স্টাইলিশ গায়িকা সুনিধির জন্মদিন আজ
শেয়ার করুন
ফলো করুন

রবীন্দ্রসংগীত নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ঝুলিতে রয়েছে অন্য গানেরও লম্বা লিস্ট। কোক স্টুডিও বাংলায় গেয়েও তিনি জয় করেছেন দর্শকহৃদয়। বলছি সুনিধি নায়েকের কথা। শিল্পী অর্ণবের সহধর্মিণীও তিনি। ভারতের সুনিধি এখন বাংলাদেশের সঙ্গে একেবারে মিলেমিশে গেছেন যেন। গানের পাশাপাশি তাঁর আরেকটি গুণও রয়েছে। ভীষণ স্টাইলিশ তিনি, রয়েছে তুখোড় ফ্যাশন সেন্স। আজ সুনিধির জন্মদিনে একনজরে চলুন ঢুঁ মেরে আসি তাঁর বুঁদ হওয়ার মতো স্টাইলিশ ছবিগুলোতে।

১/১৩
 ডিপনেক সাদা স্লিভলেস ব্লাউজের সঙ্গে জুটি বেঁধেছে কমলা পাড়ের নীল-সাদা শাড়ি। পরেছেন ফ্লোরাল গয়না। মিনিমাল সাজে সুনিধিকে লাগছে মোহময়ী।
ডিপনেক সাদা স্লিভলেস ব্লাউজের সঙ্গে জুটি বেঁধেছে কমলা পাড়ের নীল-সাদা শাড়ি। পরেছেন ফ্লোরাল গয়না। মিনিমাল সাজে সুনিধিকে লাগছে মোহময়ী।
বিজ্ঞাপন
২/১৩
কালো ওয়েস্ট কোট টপ আর জিনসে স্টাইলিশ সুনিধি। সঙ্গী হয়েছে কালো সানগ্লাস আর কানে পরা গোল্ডেন হুপ।
কালো ওয়েস্ট কোট টপ আর জিনসে স্টাইলিশ সুনিধি। সঙ্গী হয়েছে কালো সানগ্লাস আর কানে পরা গোল্ডেন হুপ।
বিজ্ঞাপন
৩/১৩
ফ্লোরাল জ্যাকেটের শুভ্র আমেজে স্টেজ মাতাচ্ছেন গায়িকা।
ফ্লোরাল জ্যাকেটের শুভ্র আমেজে স্টেজ মাতাচ্ছেন গায়িকা।
৪/১৩
সোনালি ব্লক ছাপের সাদা শাড়ির সঙ্গে সুনিধি বেছে নিয়েছেন একদম অন্য ধাঁচের একটি ব্লাউজ। ছেড়ে রাখা হেয়ারস্টাইলের সঙ্গে করেছেন ন্যুড মেকআপ আর গলায় পরেছেন পার্লের লেয়ার নেকপিস।
সোনালি ব্লক ছাপের সাদা শাড়ির সঙ্গে সুনিধি বেছে নিয়েছেন একদম অন্য ধাঁচের একটি ব্লাউজ। ছেড়ে রাখা হেয়ারস্টাইলের সঙ্গে করেছেন ন্যুড মেকআপ আর গলায় পরেছেন পার্লের লেয়ার নেকপিস।
৫/১৩
নীল শাড়ি, কাজল, কালো টিপ আর মিষ্টি হাসি। আর কী লাগে!
নীল শাড়ি, কাজল, কালো টিপ আর মিষ্টি হাসি। আর কী লাগে!
৬/১৩
কালো কাট-আউট আউটফিটে স্টাইলিশ সুনিধি ।
কালো কাট-আউট আউটফিটে স্টাইলিশ সুনিধি ।
৭/১৩
 নীল-সাদা কোঅর্ড সেটে সুন্দর লাগছে তাঁকে।
নীল-সাদা কোঅর্ড সেটে সুন্দর লাগছে তাঁকে।
৮/১৩
একরঙা সাদা শাড়ির সঙ্গে অক্সিডাইজের গয়না পরেছেন সুনিধি।
একরঙা সাদা শাড়ির সঙ্গে অক্সিডাইজের গয়না পরেছেন সুনিধি।
৯/১৩
সবুজ শাড়ির সঙ্গে কলাপাতা সবুজ ব্লাউজের এই জুটি বেশ সুন্দর।
সবুজ শাড়ির সঙ্গে কলাপাতা সবুজ ব্লাউজের এই জুটি বেশ সুন্দর।
১০/১৩
ভ্রমণে বেছে নিয়েছেন ক্রপ টপ , শর্টস আর নিয়ন রঙের রানিং শু ।
ভ্রমণে বেছে নিয়েছেন ক্রপ টপ , শর্টস আর নিয়ন রঙের রানিং শু ।
১১/১৩
 চিকন পাড়ের অফ হোয়াইট শাড়ির সঙ্গে কী সুন্দরভাবে জুটি বেঁধেছে সাদা স্লিভলেস ক্রপ টপ। কানের এক পাশে গুঁজে রাখা ফুল আর মিনিমাল গয়নায় সুনিধি যেন কোনো উপন্যাসের নায়িকা।
চিকন পাড়ের অফ হোয়াইট শাড়ির সঙ্গে কী সুন্দরভাবে জুটি বেঁধেছে সাদা স্লিভলেস ক্রপ টপ। কানের এক পাশে গুঁজে রাখা ফুল আর মিনিমাল গয়নায় সুনিধি যেন কোনো উপন্যাসের নায়িকা।
১২/১৩
গোল্ডেন বেনারসিতে গর্জিয়াস সুনিধি।
গোল্ডেন বেনারসিতে গর্জিয়াস সুনিধি।
১৩/১৩
বেশ ক্যাজুয়াল আমেজে রয়েছেন শিল্পী ।
বেশ ক্যাজুয়াল আমেজে রয়েছেন শিল্পী ।
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২: ৩২
বিজ্ঞাপন