আইটেম গান নিয়ে সবসময় অনেক নেতিবাচক কথা হয়। আসলে বলিউড সিনেমা থেকেই এই কথাটির প্রচলন। এখন আমাদের দেশের বা টালিউডের সিনেমায়ও আইটেম গান কথাটি ব্যবহার হয়। আর এ কথা দিয়ে আসলে বোঝানো হয় সিনেমার ঘটনাপ্রবাহের মাঝে অত্যন্ত আকর্ষণীয় লুকে নাচ সহযোগে পরিবেশিত গানকে। আর সেই বহুযুগ আগে হেলেন বা অরুণা ইরানীর মতো অভিনেত্রীরা ক্যাবারে, ডিসকো থেকে শুরু করে নানা ধরণের আবেদনময় লুকে দেখা দিতেন বলিউড সিনেমায়। সিনেমার চেয়ে অনেক সময় এই আইটেম গানই বেশি হিট হয়ে যায়। সবসময় যে বিশেষ এই ভূমিকায় আলাদা করে কোনো নায়িকাকে নেওয়া হয় তা নয়। মূল চরিত্রে অভিনয় করা বলিউড সুন্দরীরাও আইটেম গানের আবেদনময় লুকে মাত করেছেন সকলকে। মাধুরী দীক্ষিতের 'চোলি কে পিছে' বা ক্যাটরিনা কাইফের 'শিলা কি জাওয়ানি'-র মতো গানগুলো নিয়ে বিতর্ক হলেও এগুলোর আবেদন একেবারে চিরন্তন। তবে গত কয়েক বছর ধরে এই আইটেম গানের ফ্লেভার কিছুটা বদলে গিয়েছে বলা যায়। প্রতিটি গানেই আবেদনময়তার উপচে পড়া আয়োজন দেখা যায় বলিউডের আকর্ষণীয় তারকাদেরকে নিয়ে। দীপিকা পাড়ূকোন, জাহ্নবী কাপুরের মতো চোখধাঁধানো সুন্দরীরা এমন অনেক গানে নিজেদেরকে সেভাবে উপস্থাপন করেছেন। এর মাঝে বেলি ডান্সার নোরা ফাতেহি কিছুটা ধরে রেখেছিলেন স্টেজে নেচে গেয়ে আইটেম গানের সঙ্গে সিগনেচার লুকের বিষয়টি। তবে সম্প্রতি 'স্ত্রী' সিনেমায় তামান্না ভাটিয়া আর হালের আলোচিত 'ভিকি বিদ্যা কি উয়োওয়ালা ভিডিও' সিনেমায় তৃপ্তি দিমরি ও শেহনাজ গিলকে দেখে মনে হচ্ছে আইটেম গানের লুকের হারানো জৌলুস আসলেই ফিরে আসছে। এখানে একেবারেই রাখঢাক ছাড়া আবেদনময়তার ভরপুর উদযাপন যেমন রয়েছে, তেমনি লুকের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে আইটেম গানের ট্র্যাডিশনাল সাজপোশাককে। চলুন তবে দেখে নিই এই তিন বলিউড সুন্দরীর আইটেম গানের লুক।
ছবি: ইন্সটাগ্রাম