চোখ জুড়াচ্ছে মৌয়ের মিনিমাল 'হলুদ ব্রাইড' লুক
শেয়ার করুন
ফলো করুন

সামার ওয়েডিং বলি আর মনসুন ওয়েডিং। ঈদের পরে লেগেছে বিয়ের ধুম। আর এই গরমে বিয়ের কনের সাজ এক বড় চিন্তার কারণ। কারণ, একদিকে যেমন মেকওভারটি মনের মতো না হলে পুরো লুকই মাঠে মারা যায়, তেমনি এমন আর্দ্র আর গরম আবহাওয়ায় মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকে। আবার লম্বা সময় ধরে থাকবে এমন মেকআপ করতে গিয়ে অতিরিক্ত ফাউন্ডেশন আর অন্যান্য সৌন্দর্যপণ্যের ভিড়ে কনের ন্যাচারাল সৌন্দর্যটি হারিয়ে যায় কোথাও। এমনিতেও এখন মিনিমাল মেকআপের যুগ।

বিয়েতে নো মেকআপ মেকআপ লুক আনতে লাখো টাকা খরচ করছেন সবাই। সব মিলিয়ে ন্যাচারল লুকের সাজই এখন ট্রেন্ডে। আর তা কনের জন্য স্বস্তিদায়কও বটে। সুপরিচিত সৌন্দর্যসদন পিয়াস বিউটি লাউঞ্জের মেক ওভারে দেশের প্রথিতযশা মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের এমনই এক হলুদ ব্রাইড লুক সম্প্রতি বেশ নজর কেড়েছে সবার।

বিজ্ঞাপন

মেক ওভার এক্সপার্ট ও অ্যাসথেটিশিয়ান ফেরদৌসি জামান পিয়ার করা এই চোখজুড়ানো সাজটি এমন গরমের দিনে গায়েহলুদের জন্য একেবারেই পারফেক্ট যাকে বলে।

বিজ্ঞাপন

সফট গ্ল্যাম ঘরানার মেক ওভারে বাহুল্য নেই একেবারে। চোখে ঘন কাজল ও মাসকারা। হলুদ ফুলের গয়নায় এসেছে ফ্রেশ লুক। মভ শেডের আইশ্যাডো আর ন্যুড লিপ কালারে মোহনীয় লাগছেন মৌ। নিজের তুখোড় ফিটনেস ধরে রাখা নাচের মেয়ে মৌকে মিনিমাল সাজের হলুদ ব্রাইডের লুকে মানিয়েছে খুব।

ছবি: পিয়া'স বিউটি লাউঞ্জ

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৪: ১৭
বিজ্ঞাপন