সেই দশম শ্রেণিতে থাকতেই 'ওগো বধূ সুন্দরী' সিরিয়ালের জন্য ডাক পান কলকাতার মেয়ে ঋতাভরী। সুন্দরী তো তিনি বটেই, ভরভরন্ত শারীরিক গড়নের জন্য একটু বড় বড়ই লাগত তাঁকে। স্টার জলসার এই সিরিয়াল দিয়ে সকলের প্রিয় হয়ে ওঠেন কিশোরী ঋতাভরী। এরপর একের পর এক হিট সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। এখনো সমান আকর্ষণীয় এই ৩২ বছর বয়সী টালিউড ডিভা। শাড়ি থেকে শুরু করে সব ধরনের খোলামেলা পশ্চিমা পোশাকেও মানিয়ে যায় তাঁকে। মিষ্টি হাসির মেয়ে ঋতাভরীর মাঝে আছে এক অন্যরকম আবেদন। চলুন দেখে নিই তাঁর কিছু বৈচিত্র্যময় আকর্ষণীয় লুক।
ছবি: ঋতাভরীর ইন্সটাগ্রাম