হাল ফ্যাশন ডেস্ক
শ্যাম্পেইন রঙা গালিচায় রিয়ানা প্রথম ধরা দেন কালো রঙের কাট–আউট গাউনে। চামড়ার কাট–আউটের ভেতর কালো নেট কাপড়ের আস্তরণ। আর সেখানেই ফুটে উঠেছে উন্মুক্ত বেবিবাম্প।
টারটেল নেক ও ফুল হাতার গাউনটিতে নাটকীয়তা এনেছে ফ্লোর লেন্থের ট্রেন। উঁচু করে বাঁধা স্পাইকি বান, ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক, কানে পাথরের দুল ও হাতে আংটি—এই ছিল রিয়ানার প্রথম লুক। এর সঙ্গে তিনি পরেছেন কাস্টম-মেড স্ট্র্যাপি হিল।
সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়েছিলেন রিয়ানা। অস্কারের মঞ্চে ‘লিফ্ট মি আপ’ গানটি পরিবেশন করার জন্য দ্বিতীয়বার তিনি হাজির হন আরেক অবতারে। পোশাকের ওপরের অংশে তিনি পরেন কালো নেটের ওপর পাথরসজ্জিত ও ফ্রিল দেওয়া ব্রালেট টপ। বটম হিসেবে পরেন ফুলেল মোটিফের ওয়াইড লেগ প্যান্ট। কালোর ওপর কপার গোল্ডেন ফুল লতাপাতা রয়েছে প্যান্টের পুরো জমিনে।
এই পোশাকের সঙ্গে রিয়ানা হাতে পরেন কনুই পর্যন্ত কালো চামড়ার অপেরা গ্লাভস। আর গ্লাভসের ওপর জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন একটি মোটা হীরার ব্রেসলেট। কানে পরেছিলেন ডায়মন্ড ড্রপ দুল।
পরপর দুবার কালো রংকে বেছে নিয়েছেন রিয়ানা। তবে অস্কার–পরবর্তী অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে একদম স্নিগ্ধ সাজপোশাকে। এই লুকের জন্য রিয়ানা পরেন মিন্ট গ্রিন বুস্টিয়ার ও ম্যাচিং স্কার্ট। এর সঙ্গে একই রঙের স্ট্র্যাপি হিল ও গ্লাভস পরেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতেই সুপার বোল হাফটাইম পারফরম্যান্সের সময় রিয়ানা তাঁর দ্বিতীয়বার মা হওয়ার খবরটি প্রকাশ করেন। সে সময়ও তাঁকে দেখা যায় সাহসী রূপে। কাস্টম–মেড লাল পোশাকে তিনি ভক্তদের মন জয় করে নেন।