এক সময়ে বোল্ড সিনেমায় পর্দা মাতিয়ে কোথায় হারালেন এই মডেল ও অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

মিলেনিয়ামের প্রথম দিকে একেবারে সাড়া জাগিয়েছিলেন যাকে বলে এই মডেল ও অভিনেত্রী। ফ্যাশন জগতে আগে থেকেই নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছিলেন উদিতা গোস্বামী। নেপালি মাতামহী ও শিলংবাসী মায়ের সূত্রে পাওয়া অন্যরকম আকর্ষণীয় মুখশ্রী তাঁকে আলাদা করেছে প্রথম থেকেই। বলিউড তারকা ইমরান হাশমির নায়িকা হয়ে জেহের সিনেমার পর্দা মাতিয়েছেন তিনি। এই দুইজনের রসায়নে মজে ছিলেন ভক্তরা বহুদিন। পাপ আর আকস এর মতো সিনেমায় অত্যন্ত আবেদনময়ী রূপে দেখা গিয়েছে উদিতাকে। সেই সঙ্গে বিভিন্ন ফ্যাশন ইভেন্ট, র‍্যাম্প আর ফ্যাশন সাময়িকীতে দেখেছি আমরা এই মডেলের দাপুটে উপস্থিতি। এর পরে ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেলেন উদিতা। অভিনেতা মোহিত সুরিকে বিয়ে করে সংসারী হন তিনি ২০১৩ সালে। দুই সন্তানের মা উদিতাকে এখন মাঝে মাঝেই আন্তর্জাতিক পর্যায়ের মিউজিক ইভেন্টে ডিজে হিসেবে দেখা যায়। আর ইন্সটাগ্রাম ঘুরে এসে বলতেই হয়, এই অভিনেত্রী ও মডেল আগের মতোই আবেদনময়ী এখনো।কমলা ডিপনেক ও

১/৯
সাদা স্লিপড্রেসে আবেদন ছড়াচ্ছেন উদিতা
সাদা স্লিপড্রেসে আবেদন ছড়াচ্ছেন উদিতা
বিজ্ঞাপন
২/৯
এখানে তিনি সাদা ট্যাংক টপের সঙ্গে রেনবো স্কার্ফ পরেছেন
এখানে তিনি সাদা ট্যাংক টপের সঙ্গে রেনবো স্কার্ফ পরেছেন
বিজ্ঞাপন
৩/৯
কমলা ডিপনেক স্লিভলেস ড্রেসে উসিতা
কমলা ডিপনেক স্লিভলেস ড্রেসে উসিতা
৪/৯
আজকাল এমন ডিজে রূপে দেখা যায় তাঁকে
আজকাল এমন ডিজে রূপে দেখা যায় তাঁকে
৫/৯
কালো  টপের সঙ্গে বর্ণিল জ্যাকেটের লেয়ারিং করা লুকে উদিতা
কালো টপের সঙ্গে বর্ণিল জ্যাকেটের লেয়ারিং করা লুকে উদিতা
৬/৯
নীল নিটেড ট্যাংক টপ পরেছেন এই অভিনেত্রী
নীল নিটেড ট্যাংক টপ পরেছেন এই অভিনেত্রী
৭/৯
প্যাস্টেল পিংক মিনিড্রেসে আকর্ষণীয় উদিতা
প্যাস্টেল পিংক মিনিড্রেসে আকর্ষণীয় উদিতা
৮/৯
এখানে তাঁকে দেখা যাচ্ছে, কালো মাইক্রোশর্টসের সঙ্গে কালো লেয়ারিং করেছেন
এখানে তাঁকে দেখা যাচ্ছে, কালো মাইক্রোশর্টসের সঙ্গে কালো লেয়ারিং করেছেন
৯/৯
এই ক্রপটপ, ডেনিমের ম্যাচিং ট্রাউজার্স ও জ্যাকেট আর হিলসের লুক বলে দিচ্ছে, উদিতা এখনো সমান আবেদনময়ী
এই ক্রপটপ, ডেনিমের ম্যাচিং ট্রাউজার্স ও জ্যাকেট আর হিলসের লুক বলে দিচ্ছে, উদিতা এখনো সমান আবেদনময়ী

ছবি উদিতার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৪: ১২
বিজ্ঞাপন