সাদায় মন মাতালেন প্রিয়াঙ্কা, লালে লাল রাশা
শেয়ার করুন
ফলো করুন

একেক রঙের আছে আলাদা আবেদন। বলিউড, হলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শ্বেতশুভ্র উইম্বলডন লুক যেন মন মাতাচ্ছে সবার। টেনিসের এই সবচেয়ে বড় আসরে তিনিই নজর কাড়ছেন বেশি। গিয়েছেন গায়ক স্বামী নিক জোনাসকে নিয়েই। এদিকে নতুন প্রজন্মের অভিনেত্রী, রাভিনা-তনয়া রাশা থাডানি হঠাৎই ইন্সটাগ্রাম রাঙালেন রেড হট লুকে। লালে লাল পোশাক আর লিপকালারে আকর্ষণের ছোঁয়া স্পষ্ট। লাল মানেই একটু বেশি সুন্দর। চলুন তবে দুই প্রজন্মের দুই বলিউড অভিনেত্রীর দুটি ভিন্ন রঙের লুক দেখে নিই।

১/৯
গায়ক স্বামী নিক জোনাসের সঙ্গে এমন সাদা ধবধবে ড্রেসে উইম্বলডনের আসরে হাজির হন প্রিয়াঙ্কা
গায়ক স্বামী নিক জোনাসের সঙ্গে এমন সাদা ধবধবে ড্রেসে উইম্বলডনের আসরে হাজির হন প্রিয়াঙ্কা
বিজ্ঞাপন
২/৯
লুই ভিতোঁর এই বাটন দেওয়া হলটারনেক ড্রেসে সারাটা সময় গালারি মাতান তিনি
লুই ভিতোঁর এই বাটন দেওয়া হলটারনেক ড্রেসে সারাটা সময় গালারি মাতান তিনি
বিজ্ঞাপন
৩/৯
মাঝারি দৈর্ঘ্যের ড্রেসটির ফিটিং চমৎকার
মাঝারি দৈর্ঘ্যের ড্রেসটির ফিটিং চমৎকার
৪/৯
খোলা চুল আর রোদচশমায় বেড়েছে চার্ম পিগি চপসের লুকে
খোলা চুল আর রোদচশমায় বেড়েছে চার্ম পিগি চপসের লুকে
৫/৯
সারাক্ষণ লাইমলাইট ছিল এই কাপলের দিকেই
সারাক্ষণ লাইমলাইট ছিল এই কাপলের দিকেই
৬/৯
এদিকে রাভিনাকন্যা রাশা থাডানি হঠাৎই ইন্সটাগ্রাম রাঙালেন রেড হট লুকে
এদিকে রাভিনাকন্যা রাশা থাডানি হঠাৎই ইন্সটাগ্রাম রাঙালেন রেড হট লুকে
৭/৯
লাল নেটের বডিকন ড্রেসে আবেদনময়ী লাগছে রাশাকে
লাল নেটের বডিকন ড্রেসে আবেদনময়ী লাগছে রাশাকে
৮/৯
মেসি ওয়েট লুকের হেয়ারস্টাইল বাড়াচ্ছে আকর্ষণ
মেসি ওয়েট লুকের হেয়ারস্টাইল বাড়াচ্ছে আকর্ষণ
৯/৯
লাল জামার সঙ্গে সঙ্গী হচ্ছে লাল সেমি ম্যাট লিপকালার। সফট গ্ল্যাম মেকওভারে ঘন আইল্যাশও নজর কাড়ছে।
লাল জামার সঙ্গে সঙ্গী হচ্ছে লাল সেমি ম্যাট লিপকালার। সফট গ্ল্যাম মেকওভারে ঘন আইল্যাশও নজর কাড়ছে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০: ২৯
বিজ্ঞাপন