১২টি দেশি লুকে আবেদন ছড়ালেন দর্শনা বণিক
শেয়ার করুন
ফলো করুন

এর আগে দেখা গেছে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'–এ। দেখা গেছে এ বছর মুক্তি পাওয়া 'ওমর' সিনেমায়ও। এমনিতে ওপার বাংলার নতুন অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। আরেক জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ২০২৩ সালে। বেশি দিন নয়, ২০১৮ সালে অভিনয় জগতে পা রেখেছেন দর্শনা। আর বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠছেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে। এ বছর কোরবানির ঈদে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে তাঁকে দেখা গেছে 'ইতিবৃত্ত' টেলিফিল্মে, যেখানে তাঁকে দর্শকরা খুব পছন্দ করেছেন। দর্শনা এমনিতেই অত্যন্ত সুন্দরী যাকে বলে। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। দর্শনার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। তবে দেশি লুকে এই মিষ্টি হাসির অভিনেত্রীর জুড়ি নেই।

১/১২
লাল জর্জেটে একই রঙের এমব্রয়ডারি করা। ম্যাচিং ব্লাউজ পরেছেন সঙ্গে দর্শনা বণিক। অ্যান্টিক সোনালি গয়নায় লাল পাথর আছে, হাতেও লাল চুড়ি।
লাল জর্জেটে একই রঙের এমব্রয়ডারি করা। ম্যাচিং ব্লাউজ পরেছেন সঙ্গে দর্শনা বণিক। অ্যান্টিক সোনালি গয়নায় লাল পাথর আছে, হাতেও লাল চুড়ি।
বিজ্ঞাপন
২/১২
গভীর নেকলাইনের অফ হোয়াইট টপের সঙ্গে ম্যাচিং  ঘাগড়া ও শিয়ার ওড়না। টপের অ্যান্টিক লেইসের সঙ্গে মিলে গেছে একই ফিনিশের চোকার, লম্বা ঝোলানো দুল আর হাতের চুড়ি।
গভীর নেকলাইনের অফ হোয়াইট টপের সঙ্গে ম্যাচিং ঘাগড়া ও শিয়ার ওড়না। টপের অ্যান্টিক লেইসের সঙ্গে মিলে গেছে একই ফিনিশের চোকার, লম্বা ঝোলানো দুল আর হাতের চুড়ি।
বিজ্ঞাপন
৩/১২
 আপডু করে বাঁধা চুল আর গোলাপি ব্যাকলেস ব্লাউজের সঙ্গে দর্শনা জামদানি পরেছেন বোল্ড ড্রেপিংয়ে
আপডু করে বাঁধা চুল আর গোলাপি ব্যাকলেস ব্লাউজের সঙ্গে দর্শনা জামদানি পরেছেন বোল্ড ড্রেপিংয়ে
৪/১২
সিকুইনের ব্রালেটের সঙ্গে ল্যাভেন্ডার শেডের শিয়ার ফেব্রিকের শাড়ির লুকে দর্শনা
সিকুইনের ব্রালেটের সঙ্গে ল্যাভেন্ডার শেডের শিয়ার ফেব্রিকের শাড়ির লুকে দর্শনা
৫/১২
একেবারে সাদামাটা সাজে ঘটি হাতা ব্লাউজ আর লাল সুতির শাড়িতে খোলা চুলের দর্শনার দিক থেকে চোখ ফেরানো দায়
একেবারে সাদামাটা সাজে ঘটি হাতা ব্লাউজ আর লাল সুতির শাড়িতে খোলা চুলের দর্শনার দিক থেকে চোখ ফেরানো দায়
৬/১২
একটু অন্যরকম শাড়ির সাজে দর্শনা। সবুজ ব্লাউজ আর জমকালো সোনালি পাড় আঁচলের কাতান পরেছেন তিনি। সঙ্গে তিন লহরের সবুজ পাথরের নেকপিস, লম্বা ঝোলানো দুল আর বালা। খোলা লম্বা চুলে ফুলেল হেডপিস।
একটু অন্যরকম শাড়ির সাজে দর্শনা। সবুজ ব্লাউজ আর জমকালো সোনালি পাড় আঁচলের কাতান পরেছেন তিনি। সঙ্গে তিন লহরের সবুজ পাথরের নেকপিস, লম্বা ঝোলানো দুল আর বালা। খোলা লম্বা চুলে ফুলেল হেডপিস।
৭/১২
লাল-নীল শাড়ির সঙ্গে ছোট দৈর্ঘ্যের ম্যাচিং লাল কনুই ছাড়ানো ব্লাউজ পরেছেন এই অভিনেত্রী। বেশ নিচেই ড্রেপ করা হয়েছে  শাড়ি, যা দিয়েছে আবেদনময় লুক।
লাল-নীল শাড়ির সঙ্গে ছোট দৈর্ঘ্যের ম্যাচিং লাল কনুই ছাড়ানো ব্লাউজ পরেছেন এই অভিনেত্রী। বেশ নিচেই ড্রেপ করা হয়েছে শাড়ি, যা দিয়েছে আবেদনময় লুক।
৮/১২
সম্প্রতি সাড়া জাগানো 'ইতিবৃত্ত' টেলিফিল্মে ম্যাজেন্টা জামদানি আর গোলাপি ব্লাউজে সুন্দরী দর্শনা পরেছেন নজরকাড়া এক জোড়া ঝুমকা।
সম্প্রতি সাড়া জাগানো 'ইতিবৃত্ত' টেলিফিল্মে ম্যাজেন্টা জামদানি আর গোলাপি ব্লাউজে সুন্দরী দর্শনা পরেছেন নজরকাড়া এক জোড়া ঝুমকা।
৯/১২
একটু বেশি গভীর নেকলাইনের লাল চোলি, ঘাগড়া আর ওড়নার সঙ্গে ট্রেন্ডি অ্যান্টিক গোল্ডের পান্না আর কুন্দনের কাজ করা ভারি চোকার, দুল, টিকলি আর বালা পরেছেন দর্শনা
একটু বেশি গভীর নেকলাইনের লাল চোলি, ঘাগড়া আর ওড়নার সঙ্গে ট্রেন্ডি অ্যান্টিক গোল্ডের পান্না আর কুন্দনের কাজ করা ভারি চোকার, দুল, টিকলি আর বালা পরেছেন দর্শনা
১০/১২
এখানে দর্শনার কালো শাড়িতে ঝলমলে রূপালি পাড়, আঁচল আর বুটি।
এখানে দর্শনার কালো শাড়িতে ঝলমলে রূপালি পাড়, আঁচল আর বুটি।
১১/১২
ওয়াইন রঙা লেহেঙ্গায় আকর্ষণীয় দর্শনা
ওয়াইন রঙা লেহেঙ্গায় আকর্ষণীয় দর্শনা
১২/১২
স্লিভলেস হালকা হলুদ ব্লাউজের সঙ্গে বহুরঙা প্যাস্টেল শেডের সিল্কের ডুরে শাড়ি পরেছেন দর্শনা। সবুজ পাথরের নেকপিস নজর কাড়ছে
স্লিভলেস হালকা হলুদ ব্লাউজের সঙ্গে বহুরঙা প্যাস্টেল শেডের সিল্কের ডুরে শাড়ি পরেছেন দর্শনা। সবুজ পাথরের নেকপিস নজর কাড়ছে

ছবি: দর্শনা বণিকের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন