গ্ল্যামারে বলিউড ডিভাদের হার মানাতে পারেন এই তারকাপত্নী
শেয়ার করুন
ফলো করুন

মুম্বাই টিনসেল টাউনের তারকাপত্নীদের নাম এলে প্রথম সারিতেই জায়গা করে নেবে মীরা রাজপুত কাপুরের নাম। বলিউড তারকা শহীদ কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৫ সালে। বয়সে অনেকটাই ছোট মীরার স্নিগ্ধ সৌন্দর্য আর মিষ্টি স্বভাব খুব সহজেই মাত করে ফেলেছিল শহীদ ভক্তদের। এখন আলাদাভাবেই তৈরি হয়েছে মীরার ফ্যানবেজ। সিনেমায় কাজ না করেও শহীদপত্নী হয়ে উঠেছেন সাক্ষাৎ বলিউড ডিভা। টক শো, রেড কার্পেট বা  অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর স্টাইলিশ ও গ্ল্যামারার্স উপস্থিতি মুগ্ধ করে ভক্তদের। মীরার ইনস্টাগ্রামের ছবিগুলো থেকে একবার ঘুরে আসি চলুন।  

১/১৬
অরেঞ্জ কাটআউট ও ডিপনেক গাউনে দ্যুতি ছাড়াচ্ছেন মীরা  
অরেঞ্জ কাটআউট ও ডিপনেক গাউনে দ্যুতি ছাড়াচ্ছেন মীরা
বিজ্ঞাপন
২/১৬
ফ্লোরাল স্ট্র্যাপি জামা পরেছেন তিনি এই লুকে। সঙ্গে ম্যাচিং দুল আর সেজেছেন গোলাপি আভার মেকআপে
ফ্লোরাল স্ট্র্যাপি জামা পরেছেন তিনি এই লুকে। সঙ্গে ম্যাচিং দুল আর সেজেছেন গোলাপি আভার মেকআপে
বিজ্ঞাপন
৩/১৬
স্লিভলেস কালো বডিকন পোশাকের ন্যাচারাল আমেজে মীরা
স্লিভলেস কালো বডিকন পোশাকের ন্যাচারাল আমেজে মীরা
৪/১৬
সাদা ফুলস্লিভ কাটআউট জামার সঙ্গে মিলিয়ে পরেছেন বড় আকারের স্টেটমেন্ট দুল
সাদা ফুলস্লিভ কাটআউট জামার সঙ্গে মিলিয়ে পরেছেন বড় আকারের স্টেটমেন্ট দুল
৫/১৬
 ‘মেইড ফর ইচ আদার’ লুকে ফ্রেমবন্দী হয়েছেন শহীদ ও মীরা। দুজনেই বেশ স্টাইলিশ। ফ্লোরাল কুর্তা পরেছেন একজন, অন্যজন বেছে নিয়েছেন হল্টারনেক কালো গাউন
‘মেইড ফর ইচ আদার’ লুকে ফ্রেমবন্দী হয়েছেন শহীদ ও মীরা। দুজনেই বেশ স্টাইলিশ। ফ্লোরাল কুর্তা পরেছেন একজন, অন্যজন বেছে নিয়েছেন হল্টারনেক কালো গাউন
৬/১৬
সবুজ-কালো মিডি ড্রেসে স্টাইলিশ মীরা। বো স্টাইলের অফ শোল্ডার নেকলাইন ও কালো বডি হাগিং বটমের এই আউটফিটে আছে সাইড স্লিট ডিজাইন। সঙ্গে পরেছেন কালো হাই হিল
সবুজ-কালো মিডি ড্রেসে স্টাইলিশ মীরা। বো স্টাইলের অফ শোল্ডার নেকলাইন ও কালো বডি হাগিং বটমের এই আউটফিটে আছে সাইড স্লিট ডিজাইন। সঙ্গে পরেছেন কালো হাই হিল
৭/১৬
ফ্লোরাল সারারা সেটে স্টাইলিশ মীরা
ফ্লোরাল সারারা সেটে স্টাইলিশ মীরা
৮/১৬
হল্টারনেকের খুব সুন্দর একটা কাটআউট গাউন পরেছেন তিনি। করেছেন স্লিক পনিটেল সঙ্গে
হল্টারনেকের খুব সুন্দর একটা কাটআউট গাউন পরেছেন তিনি। করেছেন স্লিক পনিটেল সঙ্গে
৯/১৬
শার্ট আর জিনসের ক্যাজুয়াল লুকে
শার্ট আর জিনসের ক্যাজুয়াল লুকে
১০/১৬
পার্টি আমেজের এই এথনিক লুক থেকে যেন চোখ সরানোই দায়
পার্টি আমেজের এই এথনিক লুক থেকে যেন চোখ সরানোই দায়
১১/১৬
ব্যাকলেস সাদা গাউনের সঙ্গে সবুজ বিডসের জুয়েলারিতে অনন্য মীরা
ব্যাকলেস সাদা গাউনের সঙ্গে সবুজ বিডসের জুয়েলারিতে অনন্য মীরা
১২/১৬
প্রিন্টেড কো–অর্ড সেট বেছে নিয়েছেন তিনি এই লুকে। সঙ্গে পরেছেন কালো হাই হিল
প্রিন্টেড কো–অর্ড সেট বেছে নিয়েছেন তিনি এই লুকে। সঙ্গে পরেছেন কালো হাই হিল
১৩/১৬
স্টার মোটিফের ফুলস্লিভ টি–শার্ট আর কালো প্যান্টের সঙ্গে লুই ভিতো ব্র্যান্ডের গোলাপি হিলে নজরকাড়া মীরা
স্টার মোটিফের ফুলস্লিভ টি–শার্ট আর কালো প্যান্টের সঙ্গে লুই ভিতো ব্র্যান্ডের গোলাপি হিলে নজরকাড়া মীরা
১৪/১৬
সিকুইনসজ্জিত কালো শাড়ির গ্ল্যামারার্স লুকে। সঙ্গে পরেছেন ডায়মন্ডের জুয়েলারি
সিকুইনসজ্জিত কালো শাড়ির গ্ল্যামারার্স লুকে। সঙ্গে পরেছেন ডায়মন্ডের জুয়েলারি
১৫/১৬
ডিজাইনার মনীষ মালহোত্রার সিকুইনসজ্জিত লেহেঙ্গায় দৃষ্টিকাড়া লুকে  
ডিজাইনার মনীষ মালহোত্রার সিকুইনসজ্জিত লেহেঙ্গায় দৃষ্টিকাড়া লুকে
১৬/১৬
গোলাপি আনারকলিতে হাস্যোজ্জ্বল
গোলাপি আনারকলিতে হাস্যোজ্জ্বল
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২: ১৬
বিজ্ঞাপন