খুঁজে বের করেছেন। এর সঙ্গে জেন্ডায়া পরেছেন কালো শিয়ার স্টকিং ও ক্ল্যাসিক লুবোটিন পাম্প।

২/৪


৫। প্যারিসে ডিউন: পার্ট টু প্রিমিয়ারে জেন্ডায়াকে দেখা যায় মেটালিক টোনের কাস্টম লুই ভিতোঁ ক্রপ টপ ও লং স্কার্ট এবং বুলগারির গয়নায়। তিনি এই দুই ব্র্যান্ডেরই অ্যাম্বাসেডর।

৩/৪

৬। লুই ভিতোঁর হেমন্ত ২০২৩ সংগ্রহ থেকে আসা এই ব্যাকলেস ভেস্ট ও ওয়াইড প্যান্ট জেন্ডায়া পরেছিলেন গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত সিনেমাকনে। সেটাই ছিল ‘ডিউন: পার্ট টু’র প্রথম প্রচারণা অনুষ্ঠান।

বিজ্ঞাপন

৭। এবারের ভালোবাসা দিবসেও সিনেমার প্রচারণায় ব্যস্ত ছিলেন জেন্ডায়া। সেদিন লন্ডনের ফটোকলে পরেছিলেন রোকসান্ডার ওভারসাইজড স্যুট। এই পোশাকের মজার ব্যাপার হলো, এখানে প্যান্টের ওপর পরার জন্য একটা স্কার্ট রয়েছে।

৪/৪

৮। পুরো সিনেমার প্রচারণায় এটাই জেন্ডায়ার সবচেয়ে মিনিমাল ও পরিশীলিত রূপ। এখানে তিনি পরেছেন অসমানুপাতিক ড্রেপড নেকলাইনের লম্বা কালো স্লিপ ড্রেস, সঙ্গে হীরার টপ ইয়াররিং ও আংটি। ড্রেসটি মাগলারের প্রাক্‌-হেমন্ত ২০২৪ সংগ্রহের জন্য ডিজাইন করেছে ক্যাসি ক্যাডওয়ালেডার।

৯। সিউলে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জেন্ডায়া পরেছেন দক্ষিণ কোরিয়ান ডিজাইনার জুন জির নকশা করা পিচ জাম্পস্যুট।

১০। মেক্সিকো সিটিতে মুভির প্রিমিয়ারের লালগালিচায় জেন্ডায়া হাজির হন কাস্টম বোটেগা ভেনেটার মোকা-রঙা সুপার ক্রপড ফুলস্লিভ টপ ও থাই-হাই স্লিট স্কার্টে।

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ১৫
বিজ্ঞাপন