একেক রঙের আছে আলাদা আবেদন। বলিউড, হলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শ্বেতশুভ্র উইম্বলডন লুক যেন মন মাতাচ্ছে সবার। টেনিসের এই সবচেয়ে বড় আসরে তিনিই নজর কাড়ছেন বেশি। গিয়েছেন গায়ক স্বামী নিক জোনাসকে নিয়েই। এদিকে নতুন প্রজন্মের অভিনেত্রী, রাভিনা-তনয়া রাশা থাডানি হঠাৎই ইন্সটাগ্রাম রাঙালেন রেড হট লুকে। লালে লাল পোশাক আর লিপকালারে আকর্ষণের ছোঁয়া স্পষ্ট। লাল মানেই একটু বেশি সুন্দর। চলুন তবে দুই প্রজন্মের দুই বলিউড অভিনেত্রীর দুটি ভিন্ন রঙের লুক দেখে নিই।
ছবি: ইন্সটাগ্রাম