মালাইকা অরোরা প্রাণ ফেরালেন অকালপ্রয়াত ডিজাইনারের নকশায়
শেয়ার করুন
ফলো করুন

ভারতের অকালপ্রয়াত তরুণ ডিজাইনার ওয়েন্ডেল রড্রিক্সের সঙ্গে কোলাবরেশন করেছেন আরেক সাড়া জাগানো ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। ওয়েন্ডেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নিয়েছেন অমিত। ওয়েন্ডেল রড্রিক্সের নিজের নামেই একটি ডিজাইনার লেবেল রয়েছে।

সেখানকার ডিজাইন করা পোশাকের সঙ্গে নিজের সৃজনশীলতার সমন্বয় করে অমিত রূপ দিয়েছেন কিছু অনন্যসাধারণ আউটফিট। আর এ পোশাকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তিনি বেছে নিয়েছেন এই দুই ডিজাইনারেরই প্রিয় মিউজ মালাইকা অরোরাকে।

বিজ্ঞাপন

যেকোনো পোশাকেই চমৎকার মানিয়ে যাওয়া এই বলিউড সুন্দরীর থেকে চোখ ফেরানো দায় হচ্ছে এ কালেকশনের পোশাকে।

ফিউশন ঘরানার এ সংগ্রহে বিভিন্ন শেডের সবুজের প্রাধান্য রয়েছে। ডিজাইনে নিরীক্ষামূলক কাট ও প্যাটার্নের ছাপ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০১: ৫৮
বিজ্ঞাপন