'অ্যানিমেল' সিনেমার পর যেভাবে নিজেকে বদলে আবেদনময়তার প্রতীক হয়ে উঠলেন তৃপ্তি দিমরি
শেয়ার করুন
ফলো করুন

এ সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বলিউড মুভি অ্যানিমেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কাড়ার পর থেকেই তৃপ্তি দিমরি বলিউডজগতে একেবারে লাইমলাইটে। ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানাকে ছাপিয়ে তাঁর প্রতি আকৃষ্ট হয়েছেন দর্শকেরা। এই ছবির নায়ক বলিউডের সবেচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন রণবীর কাপুর। আর তাঁর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের জন্যও আলোচিত হয়েছেন তৃপ্তি। উল্লেখ্য, এর আগে ‘লায়লামজনু’, ‘বুলবুল’ আর ‘ক্বালা’ মুভিতে দেখা গেছে বলিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। ২০১৭ সালে কমেডি মুভি পোস্টার বয়েজ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছে বলিউড সুন্দরী তৃপ্তির। আবেদনময় শারীরিক সৌন্দর্য আর স্নিগ্ধ মুখশ্রীর জন্যই এত আকর্ষণ তাঁর মধ্যে। আর চোখ কপালে তোলার মতো ঘটনা হচ্ছে, অ্যানিমেল মুভি মুক্তি পাওয়ার পর তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা বেড়েছে ৩২০ শতাংশ। আসলে ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই দেখা যাবে, অ্যানিমেল সিনেমার আগে ও পরে তৃপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সুন্দর তো তিনি বটেই। কিন্তু আগের ‘বুলবুল’, ‘ক্বালা’ বা ‘লায়লামজনু’ সিনেমার স্নিগ্ধ সৌন্দর্যের ইমেজ ভেঙে তৃপ্তি এখন নিজেকে বদলে ফেলেছেন। এখন তাঁকে বলা যায় বলিউডের আবেদনময়তার প্রতীক। এই বদল এসেছে তৃপ্তির সাজপোশাক আর সেই সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজেও। আসছে তাঁর নতুন সিনেমা ‘ব্যাড নিউজ’। এখানেও বেশ বোল্ড চরিত্রে দেখা যাবে তাঁকে। চলুন তৃপ্তির ইনস্টাগ্রামে ঘুরে দেখে আসা যাক বলিউড অভিনেত্রীর একই সঙ্গে এখনকার চোখধাঁধানো আর আগের মনজুড়ানো সব লুক।

১/২২
বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে এখন এগিয়ে রাখা যায় তৃপ্তি দিমরিকে
বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে এখন এগিয়ে রাখা যায় তৃপ্তি দিমরিকে
বিজ্ঞাপন
২/২২
অথচ অ্যানিমেল সিনেমার আগে এই ছিল তার লুক ক্বালা মুভির জন্য। স্নিগ্ধ সাদা শাড়ির সাজে সেজেছেন এখানে তৃপ্তি
অথচ অ্যানিমেল সিনেমার আগে এই ছিল তার লুক ক্বালা মুভির জন্য। স্নিগ্ধ সাদা শাড়ির সাজে সেজেছেন এখানে তৃপ্তি
বিজ্ঞাপন
৩/২২
সে সময় পশ্চিমা ঘরানার  ট্যাংক টপ–জাতীয় পোশাকেও তাঁর ভঙিমা ছিল ইনোসেন্ট আমেজের।
সে সময় পশ্চিমা ঘরানার ট্যাংক টপ–জাতীয় পোশাকেও তাঁর ভঙিমা ছিল ইনোসেন্ট আমেজের।
৪/২২
এখানে স্লিপড্রেসে মন জুড়াচ্ছেন আগের তৃপ্তি দিমরি
এখানে স্লিপড্রেসে মন জুড়াচ্ছেন আগের তৃপ্তি দিমরি
৫/২২
লায়লামজনু সিনেমার সময় এমন লুকে ক্যামেরাবন্দী হতেন তৃপ্তি। এখানে তিনি পরেছেন অফ হোয়াইট আনারকলি
লায়লামজনু সিনেমার সময় এমন লুকে ক্যামেরাবন্দী হতেন তৃপ্তি। এখানে তিনি পরেছেন অফ হোয়াইট আনারকলি
৬/২২
