আলিয়া ভাট মূলত লরিয়াল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ১৩ মে কান চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। ইন্ডিয়া টুডের একটি সূত্র জানায়, ‘আলিয়া সীমান্তে চলমান উত্তেজনার বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রী মনে করছেন এই সংবেদনশীল সময়ে কান যাওয়াটা সঠিক হবে না। তার টিম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময়ে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা হতে পারে।’
কান উৎসবে লরিয়াল প্যারিস-এর ‘লাইট, বিউটি অ্যান্ড আ্যাকশন (Lights, Beauty and Action)’ ক্যম্পেইনের অংশ হিসেবে অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে আলিয়ার অংশ নেওয়ার কথা ছিল। আগে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই উৎসবে লরিয়াল প্যারিস-এর প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের বিষয়। আমার কাছে সৌন্দর্য মানে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আত্ম-মূল্যবোধকে উপস্থাপন করা।’
১৩ মে আলিয়া ভাট সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে লেখেন, ‘যখন একটি দেশ নিঃশ্বাস আটকে রাখে, তখন বাতাসে এক ধরনের স্থিরতা থাকে... আমাদের সৈনিকরা সজাগ এবং ঝুঁকির মধ্যে রয়েছে।’ এটি আলিয়ার প্রথম কান অভিষেক হওয়ার কথা ছিল, তবে এখন তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে তিনি উৎসবে অংশ নিতে পারেন বলে তার টিম জানিয়েছে।
বর্তমানে আলিয়া ভাট অ্যালফা (পরিচালনা: শিব রাওয়াইল, প্রযোজনা: যশ রাজ ফিল্মস) এবং লাভ অ্যান্ড ওয়ার (পরিচালনা: সঞ্জয় লীলা বনসালি, সহ-অভিনয়ে রণবীর কাপুর ও ভিকি কৌশল) চলচ্চিত্রের প্রস্তুতিতে রয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস
ছবি: আলিয়া ভাটের ইনস্টাগ্রাম