নতুন বছরে প্রিয় তারকাদের নতুন লুক দেখতে উদগ্রীব হয়ে আছেন ভক্তরা। এর মাঝেই জনপ্রিয় অভিনেত্রী রুনা খান রীতিমতো চোখ জুড়ালেন সকলের নতুন বছরের নতুন আলোয় নিজের জামদানি শাড়ির লুক শেয়ার করে। চলুন তবে দেখে নিই এই সাজপোশাকের আদ্যোপান্ত।
'অদ্রিয়ানা এক্সক্লুসিভস'-এর ল্যাভেন্ডার জামদানি পরেছেন এখানে রুনা খান। ডিজাইনার নাজিয়া হাসান এই শাড়িটির নাম দিয়েছেন 'রেহনুমা'। এখানে ১০০ কাউন্টের জামদানিতে সুচারুরূপে উপমহাদেশের ঐতিহ্যবাহী 'দাবকা' ঘরানার কারুকাজ করা হয়েছে। ডিজাইনার নাজিয়া এটিকে অদ্রিয়ানার এক অনন্য 'ফ্যাশন অনসম্বল' বলে অভিহিত করেছেন।
শাড়িটিকে দারুণ কমপ্লিমেন্ট করছে আনজারার ম্যাচিং ল্যাভেন্ডার ভেইল। এতে সরু সোনালি বর্ডার আছে। আর এর সঙ্গে রুনা পরেছেন স্লিভলেস ল্যাভেন্ডার ব্লাউজ। এতে একই রঙের সিকুইনের কাজ দেখা যাচ্ছে।
গয়না এক বড় অংশ পুরো সাজপোশাকের। আর 'এলোর'-এর কুন্দন ও পাথরের কাজ করা জমকালো চোকার, টিকলি, ঝোলানো দুল আর চুড়িতে রুনা খানকে একই সঙ্গে রাজেন্দ্রানী আর আধুনিকা ফ্যাশনিস্তা লাগছে।
এরপরই আসে সাজের কথা। নতুন দিনের আলো ভেতর থেকে যে আনন্দ তুলে আনে, তাতে এমনিতেই এক ধরনের উজ্জ্বলতা আসে চোখে মুখে। আর সেদিকটি খেয়াল করে করে রুনার ন্যাচারাল সৌন্দর্যটিকেই আরো নজরকাড়াভাবে উপস্থাপন করেছেন 'গ্লো বাই লারিসা ফজলে'-র স্বত্ত্বাধিকারী লারিসা।
লন্ডন থেকে কসমেটোলজি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা এই তরুণ এস্থেটিশিয়ান বলছিলেন, মিনিমালিস্টিক মেকওভারে বিশ্বাসী তিনি। এখানে সেমিম্যাট লিপকালার আর সফট লুকের আই মেকআপে মোহনীয় লাগছেন রুনা।
ছবিগুলো যে সুপরিচিত আলোকচিত্রী জয়িতা তৃষার তোলা তা আসলে বলে দিতে হয় না। ন্যাচারাল আলো আর নারীর প্রাকৃতিক ও নিজস্ব রূপের এক অন্যরকম সুন্দর উপস্থাপনা দেখতে পাওয়া যায় তাঁর সব ছবিতেই। নতুন বছরের সূর্যের আলোয় রুনা খানের ছবিগুলো সে কথাই বলছে।