রবীন্দ্রসংগীত নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ঝুলিতে রয়েছে অন্য গানেরও লম্বা লিস্ট। কোক স্টুডিও বাংলায় গেয়েও তিনি জয় করেছেন দর্শকহৃদয়। বলছি সুনিধি নায়েকের কথা। শিল্পী অর্ণবের সহধর্মিণীও তিনি। ভারতের সুনিধি এখন বাংলাদেশের সঙ্গে একেবারে মিলেমিশে গেছেন যেন। গানের পাশাপাশি তাঁর আরেকটি গুণও রয়েছে। ভীষণ স্টাইলিশ তিনি, রয়েছে তুখোড় ফ্যাশন সেন্স। আজ সুনিধির জন্মদিনে একনজরে চলুন ঢুঁ মেরে আসি তাঁর বুঁদ হওয়ার মতো স্টাইলিশ ছবিগুলোতে।