ভ্রমণে যেমন পোশাক পরেন এই তারকারা
শেয়ার করুন
ফলো করুন

জীবনে সবকিছু থেকে বিরতি নিতে না পারলেও কিছু সময় নিজের জন্য দিতে হয়। এই সময়ের ব্যস্ত তারকারাও এই সূত্র মানেন। সময় পেলেই বেরিয়ে পড়েন দেশ-বিদেশে ঘুরতে। কাজকে কিছুদিনের জন্য ছুটি জানিয়ে অবকাশযাপনে নিজেদেরকে সময় দেন তাঁরা। ভ্রমণ গন্তব্য যেটাই হোক না কেন, সাজপোশাক, অনুষঙ্গ আর স্টাইলিংয়ের ক্ষেত্রে অবশ্য তারকাদের থাকে আলাদা প্রস্তুতি। কোথায় কেমন আউটফিটে নিজেকে সুন্দর আর ফুরফুরে লাগবে, সেটা জানেন তাঁরা। আবার কখনো আপন খেয়ালে ক্যাজুয়াল বা সাদামাটা লুকেও ধরা দেন ক্যামেরায় তাঁরা ভ্রমণে গিয়ে। তবে যেখানেই যান, এই তারকারা তাঁদের বেড়ানোর অভিজ্ঞতা আর নিজেদের ভ্রমণের লুক ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে ভোলেন না। ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মীম, কেয়া পায়েল, সাবিলা নূর আর সাফা কবিরের এমন কিছু ভ্রমণ-লুক দেখে নিন তবে।

বিজ্ঞাপন
১/১২
মালয়েশিয়ায় মেহজাবীন চৌধুরী। পরেছেন আরামদায়ক সাদা শার্ট আর জিন্স। সঙ্গে ক্রস বডি ব্যাগ আর সাদা স্নিকার্স
মালয়েশিয়ায় মেহজাবীন চৌধুরী। পরেছেন আরামদায়ক সাদা শার্ট আর জিন্স। সঙ্গে ক্রস বডি ব্যাগ আর সাদা স্নিকার্স
বিজ্ঞাপন
২/১২
সমুদ্র সৈকতে সাফা কবির। অফ দ্য শোল্ডার সাদা টপ আর ট্রেন্ডি বড় সাদা ফ্রেমের রোদচশমা পরেছেন তিনি
সমুদ্র সৈকতে সাফা কবির। অফ দ্য শোল্ডার সাদা টপ আর ট্রেন্ডি বড় সাদা ফ্রেমের রোদচশমা পরেছেন তিনি
৩/১২
সাবিলা নূর আবার সাগর পাড়ে গিয়ে ক্ল্যাসিক ফ্লোরাল প্রিন্টের ম্যাক্সি ড্রেস পরেছেন সাদা স্যান্ডেল দিয়ে
সাবিলা নূর আবার সাগর পাড়ে গিয়ে ক্ল্যাসিক ফ্লোরাল প্রিন্টের ম্যাক্সি ড্রেস পরেছেন সাদা স্যান্ডেল দিয়ে
৪/১২
নজর কাড়তে লালই সেরা। মেহজাবীন চৌধুরীর লাল ড্রেসের সঙ্গে ম্যাচিং ক্রসবডি ব্যাগ আর কালো চশমা ভ্রমণ লুকের জন্য এক আদর্শ হতে পারে এক্ষেত্রে
নজর কাড়তে লালই সেরা। মেহজাবীন চৌধুরীর লাল ড্রেসের সঙ্গে ম্যাচিং ক্রসবডি ব্যাগ আর কালো চশমা ভ্রমণ লুকের জন্য এক আদর্শ হতে পারে এক্ষেত্রে
৫/১২
এই গরমে কেয়া পায়েলের তুষারাবৃত ভ্রমণ লুক দেখেই স্বস্তি লাগছে। পরেছেন তিনি বেইজ কোটের সঙ্গে সাদা টপ। হাতে রয়েছে কালো গ্লাভস
এই গরমে কেয়া পায়েলের তুষারাবৃত ভ্রমণ লুক দেখেই স্বস্তি লাগছে। পরেছেন তিনি বেইজ কোটের সঙ্গে সাদা টপ। হাতে রয়েছে কালো গ্লাভস
৬/১২
সিঙ্গাপুর চিড়িয়াখানায় সাফারি মুডের লুকে বিদ্যা সিনহা মীম। শর্ট প্যান্ট, ট্যাংক টপ আর লিনেন শার্টের সঙ্গে রোদচশমা পরেছেন তিনি
সিঙ্গাপুর চিড়িয়াখানায় সাফারি মুডের লুকে বিদ্যা সিনহা মীম। শর্ট প্যান্ট, ট্যাংক টপ আর লিনেন শার্টের সঙ্গে রোদচশমা পরেছেন তিনি
৭/১২
সাবিলা নূর গেছেন মালয়েশিয়ায়। পরেছেন চোখ জুড়ানো নীল ফুলেল ড্রেস
সাবিলা নূর গেছেন মালয়েশিয়ায়। পরেছেন চোখ জুড়ানো নীল ফুলেল ড্রেস
৮/১২
তাজমহল দেখতে গিয়েছিলেন কেয়া পায়েল। বর্ণিল কারুকাজ করা হলুদ সালওয়ার কামিজ আর জুতি পরেছেন তিনি
তাজমহল দেখতে গিয়েছিলেন কেয়া পায়েল। বর্ণিল কারুকাজ করা হলুদ সালওয়ার কামিজ আর জুতি পরেছেন তিনি
৯/১২
যস্মিন দেশে যদাচার। তাসনিয়া ফারিণ তুরষ্কের ব্লু মস্কে গিয়ে সুন্দর একটি শর্ষে হলুদ টিয়ার্ড লং ড্রেস পরেছেন সাদা স্কার্ফ দিয়ে
যস্মিন দেশে যদাচার। তাসনিয়া ফারিণ তুরষ্কের ব্লু মস্কে গিয়ে সুন্দর একটি শর্ষে হলুদ টিয়ার্ড লং ড্রেস পরেছেন সাদা স্কার্ফ দিয়ে
১০/১২
মীমের এই সাদা চিকনকারি করা ড্রেসটি এমন দিনে ভ্রমণের জন্য আদর্শ । সঙ্গে সাদা স্নিকার্স পরেছেন তিনি
মীমের এই সাদা চিকনকারি করা ড্রেসটি এমন দিনে ভ্রমণের জন্য আদর্শ । সঙ্গে সাদা স্নিকার্স পরেছেন তিনি
১১/১২
একটু অন্যরকম লুকে সাফা কবির। কালো লেদার আউটফিটে গথিক আমেজ।  সঙ্গের কালো ব্যাগটি আভিজাত্য বাড়িয়েছে পুরো লুকে
একটু অন্যরকম লুকে সাফা কবির। কালো লেদার আউটফিটে গথিক আমেজ। সঙ্গের কালো ব্যাগটি আভিজাত্য বাড়িয়েছে পুরো লুকে
১২/১২
তুরষ্কের ফুলবাগানে তাসনিয়া ফারিণের এই কালো জমকালো কাফতানের লুকটি সত্যিই নজরকাড়া
তুরষ্কের ফুলবাগানে তাসনিয়া ফারিণের এই কালো জমকালো কাফতানের লুকটি সত্যিই নজরকাড়া
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৫: ২০
বিজ্ঞাপন