পশ্চিম বাংলার সুন্দরী আর সিঙ্গেল অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবেদনময় সৌন্দর্যে মজে থাকেন সবাই–ই। প্রায়ই তাঁকে আমরা দেখি নানা আকর্ষণীয় পোশাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে। মিমির চমৎকার ফিগারে সবকিছুই মানিয়ে যায় খুব। তবে পশ্চিমা পোশাকে তাঁর সাম্প্রতিক লুকগুলো সত্যিই খুব আবেদনময়। চলুন দেখে আসি ছবিগুলো।