সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিলেন নওশাবা
শেয়ার করুন
ফলো করুন

নাদিমা জাহান

মা আর মেয়েকে নিয়ে ঈদ উদ্‌যাপন করছেন
মা আর মেয়েকে নিয়ে ঈদ উদ্‌যাপন করছেন

গত দুটি ঈদ বাবাকে ছাড়া কাটল সু–অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। বাবা-অন্তপ্রাণ নওশাবা তাই বাবাকে ছাড়া প্রচণ্ড শূন্যতা অনুভব করেন। ঈদের এই সময়ে বাবার কথা খুব মনে পড়ছে তাঁর। তবু মা আর মেয়েকে নিয়ে ঈদ উদ্‌যাপন করছেন তিনি একান্ত পারিবারিক আবহেই।

চাঁদরাতে সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদি পরাচ্ছেন
চাঁদরাতে সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদি পরাচ্ছেন

টুগেদার উই ক্যান নামে একটি সেবামূলক উদ্যোগ রয়েছে নওশাবার। বললেন, বাবার শেখানো মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়েই রমজান মাসজুড়ে নিজের সাধ্যমতো ইফতারি বিতরণ করেছেন। প্রচারবিমুখ এই নরম মনের মানুষটির কাছ থেকে কথা প্রসঙ্গে জানা হলো, চাঁদরাতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদি উৎসব করেছেন তাঁরা। এরপর সবাইকে আইসক্রিম খাইয়ে ঈদের খুশি ভাগ করে নিয়েছেন তাদের সঙ্গে নওশাবা।

বিজ্ঞাপন

ঈদে নিজের জন্য কখনো খুব ঘটা করে কিছু কেনা হয় না নওশাবার। মেয়ে ও মায়ের ঈদের পোশাক কেনা হয়েছে আগেই। নিজের জন্য চাঁদরাতে সাদা সালোয়ার-কামিজ কিনেছেন। আবার সারা বছর না খেলেও ঈদের দিন মায়ের হাতের বিভিন্ন রকমের মিষ্টি খাবার নওশাবার কাছে এক বিশেষ ঈদ আকর্ষণ।

বাবার জন্য মন খারাপ থাকে
বাবার জন্য মন খারাপ থাকে

গত দুই বছর বাবার জন্য স্বভাবতই মন খারাপ থাকায় মা সেভাবে ঈদের রান্না করেননি। এবার নাতনির জন্য অনেক কিছু রেঁধেছেন তিনি। তাঁর নিরীক্ষাধর্মী ডেজার্টগুলো অত্যন্ত মজা করে খাওয়া হয়েছে। এমনিতে নওশাবা স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস অনুসরণ করলেও ঈদের দিন বিধিনিষেধের বালাই থাকে না মজার মজার খাবারের স্বাদ নিতে।

ছবি: হাল ফ্যাশন ও নওশাবার ফেসবুক পেজ

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন