কানের প্রথম দিনের লালগালিচায় তারকারা
শেয়ার করুন
ফলো করুন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেছে। চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে সঙ্গে ফ্যাশন নিয়ে যাঁরা উৎসাহী, তাঁরাও মুখিয়ে থাকেন এই সময়ের জন্য। বর্ষসেরা সব চলচ্চিত্রের প্রিমিয়ার শোর পাশাপাশি মূল আকর্ষণে থাকে তারকাদের সাজপোশাক। কানের প্রথম দিনে তারকারা কীভাবে নিজেকে উপস্থাপন করলেন, চলুন দেখে আসি।

১/৮
অল ব্ল্যাক লুকে এসেছেন ফরাসি অভিনেত্রী দোমিনিক ব্লঁ। পরনে কালো লেদার জ্যাকেট। পাশেই হাস্যোজ্জ্বল মুহূর্তে ফ্রেমবন্দী হয়েছেন ফরাসি ডিরেক্টর ও লেখিকা অ্যামেলি বোনিন। তিনি স্টাইলিশ কালো ব্লেজারের সঙ্গে গোলাপি স্কার্ট পরেছেন। আর হাতে নিয়েছেন কালো ক্লাচ। তবে নজর কাড়ছে বেশি তাঁর এই হেয়ারস্টাইল। এর পাশেই আছেন ফরাসি অভিনেত্রী ও গায়িকা জুলিয়েট আরমানেট ও অভিনেতা ফ্রাঁসোয়া রোলিন
অল ব্ল্যাক লুকে এসেছেন ফরাসি অভিনেত্রী দোমিনিক ব্লঁ। পরনে কালো লেদার জ্যাকেট। পাশেই হাস্যোজ্জ্বল মুহূর্তে ফ্রেমবন্দী হয়েছেন ফরাসি ডিরেক্টর ও লেখিকা অ্যামেলি বোনিন। তিনি স্টাইলিশ কালো ব্লেজারের সঙ্গে গোলাপি স্কার্ট পরেছেন। আর হাতে নিয়েছেন কালো ক্লাচ। তবে নজর কাড়ছে বেশি তাঁর এই হেয়ারস্টাইল। এর পাশেই আছেন ফরাসি অভিনেত্রী ও গায়িকা জুলিয়েট আরমানেট ও অভিনেতা ফ্রাঁসোয়া রোলিন
বিজ্ঞাপন
২/৮
কানের লালগালিচার উদ্বোধনী আয়োজনে জনপ্রিয় মার্কিন মডেল বেলা হাদিদ। তিনি সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন। পরনে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর কালো গাউন। কাউল নেকের থাই স্লিট এই গাউনের সঙ্গে বেলার নতুন হানি ব্লন্ড হেয়ার কালার আলাদা আবেদন তৈরি করেছে লুকে। তিনি জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন হীরার আংটি আর পান্নার স্টেটমেন্ট দুল।
কানের লালগালিচার উদ্বোধনী আয়োজনে জনপ্রিয় মার্কিন মডেল বেলা হাদিদ। তিনি সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন। পরনে ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর কালো গাউন। কাউল নেকের থাই স্লিট এই গাউনের সঙ্গে বেলার নতুন হানি ব্লন্ড হেয়ার কালার আলাদা আবেদন তৈরি করেছে লুকে। তিনি জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন হীরার আংটি আর পান্নার স্টেটমেন্ট দুল।
বিজ্ঞাপন
৩/৮
ইতালিয়ান মডেল পাওলা তুরানি এসেছেন ভিন্ন আমেজে। ফিউশন লুকে তিনি বেছে নিয়েছেন ব্লেজার স্টাইলের ডিপনেক টপ আর ফ্লোর ছোঁয়া সাটিন স্কার্ট।
