২০২৩-এ সবচেয়ে দুর্দান্ত ফ্যাশন মুহূর্তগুলো ছিল আলিয়া ভাটের
শেয়ার করুন
ফলো করুন

সময়টা এখন আলিয়া ভাটের। বলিউড সুইটহার্ট এই তারকা অভিনেত্রী একেবারে কম বয়সেই বিয়ে করলেন, মা হলেন আবার ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন সমান দাপটে। সারা বছর জুড়ে ২০২৩ সালে তাঁর অনবদ্য সব ফ্যাশন মুহূর্ত মুগ্ধ করেছেন আমাদেরকে। মনীশ মালহোত্রা, গৌরব গুপ্তের পোশাকে মন মাতিয়েছেন তিনি। আবার মেট গালায় শ্যানেলের গাউনে নো মেকআপ লুকে মুগ্ধ করে এক ট্রেন্ড চালু করে দিয়েছেন তিনি। রকি অওর রানি মুভিতে শাড়ি আর ঝুমকায় যেমন অনন্যা আলিয়া তেমনি কোয়ায়েট লাক্সারি ট্রেন্ড মেনে মিনিমাল ডিজাইনের বিলাসবহুল পোশাকে বোল্ড লুকে চোখ ধাঁধিয়েছেন এই ফ্যাশন আইকন। আবার একই সঙ্গে নিজের বিয়ের শাড়ি পুনরায় পরে জাতীয় পুরস্কার গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ বলিউড তারকাদের জন্য। আলিয়া নিজেই আজ তাঁর ইস্টাগ্রামে একটি রিলস পোস্ট করেছেন ২০২৩-এ নিজের সেরা ফ্যাশন মুহূর্তগুলো একত্র করে। হাল ফ্যাশন সারা বছরই আলিয়া ভাটের ফ্যাশনযাত্রা ফলো করেছে। ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিগুলোতে তাঁর ফ্যাশনেবল লুকগুলো দেখে নেওয়া যাক এবার।

বিজ্ঞাপন
১/৯
অফ দ্য শোল্ডার ভেঙেচুরে ডিজাইন করা শাড়িতে নতুন মা আলিয়ার লুক।
অফ দ্য শোল্ডার ভেঙেচুরে ডিজাইন করা শাড়িতে নতুন মা আলিয়ার লুক।
বিজ্ঞাপন
২/৯
মেটগালা ২০২৩-এ আলিয়া ভাটের আইভরি শ্যানেল গাউন।
মেটগালা ২০২৩-এ আলিয়া ভাটের আইভরি শ্যানেল গাউন।
৩/৯
মনীশ মালহোত্রার লেহেঙ্গায় আলিয়া।
মনীশ মালহোত্রার লেহেঙ্গায় আলিয়া।
৪/৯
ভোগ কভারে আলিয়াকে অন্যরকম লাগছে
ভোগ কভারে আলিয়াকে অন্যরকম লাগছে
৫/৯
গৌরব গুপ্তের করসেট গাউনে আলিয়া ভাট
গৌরব গুপ্তের করসেট গাউনে আলিয়া ভাট
৬/৯
আলিয়া করণ জোহরের অনুষ্ঠানে গিয়েছেন বিলাসবহুল সিকুইন ড্রেসে
আলিয়া করণ জোহরের অনুষ্ঠানে গিয়েছেন বিলাসবহুল সিকুইন ড্রেসে
৭/৯
নিজের বিয়ের শাড়ি পুনরায় পরে জাতীয় পুরস্কার গ্রহণ করে আলিয়া ভাট অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নিজের বিয়ের শাড়ি পুনরায় পরে জাতীয় পুরস্কার গ্রহণ করে আলিয়া ভাট অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
৮/৯
গুচির মিনিড্রেসে আলিয়া ভাটের বোল্ড লুক আলোচিত হয়েছে  বেশ।
গুচির মিনিড্রেসে আলিয়া ভাটের বোল্ড লুক আলোচিত হয়েছে বেশ।
৯/৯
রকি অওর রানি মুভিতে আলিয়া ভাটের শিফন শাড়ি আর ঝুমকার লুক মুগ্ধ করেছে সবাইকে।
রকি অওর রানি মুভিতে আলিয়া ভাটের শিফন শাড়ি আর ঝুমকার লুক মুগ্ধ করেছে সবাইকে।
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪২
বিজ্ঞাপন