টেলিভিশন দুনিয়ায় রুবিনা দিলাইক এক চেনা মুখ। ২০০৮ সালে টিভি সিরিয়ালে অভিষেক হয়। এরপর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই বিয়ে হয় তাঁর। বিগবস জেতেন তিনি দাপটের সঙ্গে। কিন্তু এ সময় তাঁর বৈবাহিক জীবন পড়ে সমূহ বিপদে। তবে বিগবস জেতার পর আবার সুখে সংসার করছেন রুবিনা ২০২০ সাল থেকে। দুই সন্তানের মা এই আবেদনময়ী অভিনেত্রী। এর মাঝে মাতিয়েছেন ঝলক দিখলা যা আর ফিয়ার ফ্যাকটরের মতো শো। ব্যক্তিগত জীবনের মতো ক্যারিয়ারেও অনেক চড়াই উতরাইয়ের পর এখন কুকিং শো আর ড্রামা সিরিয়ালে সমানভাবে নজর কাড়ছেন। ওটিটি আর সিনেমায় দেখা গেলেও রুবিনা টেলিভিশনেরই। আর সব বাধা পেরিয়ে রুবিনা এগিয়ে যাচ্ছেন নিজের স্টাইলেই। চলুন তবে এই অভিনেত্রীর কিছু লুক দেখে নিই ইন্সটাগ্রাম থেকে।
ছবি: রুবিনার ইন্সটাগ্রাম