হাল ফ্যাশন ডেস্ক
যুক্তরাজ্যের বিভিন্ন নয়নাভিরাম স্থানে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী সাফা কবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভ্রমণের ছবিতে ভক্তদের নজর কেড়েছে সাফার ভিন্নধর্মী হেয়ার স্টাইল। ছবিতে দেখে নেওয়া যাক এই তারকার নানা রকম লুক।
চুল লম্বা রাখতে সব সময়ই পছন্দ করেন সাফা। তাঁর চুলে সব সময়ই দেখা যায় চিরচেনা লেয়ার কাট। তবে এবার তিনি চুলের ব্যাঙস স্টাইলে চমকে দিয়েছেন ভক্তদের।
যুক্তরাজ্যের টিউলিপবাগানে সাফা ঘুরে বেড়াচ্ছেন গাঢ় গোলাপি রঙের রিব-নিট ফুলস্লিভ ড্রেসে। ড্রেসের সঙ্গে কালো লেগিংস ও ঘিয়ে রঙের বুটে স্টাইলিশ লাগছে সাফাকে।
ব্যাগের প্রতি বিশেষ আকর্ষণ কাজ করে সাফার। তাঁর স্টাইলিশ ব্যাগের সংগ্রহও কম নয়। পোশাকের সঙ্গে মিলিয়ে সাফা নিয়েছেন ক্লোজ টু বডি ধারার কালো ব্যাগ।
ঘুরে বেড়ানো ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম বিবিস রেডিওর এশিয়া নেটওয়ার্কের ‘নাদিয়া আলি শো’–তে অংশ নেন সাফা। এই অনুষ্ঠানে সাফাকে দেখা গেছে ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট ও মিনি স্কার্টে। স্টাইলিশ পোশাকের সঙ্গে পায়ে ছিল কালো বুট।
পরের ছবিতে সাফাকে দেখা গেছে কালো হাইনেক ফুলস্লিভ টপে। টপজুড়ে ছিল মুক্তার এমবেলিশমেন্ট আর সঙ্গে সাদা-কালো মিনি স্কার্ট।
শেষের ছবিতে বাদামি রঙের ফুলস্লিভ রিব-নেট ড্রেসে দেখা যাচ্ছে অন্য রকম সাফা কবিরকে। পোশাকটির স্লিট যোগ করেছে বাড়তি স্টাইল। লাস্যময়ী সাফার থেকে যেন চোখ ফেরানো কঠিন।