জুলাইয়ের জহরত
শেয়ার করুন
ফলো করুন

কিছুদিন আগেই ছিল দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। ৪০তম জন্মদিন উপলক্ষে পরিবার আর বন্ধুদের নিয়ে নায়িকা পাড়ি জমান মেক্সিকো। মেয়ে মালতীর ৬ মাস বয়স, আর একই সঙ্গে মায়ের জন্মদিন, তাই এবার জন্মদিনের উদ্‌যাপনও ছিল দ্বিগুণ। ফেসবুক-ইনস্টাতে জোনাসপত্নীর সমুদ্রপাড় আর পুলপার্টির ছবিই বলে দিচ্ছে সে কথা। এই আনন্দ আয়োজনের দায়িত্বে ছিলেন স্বামী জোনাস। এবারের জন্মদিন উদ্‌যাপনে অভিনেত্রীকে দেখা যায় একেকবার একেক লুকে। থাকল পিগি চপসের কিছু সুন্দর মুহূর্তের ছবি।

১/১০
‘এইট্টিজ বেবি’ প্রিয়াঙ্কা
‘এইট্টিজ বেবি’ প্রিয়াঙ্কা
বিজ্ঞাপন
২/১০
জন্মদিনের রাতে এক ফ্রেমে বন্দী সবাই। ইনস্টাতে ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘একটি মেয়ে ও তার বার্থডে স্কোয়াড।’ ওই অনুষ্ঠানে তিনি পরেন লাল অফশোল্ডার কাটআউট গাউন
জন্মদিনের রাতে এক ফ্রেমে বন্দী সবাই। ইনস্টাতে ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘একটি মেয়ে ও তার বার্থডে স্কোয়াড।’ ওই অনুষ্ঠানে তিনি পরেন লাল অফশোল্ডার কাটআউট গাউন
বিজ্ঞাপন
৩/১০
জন্মদিনে স্ত্রীকে সারপ্রাইজ গিফট দেবে না, তা কি হয়! এবারের জন্মদিনে নিক দিয়েছেন একটি সাদা তোয়ালে। সেখানে বড় বড় অক্ষরে লেখা—‘প্রিয়াঙ্কা: দ্য জুয়েল অব জুলাই।’ জুলাইয়ের জহরত
জন্মদিনে স্ত্রীকে সারপ্রাইজ গিফট দেবে না, তা কি হয়! এবারের জন্মদিনে নিক দিয়েছেন একটি সাদা তোয়ালে। সেখানে বড় বড় অক্ষরে লেখা—‘প্রিয়াঙ্কা: দ্য জুয়েল অব জুলাই।’ জুলাইয়ের জহরত
৪/১০
জন্মদিনের প্রথম দিনে ক্যামেরাবন্দী দুই অভিনেত্রী। বার্থডে গার্ল তাঁর ‘বিচ লুক’-এর জন্য পরেছিলেন হলুদ বিকিনি আর ম্যাশ স্কার্ট। মাথায় বেঁধেছিলেন একই ফেব্রিকের ব্যান্ডানা। আর পরিণীতাকে দেখা যাচ্ছে সাদা মিনি গাউনে
জন্মদিনের প্রথম দিনে ক্যামেরাবন্দী দুই অভিনেত্রী। বার্থডে গার্ল তাঁর ‘বিচ লুক’-এর জন্য পরেছিলেন হলুদ বিকিনি আর ম্যাশ স্কার্ট। মাথায় বেঁধেছিলেন একই ফেব্রিকের ব্যান্ডানা। আর পরিণীতাকে দেখা যাচ্ছে সাদা মিনি গাউনে
৫/১০
নেভি ব্লু হলটার নেক স্লিট গাউনে বার্থডে গার্ল। পেনসিল হিল আর ব্লু মিনি ব্যাগে প্রিয়াঙ্কা একদম পার্টি মুডে
নেভি ব্লু হলটার নেক স্লিট গাউনে বার্থডে গার্ল। পেনসিল হিল আর ব্লু মিনি ব্যাগে প্রিয়াঙ্কা একদম পার্টি মুডে
৬/১০
সমুদ্রপাড়ে নিটের নটেড শর্ট টপস আর স্কার্টে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী
সমুদ্রপাড়ে নিটের নটেড শর্ট টপস আর স্কার্টে ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী
৭/১০
জন্মদিনে পুল-পার্টিতে: কাজিন পরিণীতা চোপড়া, মা মধু চোপড়া, বন্ধু নাতাশা পুনাওয়ালা ও শাশুড়ি মা ডেনিস জোনাস
জন্মদিনে পুল-পার্টিতে: কাজিন পরিণীতা চোপড়া, মা মধু চোপড়া, বন্ধু নাতাশা পুনাওয়ালা ও শাশুড়ি মা ডেনিস জোনাস
৮/১০
ফ্রেমবন্দী প্রিয়াঙ্কা, জোনাস ও পরিণীতা
ফ্রেমবন্দী প্রিয়াঙ্কা, জোনাস ও পরিণীতা
৯/১০
প্রিয়ঙ্কা স্কোয়াড
প্রিয়ঙ্কা স্কোয়াড
১০/১০
একান্তে দুজন
একান্তে দুজন
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১২: ৫০
বিজ্ঞাপন