ঐশ্বরিয়া 'এজিং গ্রেসফুলি', কিন্তু ফ্যাশন চয়েসের কী হলো
শেয়ার করুন
ফলো করুন

সময় কারো জন্য থেমে থাকে না। আর প্রতিটি বয়সেরই থাকে এক নিজস্ব সৌন্দর্য। আর সে কথা বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের জন্যও প্রযোজ্য। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে ও মাতৃত্বের পরে সময়ের সঙ্গে অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছেন এই দুনিয়া কাঁপানো সুন্দরী বলিউড তারকা। আর শুধু বলিউড অভিনেত্রী নন, তিনি ফ্যাশন দুনিয়ার অবিসংবাদিত রানির আসনে নিয়ে গিয়েছিলেন নিজেকে এক সময়। বিশ্বের যত বড় বড় ফ্যাশন ইভেন্টে তিনি এখনও থাকেন লাইমলাইটে। বহু ফ্যাশন ও সৌন্দর্য পণ্যের আন্তর্জাতিক মুখ তিনি।

ঐশ্বরিয়ার ফ্যাশন চয়েস নিয়ে বেশ হতাশ তাঁর ভক্তরা
ঐশ্বরিয়ার ফ্যাশন চয়েস নিয়ে বেশ হতাশ তাঁর ভক্তরা

এর মধ্যে ল'রিয়াল প্যারিসের কথা আলাদা করে বলতে হয়। এই বিউটি জায়ান্টের 'বিকজ ইয়ো'র ওয়ার্থ ইট' থিমটিকে তিনিই সকলের অন্তরের কাছাকাছি পৌঁছে দিয়েছেন। কিন্তু বিগত কয়েক বছর ধরেই ঐশ্বরিয়ার ফ্যাশন চয়েস নিয়ে বেশ হতাশ তাঁর ভক্তরা। এজন্য তাঁর স্টাইলিস্টকেই দুষছেন সবাই এবারের প্যারিস ফ্যাশন উইকে ল'রিয়াল প্যারিসের শোয়ে ঐশ্বরিয়ার বহুল প্রতীক্ষিত র‍্যাম্প উপস্থিতি দেখার পর।

বিজ্ঞাপন

ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাওয়া লাল বিশাল ড্রেসটি ঐশ্বরিয়ার অপরূপ সুন্দর মুখখানির প্রতি অবিচার করেছে বলেই মনে করছেন ফ্যাশনপ্রেমীরা। আর এর সঙ্গে কিন্তু বয়স, বদলে যাওয়া শারীরিক বৈশিষ্ট্য বা চেহারায় বয়সের ছাপের কোনো সম্পর্ক নেই।

ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাওয়া লাল বিশাল ড্রেসটিতে গ্ল্যামারের ছাপ নেই
ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাওয়া লাল বিশাল ড্রেসটিতে গ্ল্যামারের ছাপ নেই
বয়সের সঙ্গে ঐশ্বরিয়ার পরিণত সৌন্দর্য নিয়ে কোনো কথা হতে পারে না
বয়সের সঙ্গে ঐশ্বরিয়ার পরিণত সৌন্দর্য নিয়ে কোনো কথা হতে পারে না

এখনও ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছেন হলিউডের বর্ষীয়ান ডিভা হেলেন মিরেন বা মেরিল স্ট্রিপ। যেকোনো সময়ের চেয়ে এখন ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বিউটি আর সর্বজনীন সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ফ্যাশন সেন্সের বেলায় বারবার ছাড় দেওয়া যায় না এই অভিজ্ঞ ফ্যাশন কুইনকে।

বিজ্ঞাপন

এথিকাল ফ্রেঞ্চ ব্র্যান্ড মসি থেকে নেওয়া বিশাল এক বাবল হেমের লাল গাউনে দেখা গেল ঐশ্বরিয়াকে এবারের ল'রিয়াল শোয়ে। ম্যাক্সি ড্রেস বললেও ভুল হবে না। অফ দ্য শোল্ডার ডিজাইনে এই বলিউড ডিভাকে দারুণ মানালেও ঢলঢলে কেপ স্লিভসে স্লিট দেওয়া হাতের লুকে গ্ল্যামার সূচক নেমে গিয়েছে অনেকটা। বাবল হেমের কারণে হাঁটতে রীতিমতো অসুবিধা হচ্ছিল তাঁর। সঙ্গে ফ্লোয়ি প্যাটার্ন থাকায় গোলগাল ফুলদানিতে ফুটে থাকা ফুলের মতো দেখাচ্ছে তাঁকে সবটা মিলে।

ফুলদানিতে ফুটে থাকা ফুলের মতো দেখাচ্ছে তাঁকে সবটা মিলে
ফুলদানিতে ফুটে থাকা ফুলের মতো দেখাচ্ছে তাঁকে সবটা মিলে
গ্লসি লাল লিপকালার আর বাদামি রঙের সফট ওয়েভ স্টাইলের মাঝ সিঁথি করা চুলে ঐশ্বরিয়া
গ্লসি লাল লিপকালার আর বাদামি রঙের সফট ওয়েভ স্টাইলের মাঝ সিঁথি করা চুলে ঐশ্বরিয়া

গ্লসি লাল লিপকালার আর বাদামি রঙের সফট ওয়েভ স্টাইলের মাঝ সিঁথি করা চুলে এমনিতে খুবই সুন্দর লাগছেন ঐশ্বরিয়া। কিন্তু তাঁর ঐ সুন্দর মুখখানি বারবার বিভিন্ন ইভেন্টে ফ্যাশন দূর্যোগের কবলে পড়ায় এবার সত্যিই চটেছেন ভক্তরা। ইন্সটাগ্রামে ঐশ্বরিয়ার এই লুকের ছবি ও ভিডিওর কমেন্ট বক্সে বেশ বকাঝকা দেওয়া হচ্ছে এই সুন্দরী অভিনেত্রীর স্টাইলিং করার দায়িত্বে থাকা সকলকে। আর এক সময়ের ফ্যাশন কুইন হিসেবে এই পড়তি ফ্যাশন সেন্সের দায় কিন্তু ঐশ্বরিয়া নিজেও এড়াতে পারছেন না।

সূত্র: ডব্লিউ ডব্লিউ ডি

ছবি: ঐশ্বরিয়া রায়ের ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট (ঐশ্বরিয়া রায় অনলি)

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫০
বিজ্ঞাপন