কে বলবে ৪৪-এ পা দিলেন এই সদা সুদর্শন আর স্টাইলিশ ফুটবল লিজেন্ড
শেয়ার করুন
ফলো করুন

কাকা খেলোয়াড় হিসেবে যেমন কিংবদন্তি পর্যায়ের, তেমনি তাঁর লুক নিয়েও সব সময় আগ্রহ তুঙ্গে সবার। সুদর্শন তো তিনি বটেই। আজ তিনি পা দিলেন ৪৪-এ। কিন্তু কে বলবে তা! এই বিশ্ববিখ্যাত ফুটবলারের কালোত্তীর্ণ স্টাইল আর চার্ম নিয়ে আলোচনা হয় সবসময়। জার্সি থেকে শুরু করে ফর্মাল স্যুট; সবকিছুতেই অনন্য তিনি।

লেদার জ্যাকেটে কাকার কালোত্তীর্ণ চার্ম
লেদার জ্যাকেটে কাকার কালোত্তীর্ণ চার্ম

তারুণ্যদীপ্ত ফিটনেস, ফ্যাশন টেস্ট আর স্টাইলেও অনন্য তিনি। অ্যাডিডাস আর আরমানির মতো স্বনামধন্য ব্র্যান্ডের মডেল হয়েছেন কাকা। ফুটবল আউটফিট আর ফ্যাশনেবল বিভিন্ন পোশাকে তাঁকে অনেক বিজ্ঞাপনেও দেখা গেছে। এর মধ্যে পেপসির বিজ্ঞাপনটি খুবই বিখ্যাত।

বিজ্ঞাপন

রিকার্ডো কাকার স্যুটের সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এর ফিটিং। বেস্পোক টেইলার করা ফিটেড স্যুট ক্যারি করতে অবশ্য তাঁর মতো সুঠাম মেদহীন অবয়বই প্রথম শর্ত। অনুষঙ্গ হিসেবে সঙ্গে থাকে তাঁর হাতে দারুণ সব ঘড়ি।

কাকার স্যুটেড লুক
কাকার স্যুটেড লুক

রোদচশমা ছাড়া খুব একটা দেখা যায় না কাকাকে। চোখে না থাকলেও হাতে বা পকেটে থাকবেই কুল ডিজাইনের সব শেডস।

সলিড মনোটোনে বেশি দেখা দেন তিনি
সলিড মনোটোনে বেশি দেখা দেন তিনি

কালার প্যালেট বিবেচনায় কাকার পোশাক একেবারেই বেসিক। সলিড কালারের মনোটোন সাদা, কালো, নেভি বা ধুসর স্যুটেই বেশি দেখা যায়। হয়তো মাঠে সব সময় রংচংয়ে জার্সি পরতে পরতে হাঁপিয়ে ওঠেন তিনি।

বিজ্ঞাপন

কাকার লুক বর্ণনা করতে দুটি মাত্র শব্দ প্রয়োজন—ক্যাজুয়াল আর ক্লাসি। বাহুল্যবর্জিত লুকেই তিনি অনন্য। তবে সব সময় ক্লিন শেভ চেহারা আর পরিপাটি হেয়ার স্টাইলের ব্যাপারে বেশ সচেতন তিনি ফর্মাল লুকের বেলায়। স্যুট–বুট পরা অবস্থায় বোঝার কোনো উপায় নেই যে তিনি ফুটবল মাঠে দাপিয়ে বেড়ান। দেখে মনে হয় করপোরেট ক্ষেত্রের উচ্চপদস্থ কেউ অথবা পেশাদার মডেল।

তবে মাঝেমধ্যে হাতা গুটিয়ে চেক শার্ট পরেন তিনি। আবার ক্যাজুয়াল ওয়্যার যেমন নিটেড হুডি, পোলো বা টার্টলনেক পুল ওভারেও দেখা মেলে তাঁর। কালোতে প্রায়ই সবার সামনে আসেন কাকা। গ্রীষ্মকালেও ডেনিম ট্রাউজার্স দিয়ে কালো হাফ হাতের শার্ট পরেন তিনি। কালো টি–শার্টও খুব প্রিয় তাঁর। তাই সব সময় আবার তিনি ড্যাপার লুকে থাকেন না।

ক্যাজুয়াল লুকেও অনন্য তিনি
ক্যাজুয়াল লুকেও অনন্য তিনি

ক্যাজুয়াল পোশাকেও কাকার জুড়ি নেই। খাকিরঙা চিনোস ট্রাউজার্সের সঙ্গে শার্ট ও টাই পরে নিরীক্ষা চালান নিজের লুকে কাকা মাঝেমধ্যে৷ পরেন সাদা, মেরুন বা কালো শার্ট। ডেনিম খুব পছন্দ তাঁর।

সবকিছুতেই ট্রেডমার্ক পরিপাটি লুক থাকে তাঁর
সবকিছুতেই ট্রেডমার্ক পরিপাটি লুক থাকে তাঁর

তবে যা-ই পরেন না কেন কাকা, তাঁর মধ্যে থাকে এক ট্রেডমার্ক পরিপাটি লুক। আর এই ব্যাপারটি তাঁকে করেছে আলাদা। তাই তো এই ৪৪ বছর বয়ষ্ক ফুটবল তারকার ফ্যাশন কালোত্তীর্ণ।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬: ২৩
বিজ্ঞাপন