মুম্বাই টিনসেল টাউনের তারকাপত্নীদের নাম এলে প্রথম সারিতেই জায়গা করে নেবে মীরা রাজপুত কাপুরের নাম। বলিউড তারকা শহীদ কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৫ সালে। বয়সে অনেকটাই ছোট মীরার স্নিগ্ধ সৌন্দর্য আর মিষ্টি স্বভাব খুব সহজেই মাত করে ফেলেছিল শহীদ ভক্তদের। এখন আলাদাভাবেই তৈরি হয়েছে মীরার ফ্যানবেজ। সিনেমায় কাজ না করেও শহীদপত্নী হয়ে উঠেছেন সাক্ষাৎ বলিউড ডিভা। টক শো, রেড কার্পেট বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর স্টাইলিশ ও গ্ল্যামারার্স উপস্থিতি মুগ্ধ করে ভক্তদের। মীরার ইনস্টাগ্রামের ছবিগুলো থেকে একবার ঘুরে আসি চলুন।