বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেছে। চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে সঙ্গে ফ্যাশন নিয়ে যাঁরা উৎসাহী, তাঁরাও মুখিয়ে থাকেন এই সময়ের জন্য। বর্ষসেরা সব চলচ্চিত্রের প্রিমিয়ার শোর পাশাপাশি মূল আকর্ষণে থাকে তারকাদের সাজপোশাক। কানের প্রথম দিনে তারকারা কীভাবে নিজেকে উপস্থাপন করলেন, চলুন দেখে আসি।