অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সৌন্দর্য যেন একটু অন্য রকম। চোখে পড়ার মতো কিউট ফ্যাক্টর আছে তাঁর ন্যাচারাল লুকে। আবার কখনোবা মেকআপবিহীন উপস্থিতিতে ভাবনা অত্যন্ত আবেদনময়ী। তাঁর নতুন লুক নিয়ে সব সময় ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকে। এবার ল্যাভেন্ডার ড্রেসের স্নিগ্ধ লুকে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। তাঁর ছবিগুলো দেখে গাইতে ইচ্ছা করছে, 'মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে'।
ছবি: আশনা হাবিব ভাবনার ইন্সটাগ্রাম