ইতালিয়ান মডেল পাওলা তুরানি এসেছেন ভিন্ন আমেজে। ফিউশন লুকে তিনি বেছে নিয়েছেন ব্লেজার স্টাইলের ডিপনেক টপ আর ফ্লোর ছোঁয়া সাটিন স্কার্ট।
৪/৮
চায়নিজ অভিনেত্রী ফ্লোরা দাই তাঁর মিষ্টি হাসি দিয়েই সবার মন জয় করে নিয়েছেন কানে। অফ দ্য শোল্ডার গাউনের সঙ্গে বেশ মানিয়ে গেছে তাঁর এই হেয়ারস্টাইল। হীরা, পান্নার মিনিমাল জুয়েলারিতে সেজেছেন অভিনেত্রী। রূপকথার রাজকুমারীর মতোই লাগছে যেন তাঁকে
চায়নিজ অভিনেত্রী ফ্লোরা দাই তাঁর মিষ্টি হাসি দিয়েই সবার মন জয় করে নিয়েছেন কানে। অফ দ্য শোল্ডার গাউনের সঙ্গে বেশ মানিয়ে গেছে তাঁর এই হেয়ারস্টাইল। হীরা, পান্নার মিনিমাল জুয়েলারিতে সেজেছেন অভিনেত্রী। রূপকথার রাজকুমারীর মতোই লাগছে যেন তাঁকে
৫/৮
ফরাসি অভিনেত্রী ও গায়িকা জুলিয়েট আরমানেট লালগালিচায় হাঁটছেন স্ট্রেপলেস সাদা-কালো গাউনে। পায়ে শোভা পাচ্ছে প্ল্যাটফর্ম হিল
ফরাসি অভিনেত্রী ও গায়িকা জুলিয়েট আরমানেট লালগালিচায় হাঁটছেন স্ট্রেপলেস সাদা-কালো গাউনে। পায়ে শোভা পাচ্ছে প্ল্যাটফর্ম হিল
৬/৮
 ইউক্রেনিয়ান মডেল অ্যানা অ্যান্ড্রেস এসেছেন বেশ স্নিগ্ধ লুকে। পার্পেল রঙের অফ দ্য শোল্ডার, প্লিটেড গাউন পরেছেন তিনি। মিনিমাল জুয়েলারির সঙ্গে হাতে নিয়েছেন ক্লাচ।
ইউক্রেনিয়ান মডেল অ্যানা অ্যান্ড্রেস এসেছেন বেশ স্নিগ্ধ লুকে। পার্পেল রঙের অফ দ্য শোল্ডার, প্লিটেড গাউন পরেছেন তিনি। মিনিমাল জুয়েলারির সঙ্গে হাতে নিয়েছেন ক্লাচ।
৭/৮
ব্রিটিশ মডেল এমা থাইন লালগালিচা মাতালেন লাল স্ট্রেপলেস গাউনে। পুরো আউটফিটে সিকুইনের নিখুঁত কাজ। এর সঙ্গে নিয়েছেন লাল স্টোল।
ব্রিটিশ মডেল এমা থাইন লালগালিচা মাতালেন লাল স্ট্রেপলেস গাউনে। পুরো আউটফিটে সিকুইনের নিখুঁত কাজ। এর সঙ্গে নিয়েছেন লাল স্টোল।
৮/৮
ছবিতে বাঁ দিকে আছেন মার্কিন অভিনেতা ও কানের জুড়ি বোর্ডের সদস্য জেরেমি স্ট্রং। তিনি সাদা শার্টের সঙ্গে পরেছেন স্যুট, বো। চোখে স্টাইলিশ সানগ্লাস। মাঝেই আছে ফরাসি অভিনেত্রী এবং জুড়ি বোর্ডের প্রেসিডেন্ট জুলিয়েট বিনোশে। তিনি পরেছেন হুডেড টপ আর হাই ওয়েস্ট বটম। নজর কাড়ছে এক কানে পরা স্টেটমেন্ট দুল।
ছবিতে বাঁ দিকে আছেন মার্কিন অভিনেতা ও কানের জুড়ি বোর্ডের সদস্য জেরেমি স্ট্রং। তিনি সাদা শার্টের সঙ্গে পরেছেন স্যুট, বো। চোখে স্টাইলিশ সানগ্লাস। মাঝেই আছে ফরাসি অভিনেত্রী এবং জুড়ি বোর্ডের প্রেসিডেন্ট জুলিয়েট বিনোশে। তিনি পরেছেন হুডেড টপ আর হাই ওয়েস্ট বটম। নজর কাড়ছে এক কানে পরা স্টেটমেন্ট দুল।
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০: ২৫
বিজ্ঞাপন