পূজার কাছে দুর্গাপূজার আনন্দ মানেই পরিবারের সঙ্গে সুন্দর সময় আর মায়ের হাতের পায়েস
শেয়ার করুন
ফলো করুন

এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। দুর্গাপূজার সময় কনসার্টে লাইভ গান গাওয়া, টেলিভিশন বা অন্তর্জালে গান পরিবেশনা নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটে তাঁর। তবু এর মাঝে নবমীর দিনে হাল ফ্যাশনের সঙ্গে আলাপচারিতায় পূজা জানালেন পূজা নিয়ে তাঁর অনুভূতির কথা। সেই সঙ্গে জানা গেল এই উৎসবের সময় তাঁর প্রিয় খাবার ও সাজপোশাকের ব্যাপারেও।

শ্বেতশুভ্র লুকে বাঁধন সরকার পূজা
শ্বেতশুভ্র লুকে বাঁধন সরকার পূজা

প্রথমেই বলতে হয় বাঁধন সরকার পূজার পূজা লুকের বিষয়ে। সবাই যেখানে লাল সাদার কম্বিনেশনের মতো ক্ল্যাসিক কিছু পরছেন, সেখানে এই সঙ্গীতশিল্পী বেছে নিয়েছেন শ্বেতশুভ্র লুক।

 ফিউশন স্টাইল সাদা জর্জেট শাড়ি পরেছেন তিনি
ফিউশন স্টাইল সাদা জর্জেট শাড়ি পরেছেন তিনি

ট্রেন্ড মার্ট নামের অনলাইন উদ্যোগ থেকে নেওয়া ফিউশন স্টাইল সাদা জর্জেট শাড়ি পরেছেন তিনি। আর পূজার সাদা লাল আমেজটাকে ফুটিয়ে তুলতে গয়নায় সাদা আর লালের ছোঁয়া রেখেছেন পূজা।

প্রকৃতির মাঝে আধুনিক যুগের শকুন্তলা থিম বেছে নেওয়া হয়েছে এখানে
প্রকৃতির মাঝে আধুনিক যুগের শকুন্তলা থিম বেছে নেওয়া হয়েছে এখানে

চোখ জুড়ানো ছবিগুলো আলোকচিত্রী নূর এ আলমের তোলা। প্রকৃতির মাঝে এই আধুনিক যুগের শকুন্তলা থিমের ফটোশ্যুটের স্টাইলিং করেছেন মাসিদ রণ।  

বিজ্ঞাপন

উৎসব মানেই রসনাবিলাস। পূজা বললেন, এ সময় তাঁর প্রিয় পদ লুচি, সন্দেশ,নাড়ু, পায়েস ইত্যাদি। আর বিশেষ করে মায়ের হাতের পায়েস এই পূজার আনন্দ বাড়িয়ে তোলে তাঁর। ঢাকায় নিজের পরিবারের সঙ্গেই এ সময়টা কাটাচ্ছেন এই সঙ্গীতশিল্পী। আর নবমীর দিনটিই তিনি বরাদ্দ রেখেছেন এজন্য। কাল দশমীতে লাল-সাদা শাড়ির সাজেই গান পরিবেশনা করতে যাবেন তিনি। এই ব্যস্ততার মাঝে পূজা কাটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'ছোটবেলায় আসলে মন খুলে ঘুরতে পারতাম সব জায়গায়, যা ইচ্ছা করতে পারতাম। পূজার ছুটিতে পড়াশুনা এক পাশে রেখে শুধু আনন্দ আড্ডায় মেতে উঠতে পারতাম। এই জিনিসগুলো এখন মিস করি। কারণ এখন অনেকেই আমাকে চেনেন আমার গানের জন্য। তাই কোথাও গেলে আমাকে আলাদাভাবে চিনে ফেলেন সবাই। অনেক সময় ভীড়ও লেগে যায়। তাই নিজের ইমেজের কথা চিন্তা করে এখন আর চাইলেই সব জায়গায় যেতে পারি না'।

যেখানেই যান, সবাই চিনে ফেলে পূজাকে এখন
যেখানেই যান, সবাই চিনে ফেলে পূজাকে এখন
ভক্তদের আবদার রাখতে খুব ভালোবাসেন এই সঙ্গীতশিল্পী
ভক্তদের আবদার রাখতে খুব ভালোবাসেন এই সঙ্গীতশিল্পী

আরো যোগ করে বললেন পূজা, 'দেখা যায়, কোন পূজা মণ্ডপে গেলে একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সবাই চলে আসেন কথা বলতে কিংবা ছবি তুলতে। আমি ভক্তদের এসব আবদার খুব পছন্দ করি। এটা তাদের ভালোবাসারই প্রকাশ। কিন্তু পাবলিক প্লেসে আমার জন্য ভীড় জমে গেলে তা আমার জন্য একটু অস্বস্তিকরে হয়ে দাঁড়ায়। তবে এখনকার পূজার সবচেয়ে আনন্দের জায়গাটি হলো অষ্টমী ও নবমীতে আমার কনসার্ট থাকে বিভিন্ন পূজা মণ্ডপে। দর্শক শ্রোতাদের সরাসরি গান শুনিয়ে তাঁদের পূজার আনন্দ একটু হলেও বাড়িয়ে দিতে পারি। এটা বিষয়টি আমাকে তৃপ্ত করে'। উল্লেখ্য, ৭ অক্টোবর তুই ছাড়া শিরোনামে এক নতুন গান আসছে বাঁধন সরকার পূজার।

সবকিছু নিয়ে খুব আশাবাদী পূজা
সবকিছু নিয়ে খুব আশাবাদী পূজা

পূজা আরও বললেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি খুব আশাবাদী। তাঁর বয়ানে,'কিছুদিন আগেই ছাত্র আন্দোলনের সময় দেখেছি মাদ্রাসার ছাত্ররাও রাত জেগে আমাদের মন্দির পাহারা দিচ্ছেন। সুতরাং আমার চাওয়া থাকবে, দেশের এই নতুন শুরুতে এমন একটি উদাহরণ আমাদের দেশের মানুষ তৈরি করুক যা আমাদের ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ দিয়ে যাবে। প্রত্যাশা করি এবার যেন পূজার সময় আর কোন হানাহানি, সাম্প্রদায়িক হামলার শিকার কেউ না হয়'।

ছবির কারিগর: নূর এ আলম

স্টাইলিং: মাসিদ রণ

পোশাক: ট্রেন্ড মার্ট

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১৬: ০৬
বিজ্ঞাপন