
কিছুদিন আগেই ছিল দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। ৪০তম জন্মদিন উপলক্ষে পরিবার আর বন্ধুদের নিয়ে নায়িকা পাড়ি জমান মেক্সিকো। মেয়ে মালতীর ৬ মাস বয়স, আর একই সঙ্গে মায়ের জন্মদিন, তাই এবার জন্মদিনের উদ্যাপনও ছিল দ্বিগুণ। ফেসবুক-ইনস্টাতে জোনাসপত্নীর সমুদ্রপাড় আর পুলপার্টির ছবিই বলে দিচ্ছে সে কথা। এই আনন্দ আয়োজনের দায়িত্বে ছিলেন স্বামী জোনাস। এবারের জন্মদিন উদ্যাপনে অভিনেত্রীকে দেখা যায় একেকবার একেক লুকে। থাকল পিগি চপসের কিছু সুন্দর মুহূর্তের ছবি।









