অলিভিয়া মোহিকাকে এখন নেট দুনিয়ার অনেকেই চেনেন। সম্প্রতি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেইলর সুইফটের 'লুক অ্যালাইক' বা তাঁর মতো দেখতে তিনি।
তবে সেই সঙ্গে নিজের ব্যান্ড ব্ল্যাংক স্পেসের ভোকালিস্ট হয়ে টেইলর সুইফটেরই গান গেয়ে মাসে ২০ হাজার ডলার আয় করছেন এই মার্কিন নারী। উল্লেখ্য, এই 'ব্ল্যাংক স্পেস' নামটিও টেইলরের একটি জনপ্রিয় গানের শিরোনাম। এভাবে এত অর্থ উপার্জন হচ্ছে বলে অলিভিয়া চাকরিও ছেড়ে দিয়েছেন।
মতান্তরে, প্রতি মাসে নয়, প্রতি পারফরম্যান্স বাবদ তিনি বিশ হাজার ডলার নিচ্ছেন তিনি এখন। টিজেডএম বিনোদন প্ল্যাটফর্মে সুইফট টি পডকাস্টে এসে তিনি এমন কিছু তথ্য দেন। মোহিকা নিজেও একজন একনিষ্ঠ সুইফটি। তিনি নিজের এই গান পরিবেশনাকে টেইলর সুইফটের প্রতি ট্রিবিউট বলছেন। আর একদিন নিজেও পপ রাজকন্যা টেইলরের মতো ওয়ার্ল্ড ট্যুর করার স্বপ্ন দেখেন তিনি।
মজার বিষয় হচ্ছে টেইলর খুব ভালো করেই জানেন মোহিকার কথা। আর নিজের অ্যাকাউন্ট থেকে ব্ল্যাংক স্পেস ব্যান্ডের ইভেন্ট শেয়ারও দিয়েছেন তিনি।
টেইলর সুইফটের কাছ থেকে এভাবে স্বীকৃতি পেয়ে আপ্লুত হয়ে গিয়েছেন মোহিকা। আর সেই সঙ্গে এভাবে ধুন্ধুমার আয় রোজগার হলে তো আর কথাই নেই।
নিজেরাই শুনে দেখি চলুন টেইলর সুইফটের কতটা কাছাকাছি হয় মোহিকার গান।
সূত্র: টিজেডএম
ছবি: -ইন্সটাগ্রাম