দক্ষিণি সিনেমা থেকে শুরু করে হিন্দি টেলিভিশনের পর্দা—সবখানেই নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরি। ‘বিঘ্নহর্তা গণেশ’-এ দেবী পার্বতী হিসেবে তাঁর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার একাধিক ছবিতে কাজ করে তিনি প্রমাণ করেছেন নিজের বহুমাত্রিক প্রতিভা। তবে শুধু অভিনয় নয়, তাঁর গ্ল্যামারাস উপস্থিতি, রিয়েলিটি শোতে অংশগ্রহণ এবং সোশ্যাল মিডিয়ায় দাপুটে উপস্থিতিও তাঁকে এনে দিয়েছে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘মিকা দ্য ভোটি’ ও ‘বিগ বস ওটিটি ২’-এর মতো শোতে অংশ নিয়ে আকাঙ্ক্ষা যেমন লাইমলাইটে এসেছেন, তেমনি নিজের সাম্প্রতিক লুকের ছবি শেয়ার করেও অনুরাগীদের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছেন। দেখে আসি তাঁর লুকগুলো