প্যাস্টেল কালার প্যালেটে ওয়েডিং গেস্ট লুকে ঝলমলে তারকারা
শেয়ার করুন
ফলো করুন

দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা জেফার রহমান এবং ইন্টারনেট ব্যক্তিত্ব, কমেডিয়ান ও উপস্থাপক রাফসান শাবাব সম্প্রতি বিয়ে করেছেন । বিয়ের মূল আকর্ষণ, লাল বৌয়ের সাজে স্টাইলিশ জেফারের উপস্থিতি, ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। তবে শুধু বর ও কনের সাজ নয়, আলোচনায় এসেছে ওয়েডিং গেস্টদের  লুকও । এই বিয়ের থিম ছিল প্যাস্টেল কালার প্যালেট । চলুন দেখে নিই কে কীভাবে ফ্রেমে ধরা দিয়েছেন।

১/৮
ঝলমলে আইভরি আউটফিটে হাজির হয়েছিলেন মেহজাবিন চৌধুরী । সঙ্গে পরেছেন পান্না -হীরার স্টেটমেন্ট দুল। আর সফট গ্ল্যাম মেকআপ লুকটির দায়িত্বে ছিল জাহিদ খান ব্রাইডাল মেকওভার।
ঝলমলে আইভরি আউটফিটে হাজির হয়েছিলেন মেহজাবিন চৌধুরী । সঙ্গে পরেছেন পান্না -হীরার স্টেটমেন্ট দুল। আর সফট গ্ল্যাম মেকআপ লুকটির দায়িত্বে ছিল জাহিদ খান ব্রাইডাল মেকওভার।
২/৮
সিকুইন আর বিডসের কাজ করা টু পিস মারমেইড কাট পোশাকের সঙ্গে অভিনেত্রী লেয়ার করেছেন সাদা ফার জ্যাকেট । সঙ্গে নিয়েছেন পান্না সবুজ হ্যান্ড ব্যাগ
সিকুইন আর বিডসের কাজ করা টু পিস মারমেইড কাট পোশাকের সঙ্গে অভিনেত্রী লেয়ার করেছেন সাদা ফার জ্যাকেট । সঙ্গে নিয়েছেন পান্না সবুজ হ্যান্ড ব্যাগ
বিজ্ঞাপন
৩/৮
শেহতাজের এই লুক সবারই পছন্দ হয়েছে। ফেসবুকেও এই তারকা ভাসছেন প্রশংসার বন্যায় । ডিজাইনার সাফিয়া সাথীর কালেকশন থেকে সোনালি সিকুইন  ও জারদৌসির কাজ করা হালকা গোলাপি মসলিন শাড়ি বেছে নিয়েছেন সুন্দরী ।
শেহতাজের এই লুক সবারই পছন্দ হয়েছে। ফেসবুকেও এই তারকা ভাসছেন প্রশংসার বন্যায় । ডিজাইনার সাফিয়া সাথীর কালেকশন থেকে সোনালি সিকুইন  ও জারদৌসির কাজ করা হালকা গোলাপি মসলিন শাড়ি বেছে নিয়েছেন সুন্দরী ।
বিজ্ঞাপন
৪/৮
সাবিলা নূর ফ্রেমে ধরা দিয়েছেন জলপাই সবুজ ফ্লোরাল আনারককলি ড্রেসে। গোল্ডেন হ্যান্ড ব্যাগ হয়েছে জুটি। চুলগুলো সেমি কার্ল করে ছেড়ে রাখা। তাঁর ন্যুড মেকআপ করেছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার
সাবিলা নূর ফ্রেমে ধরা দিয়েছেন জলপাই সবুজ ফ্লোরাল আনারককলি ড্রেসে। গোল্ডেন হ্যান্ড ব্যাগ হয়েছে জুটি। চুলগুলো সেমি কার্ল করে ছেড়ে রাখা। তাঁর ন্যুড মেকআপ করেছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার
৫/৮
ড্রেসের হাতার নকশাই লুকে চার্ম এনেছে। পরেছেন চোকার নেকপিস
ড্রেসের হাতার নকশাই লুকে চার্ম এনেছে। পরেছেন চোকার নেকপিস
৬/৮
সুনেরাহ বিনতে কামাল সব সময়ই স্টাইলিশ । ওয়েডিং গেস্ট লুকে তাঁকে দেখা গেছে ন্যুড মেকআপে । আর পরেছেন ভাওলা বাই ফারিহার লেহেঙ্গা।
সুনেরাহ বিনতে কামাল সব সময়ই স্টাইলিশ । ওয়েডিং গেস্ট লুকে তাঁকে দেখা গেছে ন্যুড মেকআপে । আর পরেছেন ভাওলা বাই ফারিহার লেহেঙ্গা।
৭/৮
সিম্পলের মধ্যে গর্জিয়াস মনে হয় একেই বলে। পীচ , গোলাপির মিশেলে তাঁর লেহেঙ্গার এই লুক একদম টপ নচ ।
সিম্পলের মধ্যে গর্জিয়াস মনে হয় একেই বলে। পীচ , গোলাপির মিশেলে তাঁর লেহেঙ্গার এই লুক একদম টপ নচ ।
৮/৮
মায়ের হানি রং-এর  শাড়ি আর গোল্ডেন জুয়েলারিতে ফ্রেমে ধরা দিয়েছেন  তাসনিয়া ফারিন।
মায়ের হানি রং-এর  শাড়ি আর গোল্ডেন জুয়েলারিতে ফ্রেমে ধরা দিয়েছেন  তাসনিয়া ফারিন।
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৩: ৪০
বিজ্ঞাপন