জীবনে সবকিছু থেকে বিরতি নিতে না পারলেও কিছু সময় নিজের জন্য দিতে হয়। এই সময়ের ব্যস্ত তারকারাও এই সূত্র মানেন। সময় পেলেই বেরিয়ে পড়েন দেশ-বিদেশে ঘুরতে। কাজকে কিছুদিনের জন্য ছুটি জানিয়ে অবকাশযাপনে নিজেদেরকে সময় দেন তাঁরা। ভ্রমণ গন্তব্য যেটাই হোক না কেন, সাজপোশাক, অনুষঙ্গ আর স্টাইলিংয়ের ক্ষেত্রে অবশ্য তারকাদের থাকে আলাদা প্রস্তুতি। কোথায় কেমন আউটফিটে নিজেকে সুন্দর আর ফুরফুরে লাগবে, সেটা জানেন তাঁরা। আবার কখনো আপন খেয়ালে ক্যাজুয়াল বা সাদামাটা লুকেও ধরা দেন ক্যামেরায় তাঁরা ভ্রমণে গিয়ে। তবে যেখানেই যান, এই তারকারা তাঁদের বেড়ানোর অভিজ্ঞতা আর নিজেদের ভ্রমণের লুক ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে ভোলেন না। ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মীম, কেয়া পায়েল, সাবিলা নূর আর সাফা কবিরের এমন কিছু ভ্রমণ-লুক দেখে নিন তবে।