অস্কারে গ্রেটা গারউইগ আর মার্গো রবির মনোনয়ন না পাওয়া যেন ‘বার্বি’ মুভিরই গল্প বলছে
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ প্রকাশ করেছে এ বছরের অস্কারের মনোনয়ন তালিকা। তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে নতুন বিতর্ক। চলচ্চিত্রপ্রেমীদের সমালোচনার মুখে পড়েছে একাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। কারণ, দুনিয়াব্যাপী বক্স অফিসে ঝড় তোলা মুভি ‘বার্বি’র জন্য অস্কারে সেরা পরিচালকের মনোনয়ন পাননি গ্রেটা গারউইগ। এ ছাড়া সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন মার্গো রবি। সামনের সারির এই দুটি বিভাগে তাঁদের উপেক্ষা করেছেন একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ভোটাররা। কিন্তু তারপরও অস্কারে নতুন ইতিহাস গড়েছেন গ্রেটা।

গ্রেটা গারউইগ
গ্রেটা গারউইগ

সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন না পেলেও এ বছরের অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে জায়গা করে নিয়েছে ‘বার্বি’। অস্কারের ইতিহাসে গ্রেটা গারউইগ প্রথম নারী, যাঁর পরিচালিত তিনটি ছবি সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে। এর আগে ‘লেডি বার্ড’ ৯০তম অস্কারে এবং ‘লিটল উইমেন’ ৯২তম অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়। মজার ব্যাপার হলো, ৪০ বছর বয়সী গ্রেটা সারা জীবনে এই তিনটি সিনেমাই পরিচালনা করেছেন। তাঁর এই বিরল অর্জন বিশ্বের সব চলচ্চিত্রবোদ্ধা ও চলচ্চিত্রপ্রেমীকে তাক লাগিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

সামনের সারির দুটি গুরুত্বপূর্ণ বিভাগের মনোনয়ন হাতছাড়া হলেও ‘বার্বি’ সর্বমোট আটটি মনোনয়ন পেয়েছে। ‘বার্বি’র জন্য সেরা চিত্রনাট্যকার বিভাগে স্বামী নোয়া বাউমবাকের সঙ্গে মনোনীত হয়েছেন গ্রেটা গারউইগ। সবাইকে অবাক করে দিয়ে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন মার্গো রবির সহশিল্পী আমেরিকা ফেরেরা। তাঁদের আরেক সহশিল্পী রায়ান গসলিং মনোনীত হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে। গ্রেটা গারউইগ ও মার্গো রবি অস্কারের মূল দুটি বিভাগে মনোনয়ন না পাওয়ায় হতাশ এই কানাডিয়ান তারকা।

মার্গো রবি
মার্গো রবি

এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্লাস্টিকের পুতুল কোনো চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনীত হওয়ায় আমি সম্মানিত। সমস্ত প্রতিকূলতার বিপরীতে কিছু প্রাণহীন পুতুল আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে এবং সাংস্কৃতিক সীমাবদ্ধতা ভাঙার চেষ্টা করেছে। গ্রেটা গারউইগ ও মার্গো রবির প্রতিভা, দৃঢ়তা ও দক্ষতা ছাড়া এমন ইতিহাস সৃষ্টিকারী ও বিশ্বব্যাপী সাড়া জাগিয়ে দেওয়ার মতো সিনেমা হতো না। অন্য যোগ্য মনোনীত শিল্পীদের পাশাপাশি এই দুজনকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল।’

বিজ্ঞাপন

ছবিটিতে রায়ানের গাওয়া ‘আয়ম জাস্ট কেন’ সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে। একই বিভাগে জায়গা করে নিয়েছে ‘বার্বি’র আরেক গান ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’। এটি গেয়েছেন বিলি আইলিশ। এগুলোর পাশাপাশি শিল্পনির্দেশনা ও পোশাকপরিকল্পনা বিভাগে মনোনীত হয়েছে ‘বার্বি’।

বার্বি সিনেমার দৃশ্য
বার্বি সিনেমার দৃশ্য

‘বার্বি’ সিনেমার মাধ্যমে গ্রেটা ফেমিনিজম বা নারীবাদের গুরুগম্ভীর ও বিতর্কিত বিষয়গুলো স্যাটায়ার বা হাস্যরসাত্মক চিত্রায়ণে ফুটিয়ে তুলেছেন। পিতৃতন্ত্র বা মাতৃতন্ত্রকে ছাপিয়ে সমানাধিকারের এক পৃথিবীতে সম্ভাবনা আর স্বাভাবিকতার সংজ্ঞা খুঁজতে গিয়ে কল্পনায় শাণ দিয়েছেন গ্রেটা। বিশ্বের সবচেয়ে প্রভাবিত পুতুল ‘বার্বি’কে পুঁজি করে গ্রেটার সম-অধিকারের দুনিয়া দেখানো প্রচেষ্টা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। পুরো দুনিয়ার পপ কালচার বদলে দিয়েছে এই সিনেমা।

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮: ৪৮
বিজ্ঞাপন