উষ্ণতা ছড়ানো যত লুকে দক্ষিণের আকাঙ্ক্ষা
শেয়ার করুন
ফলো করুন

দক্ষিণি সিনেমা থেকে শুরু করে হিন্দি টেলিভিশনের পর্দা—সবখানেই নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরি। ‘বিঘ্নহর্তা গণেশ’-এ দেবী পার্বতী হিসেবে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার একাধিক ছবিতে কাজ করে তিনি প্রমাণ করেছেন নিজের বহুমাত্রিক প্রতিভা। তবে শুধু অভিনয় নয়, তাঁর গ্ল্যামারাস উপস্থিতি, রিয়েলিটি শোতে অংশগ্রহণ এবং সোশ্যাল মিডিয়ায় দাপুটে উপস্থিতিও তাঁকে এনে দিয়েছে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘মিকা দ্য ভোটি’ ও ‘বিগ বস ওটিটি ২’-এর মতো শোতে অংশ নিয়ে আকাঙ্ক্ষা যেমন লাইমলাইটে এসেছেন, তেমনি নিজের সাম্প্রতিক লুকের ছবি শেয়ার করেও অনুরাগীদের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছেন। দেখে আসি তাঁর লুকগুলো

১/১৪
নাটকীয়তা আর গ্ল্যামার—সব এক ফ্রেমে। ডিপ নেকলাইন আর ফ্লেয়ার্ড স্লিভের বডিকন গাউন পরেছেন অভিনেত্রী
নাটকীয়তা আর গ্ল্যামার—সব এক ফ্রেমে। ডিপ নেকলাইন আর ফ্লেয়ার্ড স্লিভের বডিকন গাউন পরেছেন অভিনেত্রী
বিজ্ঞাপন
২/১৪
গোলাপির আভা ছড়াচ্ছেন অভিনেত্রী এই ছবিতে।  স্ট্র্যাপলেস টপের সঙ্গে ফ্লোরাল কাজের শাড়িতে মিষ্টি লাগছে তাঁকে
গোলাপির আভা ছড়াচ্ছেন অভিনেত্রী এই ছবিতে।  স্ট্র্যাপলেস টপের সঙ্গে ফ্লোরাল কাজের শাড়িতে মিষ্টি লাগছে তাঁকে
বিজ্ঞাপন
৩/১৪
আইভরি কোরসেট গাউনের সঙ্গে পরেছেন মুক্তার দুল। বেশ নজর কাড়ছেন তিনি এই লুকে
আইভরি কোরসেট গাউনের সঙ্গে পরেছেন মুক্তার দুল। বেশ নজর কাড়ছেন তিনি এই লুকে
৪/১৪
হলুদ সারারার সঙ্গে তাঁর সাজেও ফুটে উঠেছে ট্র্যাডিশনাল ছোঁয়া
হলুদ সারারার সঙ্গে তাঁর সাজেও ফুটে উঠেছে ট্র্যাডিশনাল ছোঁয়া
৫/১৪
এই ট্র্যাডিশনাল লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন ময়ূরনীল কাফতান । সিল্ক ভেলভেটে কাটওয়ার্ক আর ডিপ নেকলাইন, এক কথায় রাজকীয় ছোঁয়া ফুটে উঠেছে । সঙ্গে পরেছেন কুন্দনের গয়না
এই ট্র্যাডিশনাল লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন ময়ূরনীল কাফতান । সিল্ক ভেলভেটে কাটওয়ার্ক আর ডিপ নেকলাইন, এক কথায় রাজকীয় ছোঁয়া ফুটে উঠেছে । সঙ্গে পরেছেন কুন্দনের গয়না
৬/১৪
কপার গোল্ড শাড়ির সাজে গর্জিয়াস আকাঙ্ক্ষা
কপার গোল্ড শাড়ির সাজে গর্জিয়াস আকাঙ্ক্ষা
৭/১৪
শাড়ির লুকে যেন একটু বেশিই উষ্ণতা ছড়ান এই অভিনেত্রী। পরেছেন পলকা ডট শাড়ি আর স্লিভলেস ব্লাউজ
শাড়ির লুকে যেন একটু বেশিই উষ্ণতা ছড়ান এই অভিনেত্রী। পরেছেন পলকা ডট শাড়ি আর স্লিভলেস ব্লাউজ
৮/১৪
করসেট স্টাইলের মিনিড্রেসে স্টাইলিসগ লাগছে তাঁকে।  সাদা ফুল স্লিভ শার্টের ওপর  ফিগার-হাগিং গ্রে করসেটটি বেশ আকর্ষণ কাড়ছে এই লুকে । সঙ্গে পরেছেন কালো হাই হিল
করসেট স্টাইলের মিনিড্রেসে স্টাইলিসগ লাগছে তাঁকে।  সাদা ফুল স্লিভ শার্টের ওপর  ফিগার-হাগিং গ্রে করসেটটি বেশ আকর্ষণ কাড়ছে এই লুকে । সঙ্গে পরেছেন কালো হাই হিল
৯/১৪
হল্টারনেক আর স্লিট গাউনে আবেদন কাড়ছেন আকাঙ্ক্ষা। লাল রংটাই এমন
হল্টারনেক আর স্লিট গাউনে আবেদন কাড়ছেন আকাঙ্ক্ষা। লাল রংটাই এমন
১০/১৪
গোলাপি রঙ্গের মিনি ড্রেসে
গোলাপি রঙ্গের মিনি ড্রেসে
১১/১৪
সাদা সি থ্রু টপ আর স্কার্টের সঙ্গে এই লুকে  লাইমলাইট কেড়ে নিচ্ছে লাল জ্যাকেট
সাদা সি থ্রু টপ আর স্কার্টের সঙ্গে এই লুকে  লাইমলাইট কেড়ে নিচ্ছে লাল জ্যাকেট
১২/১৪
ক্যামেরাবন্দী হয়েছেন লাল লেহেঙ্গার এথনিক সাজে।
ক্যামেরাবন্দী হয়েছেন লাল লেহেঙ্গার এথনিক সাজে।
১৩/১৪
গ্রে ট্যাংক টপের সঙ্গে ডেনিম প্যান্টের যুগলবন্দী হয়েছে ক্যাজুয়াল এই লুকে
গ্রে ট্যাংক টপের সঙ্গে ডেনিম প্যান্টের যুগলবন্দী হয়েছে ক্যাজুয়াল এই লুকে
১৪/১৪
পার্পেল জড়ি টিস্যু লেহেঙ্গায় রূপকথার রাজকন্যার মতোই লাগছে এই গ্ল্যাম  গার্লকে
পার্পেল জড়ি টিস্যু লেহেঙ্গায় রূপকথার রাজকন্যার মতোই লাগছে এই গ্ল্যাম  গার্লকে
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৪: ৫৫
বিজ্ঞাপন