মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সৌন্দর্য যেন একটু অন্য রকম। চোখে পড়ার মতো কিউট ফ্যাক্টর আছে তাঁর ন্যাচারাল লুকে। আবার কখনোবা মেকআপবিহীন উপস্থিতিতে ভাবনা অত্যন্ত আবেদনময়ী। তাঁর নতুন লুক নিয়ে সব সময় ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকে। এবার ল্যাভেন্ডার ড্রেসের স্নিগ্ধ লুকে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। তাঁর ছবিগুলো দেখে গাইতে ইচ্ছা করছে, 'মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে'।

১/৬
স্নিগ্ধ কোনো সকালে ‘মি টাইম’ কাটছে ভাবনার
স্নিগ্ধ কোনো সকালে ‘মি টাইম’ কাটছে ভাবনার
বিজ্ঞাপন
২/৬
স্টারবাকসের কফি খেতে খেতে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী।
স্টারবাকসের কফি খেতে খেতে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
৩/৬
স্প্যাগেটি স্ট্র্যাপের ফ্লোরাল ড্রেস পরেছেন তিনি। পোশাকের ল্যাভেন্ডার রং রিফ্রেসিং আমেজ দিয়েছে তার লুকে
স্প্যাগেটি স্ট্র্যাপের ফ্লোরাল ড্রেস পরেছেন তিনি। পোশাকের ল্যাভেন্ডার রং রিফ্রেসিং আমেজ দিয়েছে তার লুকে
৪/৬
প্রাকৃতিকভাবেই চমৎকার পেলব ত্বকের অধিকারিণী এই অভিনেত্রী প্রায়ই নো মেকআপ লুকে থাকেন। তবে এই লুকে তিনি গালে দিয়েছেন শুধু গোলাপি ব্লাশ অন
প্রাকৃতিকভাবেই চমৎকার পেলব ত্বকের অধিকারিণী এই অভিনেত্রী প্রায়ই নো মেকআপ লুকে থাকেন। তবে এই লুকে তিনি গালে দিয়েছেন শুধু গোলাপি ব্লাশ অন
৫/৬
ব্র্যান্ডের অনুষঙ্গ পরতে পছন্দ করেন ভাবনা। এই ড্রেসের সঙ্গে বেছে নিয়েছেন মার্কিন ব্র্যান্ড মাইকেল কর্সের দুল। আর হাতে পরেছেন গোল্ডেন স্নেক ঘড়ি
ব্র্যান্ডের অনুষঙ্গ পরতে পছন্দ করেন ভাবনা। এই ড্রেসের সঙ্গে বেছে নিয়েছেন মার্কিন ব্র্যান্ড মাইকেল কর্সের দুল। আর হাতে পরেছেন গোল্ডেন স্নেক ঘড়ি
৬/৬
সারল্যভরা মুখশ্রী আর সহজাত সুন্দর হাসিতেই অনন্যা তিনি।
সারল্যভরা মুখশ্রী আর সহজাত সুন্দর হাসিতেই অনন্যা তিনি।

ছবি: আশনা হাবিব ভাবনার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন