ফ্যাশন পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে ট্রেন্ড পাল্টে যায়। পোশাকের ধরন, কাট, প্যাটার্ন ও রঙে লাগে হালের হাওয়া। আবার জয়া আহসানের মতো জনপ্রিয় ও ফ্যাশনেবল তারকারা নিজেরাই একেকজন ট্রেন্ডসেটার। তাঁদের পরা শাড়ি বা যেকোনো পোশাকের লুক অনুসরণ করেন সবাই। এই অভিনেত্রীর দেহঘড়ি অবশ্য চলছে সময়ের বিপরীতে। বয়সকে তিনি হার মানিয়েছেন অনেক আগেই। তাঁর সুস্থ ও সুন্দর ত্বকের কারণে ন্যাচারাল লুক থেকে শুরু করে ভারী মেকওভার—সবকিছুই মানিয়ে যায় সহজে। আবার নিজের ফিটনেসও ধরে রেখেছেন দারুণভাবে। শুধু ধরে রাখার কথা বললে ভুল হবে, নিজেকে যেন প্রতিবছর ছাড়িয়ে যাচ্ছেন আকর্ষণ ও আবেদন ছড়ানোর দিক থেকে। একদিকে জয়া যেমন গ্ল্যামারাস পশ্চিমা পোশাকে দেখা দিচ্ছেন, তেমনি জামদানিসহ বিভিন্ন দেশি শাড়ির লুকে তাঁকে এখন আরও বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে আভিজাত্য ও আবেদনের এমন মিশেল খুব কমই দেখি। চলুন তবে ২০১৯ থেকে ২০২৪—এই ৫ বছরে আমাদের প্রিয় অভিনেত্রী জয়া আহসানের ফ্যাশন-যাত্রার কিছু ঝলক দেখে নিই।