'গ্যাংস্টার' লুকের ট্রেন্ডে হলিউড-বলিউড তারকারা
শেয়ার করুন
ফলো করুন

হলিউড মুভির কিছু নামকরা স্টাইলিশ মাফিয়া-পত্নী চরিত্র হলো ‘দ্য সোপ্রানোস’-এর কারমেলা সোপ্রানো, ‘গুডফেলাস’-এর কারেন হিল, ‘স্ক্যারফেস’-এর এলভিরা হ্যানকক, ‘ম্যারিড টু দ্য মব’-এর অ্যাঞ্জেলা দে মারকো প্রমুখ। মাফিয়াদের স্ত্রীদের ম্যাক্সিমালিস্ট ফ্যাশন সেন্স বা স্টাইলই এ বছরের ফ্যাশন অ্যাসথেটিক হতে চলেছে এমন আভাস দিয়েছে টিকটক এবং ফ্যাশন সমালোচকেরা এ ব্যাপারে একমত পোষণ করেছেন। এদিকে ট্রেন্ড পুরোপুরি শুরু হতে না হতে বলিউড তারকারা নিজেদের মাফিয়ার স্ত্রীর মতো চকচকে পোশাক, অ্যানিমেল প্রিন্ট, লেদার বা ফার কোট, ভারী মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারিতে সাজাতে শুরু করেছেন।

‘গার্ল বস’ ভাইবে বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন পরেছেন কালো ওভারসাইজড প্যান্ট-স্যুট ও ক্রিস্টাল বো এমবেলিশমেন্টের পাম্প হিল। চুলে করেছেন এলোমেলো খোঁপা। সেজেছেন কাজল ও টকটকে লাল লিপস্টিকে।

বলিউডের ফ্যাশন কুইন খ্যাত সোনম কাপুর পরেছেন বিলাসবহুল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড ডিওরের কালো ভেলভেটের ম্যাক্সি স্কার্ট, শার্ট ও লেদারের মোটা বেল্ট। এর ওপর লেয়ারিং করেছেন মেক্সিকোর ঐতিহ্যবাহী সূচিকর্ম করা ভেস্ট। হাতে ছিল ডিওরের বিখ্যাত ‘লেডি ডিওর’ ব্যাগ এবং পায়ে লেদারের কালো বুট। বিশেষভাবে নজর কেড়েছে তাঁর কলা বেণি।

বিজ্ঞাপন

বলিউডের অন্যতম স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী শিল্পা শেঠি পরেছেন কালো ধুতি-স্টাইল বোটম ও সবুজ-কালো ওভারকোট। হাতে লেদারের লম্বা গ্লভস, পায়ে লেদারের বুট-হিল। ভারী মেকআপ ও ব্লো ড্রাই চুলে তাঁকে মাফিয়ার অর্ধাঙ্গিনী নয়, বরং লেডি মাফিয়ার মতো লাগছে।

স্টাইলিশ তারকা সবিতা ধুলিপালা সম্প্রতি জন জ্যাকব আইওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ব্র্যান্ডটির নতুন কালেকশনের ক্যাম্পেইনের ছবিতে সবিতাকে নানা ধরনের স্টাইলিশ সানগ্লাস ও চশমায় দেখা গেছে। তবে তাঁর রেট্রো গ্ল্যাম লুকের কথা আলাদাভাবে বলতে হবে। তাঁকে ছবিতে ফার কলার কোট, লেদারের স্ট্র্যাপলেস ড্রেস, লেদার গ্লভস, ফার কোটে দেখা গেছে। তাঁর এই লুক মব ওয়াইফ কোরের জন্য একদম মানানসই।

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন