আইটেম গানের লুকে হারানো জৌলুস ফিরিয়ে আনছেন যে ৩ বলিউড সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

আইটেম গান নিয়ে সবসময় অনেক নেতিবাচক কথা হয়। আসলে বলিউড সিনেমা থেকেই এই কথাটির প্রচলন। এখন আমাদের দেশের বা টালিউডের সিনেমায়ও আইটেম গান কথাটি ব্যবহার হয়। আর এ কথা দিয়ে আসলে বোঝানো হয় সিনেমার ঘটনাপ্রবাহের মাঝে অত্যন্ত আকর্ষণীয় লুকে নাচ সহযোগে পরিবেশিত গানকে। আর সেই বহুযুগ আগে হেলেন বা অরুণা ইরানীর মতো অভিনেত্রীরা ক্যাবারে, ডিসকো থেকে শুরু করে নানা ধরণের আবেদনময় লুকে দেখা দিতেন বলিউড সিনেমায়। সিনেমার চেয়ে অনেক সময় এই আইটেম গানই বেশি হিট হয়ে যায়। সবসময় যে বিশেষ এই ভূমিকায় আলাদা করে কোনো নায়িকাকে নেওয়া হয় তা নয়। মূল চরিত্রে অভিনয় করা বলিউড সুন্দরীরাও আইটেম গানের আবেদনময় লুকে মাত করেছেন সকলকে। মাধুরী দীক্ষিতের 'চোলি কে পিছে' বা ক্যাটরিনা কাইফের 'শিলা কি জাওয়ানি'-র মতো গানগুলো নিয়ে বিতর্ক হলেও এগুলোর আবেদন একেবারে চিরন্তন। তবে গত কয়েক বছর ধরে এই আইটেম গানের ফ্লেভার কিছুটা বদলে গিয়েছে বলা যায়। প্রতিটি গানেই আবেদনময়তার উপচে পড়া আয়োজন দেখা যায় বলিউডের আকর্ষণীয় তারকাদেরকে নিয়ে। দীপিকা পাড়ূকোন, জাহ্নবী কাপুরের মতো চোখধাঁধানো সুন্দরীরা এমন অনেক গানে নিজেদেরকে সেভাবে উপস্থাপন করেছেন। এর মাঝে বেলি ডান্সার নোরা ফাতেহি কিছুটা ধরে রেখেছিলেন স্টেজে নেচে গেয়ে আইটেম গানের সঙ্গে সিগনেচার লুকের বিষয়টি। তবে সম্প্রতি 'স্ত্রী' সিনেমায় তামান্না ভাটিয়া আর হালের আলোচিত 'ভিকি বিদ্যা কি উয়োওয়ালা ভিডিও' সিনেমায় তৃপ্তি দিমরি ও শেহনাজ গিলকে দেখে মনে হচ্ছে আইটেম গানের লুকের হারানো জৌলুস আসলেই ফিরে আসছে। এখানে একেবারেই রাখঢাক ছাড়া আবেদনময়তার ভরপুর উদযাপন যেমন রয়েছে, তেমনি লুকের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে আইটেম গানের ট্র্যাডিশনাল সাজপোশাককে। চলুন তবে দেখে নিই এই তিন বলিউড সুন্দরীর আইটেম গানের লুক।

১/৯
সবুজ ব্রালেট আর স্লিট স্কার্টের এথনিক এই লুক আইটেম গানের জন্য একেবারে পারফেক্ট। নজরকাড়া এই আউটফিটে তামান্নার দিক থেকে চোখ ফেরানো দায়
সবুজ ব্রালেট আর স্লিট স্কার্টের এথনিক এই লুক আইটেম গানের জন্য একেবারে পারফেক্ট। নজরকাড়া এই আউটফিটে তামান্নার দিক থেকে চোখ ফেরানো দায়
বিজ্ঞাপন
২/৯
ক্ষীণকায়াদের ভীড়ে তামান্না ভাটিয়ার ভরভরন্ত সৌন্দর্যে মেতে আছেন ভক্তরা।
ক্ষীণকায়াদের ভীড়ে তামান্না ভাটিয়ার ভরভরন্ত সৌন্দর্যে মেতে আছেন ভক্তরা।
বিজ্ঞাপন
৩/৯
হালকা মেকআপ আর মিনিমাল অনুষঙ্গে মোহনীয় তামান্না
হালকা মেকআপ আর মিনিমাল অনুষঙ্গে মোহনীয় তামান্না
৪/৯
পশ্চিমা লুকে দেখে অভ্যস্ত আমরা তৃপ্তি দিমরিকে। এখানে তিনি সিগনেচার আইটেম গানের লুকে হাজির হয়েছেন স্লিভলেস টপ আর লম্বা স্কার্টে
পশ্চিমা লুকে দেখে অভ্যস্ত আমরা তৃপ্তি দিমরিকে। এখানে তিনি সিগনেচার আইটেম গানের লুকে হাজির হয়েছেন স্লিভলেস টপ আর লম্বা স্কার্টে
৫/৯
নতুন সিনেমার প্রচারণাতেও তৃপ্তি এই লুকেই দেখা দিয়েছেন।
নতুন সিনেমার প্রচারণাতেও তৃপ্তি এই লুকেই দেখা দিয়েছেন।
৬/৯
পুরাপুরি এথনিক আমেজের গয়না আর সাজে তৃপ্তিকে অন্যরকম লাগছে
পুরাপুরি এথনিক আমেজের গয়না আর সাজে তৃপ্তিকে অন্যরকম লাগছে
৭/৯
র‍্যাপ প্যাটার্নের স্যাটিনের নীল টপ ও ম্যাচিং স্কার্টে শেহনাজ গিল এখন বলিউডের টপ অব দ্য টাউন
র‍্যাপ প্যাটার্নের স্যাটিনের নীল টপ ও ম্যাচিং স্কার্টে শেহনাজ গিল এখন বলিউডের টপ অব দ্য টাউন
৮/৯
অন্যরকম ফিউশন স্টাইল গয়নায় আবেদন বেড়েছে শেহনাজের পুরো লুকেওজন
অন্যরকম ফিউশন স্টাইল গয়নায় আবেদন বেড়েছে শেহনাজের পুরো লুকেওজন
৯/৯
ওজন কমিয়ে ঝরঝরে হয়ে ওঠা এই পাঞ্জাবি সুন্দরীর জন্য এই আইটেম গানের লুক এক মাইলফলক হয়ে থাকবে।
ওজন কমিয়ে ঝরঝরে হয়ে ওঠা এই পাঞ্জাবি সুন্দরীর জন্য এই আইটেম গানের লুক এক মাইলফলক হয়ে থাকবে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৫: ২০
বিজ্ঞাপন