মিলান ফ্যাশন উইকে অত্যন্ত ফ্যাশনেবল লুকে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণের নায়িকা রাশমিকা মান্দানা। আকর্ষণীয় লুকের ছবিগুলো সত্যিই চোখধাঁধানো। ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ভারসাচের শোয়ের জন্য দুটি লুকে ফ্রেমবন্দী হয়েছিলেন অভিনেত্রী। ছবিগুলো তিনি শেয়ার করেছেন মিলান ফ্যাশন উইক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই।
প্রথম লুকে রাশমিকাকে দেখা যাচ্ছে হাই-গ্ল্যাম স্ট্রিটওয়ার স্টাইলে। ব্লেজার, কোরসেট আর ফ্যান্সি জিনসের কম্বিনেশনে তিনি ক্যামেরায় ধরা দিয়েছেন। আরেকটু খুলে বললে, অভিনেত্রী স্লিভলেস আর স্কুপ নেকের কালো কোরসেটের ওপর পরেছেন একই রঙের স্লিক ব্লেজার। বিশেষভাবে নজর কেড়েছে এর সঙ্গে পরা হাই ওয়েস্ট রিপড জিনস। সিলভার সিকুইন রয়েছে জিনসে। সঙ্গে পরেছেন কালো পাম্প শু। অভিনেত্রীর সাজেও ধরা পড়েছে ভিন্ন আবেদন। ছেড়ে রেখেছেন ঢেউখেলানো চুল, কানে গোল্ডেন রিং, ন্যুড লিপস্টিক আর স্মোকি চোখের সাজে রাশমিকার দিক থেকে যেন চোখ সরাতেই পারছেন না ভক্তরা। এই সবকিছুর সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন খুব সুন্দর একটা লাল হ্যান্ডব্যাগ।
আরেকটি লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন লং স্লিভ ব্লেজার ড্রেস। মিলান ফ্যাশন উইকের আফটার পার্টির লুক এটা। সেখানে ভারসাচের বিখ্যাত ডিজাইনার ও চিফ ক্রিয়েটিভ অফিসার দোনাতেল্লা ভারসাচের সঙ্গে অভিনেত্রী ফ্রেমবন্দী হন। ছবিগুলো বেশ সাড়া ফেলেছে ফ্যাশনিস্তা ভক্তদের মাঝে।
এই লুকে, অভিনেত্রী আইভরি ব্লেজারের সঙ্গে বেছে নিয়েছেন কালো নটেড প্ল্যাটফর্ম হিল। সঙ্গে কালো হ্যান্ডব্যাগ, নেইলপলিশ আর লিপস্টিক, আইলাইনারের মিনিমাল মেকআপও চোখ এড়ায়নি। অভিনেত্রীর লুক সম্পূর্ণ করেছে সোনালি স্টেটমেন্ট দুল।
এর আগে অনিটসুকা টাইগার ব্র্যান্ডের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানেও রাশমিকা অত্যন্ত নজরকাড়া লুকে হাজির হয়েছেন প্যারিসে নেমেই।
কালো স্টকিংস, কালো বড় বোতামের কোট আর শর্ট স্কার্টের সঙ্গে সুপার স্মোকি আই মেকাপে রাশমিকা চেনাই যাচ্ছে না। কিউট রাশমিকাকে এমন সব বোল্ড লুকে দেখে বেশ পছন্দ করছেন কিন্তু ভক্তরা। ফ্যাশনপ্রেমীদেরও প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী প্রতি লুকেই।
ছবি: রাশমিকা মান্দানার ইন্সটাগ্রাম