শরতের দুপুরে একঝলক সতেজতা নিয়ে হাজির হয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সাজসজ্জায় আভিজাত্যের চেয়েও তাঁর নতুন লুকে ফুটে উঠেছে প্রাণবন্ততা। এই রোদ–এই বৃষ্টির এমন দিনে কেয়ার এই বোহো আমেজের লুকটি অনুপ্রেরণা হতে পারে আপনারও। রইল বিস্তারিত—
১/৪
কেয়ার এই লুকে লাল বডি-ফিটিং টপের সঙ্গে জুটি হয়েছে হালকা নীল ডেনিম প্যান্ট।
বিজ্ঞাপন
২/৪
সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ছে মাল্টিকালার স্কার্ফ, যা তিনি ব্যান্ডেনা হিসেবে মাথায় পরেছেন। উজ্জ্বল রঙের স্কার্ফটি লুকে শুধু প্রাণবন্ততাই যোগ করেনি, বরং দিয়েছে বোহো আমেজও। নব্বই দশকের সেই আইকনিক ব্যান্ডেনা স্টাইল আবারও ফিরে এসেছে সমসাময়িক ফ্যাশনে, আর কেয়া সেটিকে নতুন মাত্রা দিয়েছেন।
বিজ্ঞাপন
৩/৪
চোখে রেট্রো স্টাইলের সানগ্লাস আর কানে টারকোয়িজ ব্লু রঙের দুল পরেছেন কেয়া। হাতে শোভা বাড়িয়েছে আংটি আর সিলভার ব্রেসলেট।
৪/৪
সঠিক অ্যাক্সেসরিজ আর রঙের খেলাতেই লুক পায় ভিন্ন মাত্রা। এই রোদ–এই বৃষ্টির এমন দিনে কেয়ার এই বোহো আমেজের লুকটি অনুপ্রেরণা হতে পারে আপনারও।