বুলবুল সিনেমায় এমন ন্যাচারাল লুকে দেখেছি তৃপ্তিকে
বুলবুল সিনেমায় এমন ন্যাচারাল লুকে দেখেছি তৃপ্তিকে
৭/২২
অবশ্য তৃপ্তির মধ্যে একধরনের সহজাত আবেদনময়তা আছে। এখানে তিনি পরেছেন গভীর নেকলাইনের ট্যাংক টপ
অবশ্য তৃপ্তির মধ্যে একধরনের সহজাত আবেদনময়তা আছে। এখানে তিনি পরেছেন গভীর নেকলাইনের ট্যাংক টপ
৮/২২
তৃপ্তির হাসিটি তাঁর লুকের একটি বড় অংশ। আর সেটি একই রকম আছে
তৃপ্তির হাসিটি তাঁর লুকের একটি বড় অংশ। আর সেটি একই রকম আছে
৯/২২
তখন তৃপ্তিকে এমন সব ফটোশুটে দেখা যেত অনেক সময়
তখন তৃপ্তিকে এমন সব ফটোশুটে দেখা যেত অনেক সময়
১০/২২
অভিব্যক্তির দিক থেকে অনেকটা বদলে নিয়েছেন তৃপ্তি। আগেকার লুকে এখানে তিনি পরেছেন সাদা স্নিগ্ধ আউটফিট
অভিব্যক্তির দিক থেকে অনেকটা বদলে নিয়েছেন তৃপ্তি। আগেকার লুকে এখানে তিনি পরেছেন সাদা স্নিগ্ধ আউটফিট
১১/২২
অ্যানিমেল সিনেমার পর দেখতে পেলাম এক নতুন তৃপ্তি দিমরিকে। এখানে তিনি পরেছেন হাই থাই স্লিটের স্লিভলেস ডিপ নেক সাটিন গাউন
অ্যানিমেল সিনেমার পর দেখতে পেলাম এক নতুন তৃপ্তি দিমরিকে। এখানে তিনি পরেছেন হাই থাই স্লিটের স্লিভলেস ডিপ নেক সাটিন গাউন
১২/২২
ব্যাকলেস ডিজাইনের লুকে অত্যন্ত আকর্ষণীয় তিনি
ব্যাকলেস ডিজাইনের লুকে অত্যন্ত আকর্ষণীয় তিনি
১৩/২২
মেকওভার, পোশাক আর ভঙিমায় এল আমূল পরিবর্তন।
মেকওভার, পোশাক আর ভঙিমায় এল আমূল পরিবর্তন।
১৪/২২
তৃপ্তির সাম্প্রতিকতম লুক এটি। এখানে তিনি সিকুইনের কালো ড্রেস পরেছেন। আবেদনময়তার প্রতীক বলা যায় তাঁকে
তৃপ্তির সাম্প্রতিকতম লুক এটি। এখানে তিনি সিকুইনের কালো ড্রেস পরেছেন। আবেদনময়তার প্রতীক বলা যায় তাঁকে
১৫/২২
পাহাড়ে বড় হওয়া তৃপ্তির ফিটনেস অসাধারণ।  এখানে সংক্ষিপ্ত ব্লালেট আর প্যান্টে খুব মানিয়েছে তাঁকে
পাহাড়ে বড় হওয়া তৃপ্তির ফিটনেস অসাধারণ। এখানে সংক্ষিপ্ত ব্লালেট আর প্যান্টে খুব মানিয়েছে তাঁকে
১৬/২২
ঝলমলে গাউনের লুকে তৃপ্তি
ঝলমলে গাউনের লুকে তৃপ্তি
১৭/২২
অফ দ্য শোল্ডার কালো গাউনে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
অফ দ্য শোল্ডার কালো গাউনে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
১৮/২২
সাম্প্রতিক ভোগ ফটোশুটে অন্য রকম লুকে ফো লেদারের পোশাকে তৃপ্তি দিমরি
সাম্প্রতিক ভোগ ফটোশুটে অন্য রকম লুকে ফো লেদারের পোশাকে তৃপ্তি দিমরি
১৯/২২
করসেট স্টাইলে তিনিই সেরা এখন
করসেট স্টাইলে তিনিই সেরা এখন
২০/২২
যেকোনো পোশাকেই আবেদন ছড়ান এই অভিনেত্রী। এখানে ওয়েট লুকের সঙ্গে স্লিপড্রেস পরেছেন  তিনি কালো রঙের
যেকোনো পোশাকেই আবেদন ছড়ান এই অভিনেত্রী। এখানে ওয়েট লুকের সঙ্গে স্লিপড্রেস পরেছেন তিনি কালো রঙের
২১/২২
শাড়ির লুকেও দেখা যায় তাঁকে। সঙ্গে থাকে এমন চোখধাঁধানো ব্লাউজ
শাড়ির লুকেও দেখা যায় তাঁকে। সঙ্গে থাকে এমন চোখধাঁধানো ব্লাউজ
২২/২২
সব মিলে বলা যায়, নিজেকে বদলে আবেদনময়তার প্রতীক হয়ে উঠেছেন এখন বলিউডে তৃপ্তি দিমরি
সব মিলে বলা যায়, নিজেকে বদলে আবেদনময়তার প্রতীক হয়ে উঠেছেন এখন বলিউডে তৃপ্তি দিমরি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৪: ০৮
বিজ্ঞাপন