হাল ফ্যাশন ডেস্ক
‘82°E’– এইটি টু ইস্ট। প্রথমে ভক্তদের অনেকেই ভেবেছিলেন হয়ত এটা দীপিকার নতুন কোনো সিনেমার নাম। কিন্তু সবাইকে তাক লাগিয়ে অভিনেত্রী নাম লেখালেন ব্যবসায়ীর তালিকায়। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি দীপিকার মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। সম্প্রতি তিনি লঞ্চ করেছেন নিজস্ব সেলফ কেয়ার ব্র্যান্ড ‘এইটি টু ইস্ট’।
নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক আগে থেকেই সচেতন দীপিকা। তাই ব্র্যান্ডের পণ্যগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে সেলফ কেয়ারটা হয় কার্যকরী ও উপভোগ্য। ঐতিহ্যবাহী ভারতীয় উপাদান ব্যবহার করে তৈরি এই ব্র্যান্ডের পণ্য নিয়ে আশাবাদী তিনি।
১০ নভেম্বর দীপিকা নিজের ও অন্যদের নিয়ে একটি প্রোমো ভিডিও শেয়ার করেন। যেখানে সবাইকে এই ব্র্যান্ডের স্কিন কেয়ার লাইনের পণ্য ব্যবহার করতে দেখা গেছে। নতুন ব্র্যান্ডের ব্যাপারে ইনস্টাগ্রামে দীপিকা লিখেছেন, ‘দুই বছর আগে আমরা একটি আধুনিক সেলফ কেয়ার ব্র্যান্ড তৈরির প্রস্তুতি নিই। যেটার, জন্ম হবে ভারতে, কিন্তু পণ্যগুলো হবে সারা বিশ্বের জন্য’। তিনি জানান, ‘আমি বিশ্বের যেখানেই থাকি না কেন, প্রতিদিন নিজের যত্ন নিই। আমি আশা করি এইটি টু ইস্টের পণ্য দিয়ে সবাই ধারাবাহিকভাবে নিজের যত্ন নেবে।’
ব্র্যান্ডটি আত্মপ্রকাশ করেছে ‘স্কিন কেয়ার লাইন’ দিয়ে। শিগগিরই অন্যান্য পণ্য বাজারে আসবে। তবে দীপিকার নতুন সেলফ কেয়ার ব্র্যান্ডের ঘোষণায় অনুরাগীরা বেশ আনন্দিত।