
দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা জেফার রহমান এবং ইন্টারনেট ব্যক্তিত্ব, কমেডিয়ান ও উপস্থাপক রাফসান শাবাব সম্প্রতি বিয়ে করেছেন । বিয়ের মূল আকর্ষণ, লাল বৌয়ের সাজে স্টাইলিশ জেফারের উপস্থিতি, ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। তবে শুধু বর ও কনের সাজ নয়, আলোচনায় এসেছে ওয়েডিং গেস্টদের লুকও । এই বিয়ের থিম ছিল প্যাস্টেল কালার প্যালেট । চলুন দেখে নিই কে কীভাবে ফ্রেমে ধরা দিয়েছেন।







