ভিনটেজ স্টাইলে আজকাল অনেক ফ্যাশনিস্তাই সাজাচ্ছেন নিজেকে সাবেকি আমেজের মডগার্ল লুকে। ষাটের দশকের এই অত্যন্ত ট্রেন্ডি স্টাইলের বিশেষ দিক ছিল স্কার্ফ,মিনি ড্রেস,পরিমিত নেকলাইনের বডি হাগিং সিলোয়েট আর রোদচশমা। বিশ্বজুড়ে তারকাদেরকেও এই ট্রেন্ডে গা ভাসাতে দেখা যাচ্ছে এ বছর। ষাটের দশকের হলিউড সেসসেশন অড্রে হেপবার্ন, সোফিয়া লরেন বা এলিজাবেথ টেইলরের আদলে স্টাইলিং করা এমন সব লুকে ভক্তরাও পছন্দ করছেন তাঁদের প্রিয় তারকাদেরকে। চোখ জুড়ানো মিনি, মিডি ও পুরো দৈর্ঘ্যের ফ্লোয়ি ড্রেসে তমাকে মনে হচ্ছে ভিন্টেজ মুভি সেটের ফ্রেমে দেখতে পাওয়া হলিউড ডিভা। চলুন তবে দেখে নিই এই সুন্দরী অভিনেত্রীর এই সাম্প্রতিক লুকগুলো।
ছবি: তমা মির্জার ইন্সটাগ্রাম