সুফিয়া হয়ে ঢাকার রাস্তায় পাইপে বসবাস করছেন রুনা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী রুনা খানের নতুন টেলিফিল্ম 'স্বপ্ন'। প্রয়াত প্রবাসী স্বামীর বঞ্চিতা স্ত্রী সুফিয়ার ভূমিকায় এখানে এই সুঅভিনেত্রীকে দেখা যাচ্ছে একেবারে আলাদা লুকে। আটপৌরে জীর্ণ শাড়িতে ঢাকার রাস্তায় পাইপে বসবাস করা সুফিয়া রূপে মেকআপবিহীন রুনার চরিত্রটি যেন জীবন থেকেই নেওয়া। এর মূল ভাবনাটি আব্দুস সাত্তার ভূঁইয়ার। চিত্রনাট‍্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু আর টেলিফিল্মের পরিচালনার দায়িত্বে আছেন আলমগীর খন্দকার দুলাল

১/৬
কন্ট্রাস্ট হলুদ ব্লাউজের সঙ্গে গোলাপি তাঁতের শাড়ি পরেছেন রুনা
কন্ট্রাস্ট হলুদ ব্লাউজের সঙ্গে গোলাপি তাঁতের শাড়ি পরেছেন রুনা
বিজ্ঞাপন
২/৬
ঘোমটার লুকে সহজ সরল বউয়ের চিরন্তন ছবিটি ধরে রেখেছেন তিনি ইনোসেন্ট হাসিতে
ঘোমটার লুকে সহজ সরল বউয়ের চিরন্তন ছবিটি ধরে রেখেছেন তিনি ইনোসেন্ট হাসিতে
বিজ্ঞাপন
৩/৬
খোলা চুল আর হালকা কাজল, ম্যাট ন্যুড লিপে ইন্টেন্স লুক এসেছে মেকআপ ছাড়াই।
খোলা চুল আর হালকা কাজল, ম্যাট ন্যুড লিপে ইন্টেন্স লুক এসেছে মেকআপ ছাড়াই।
৪/৬
আটপৌরে ড্রেপে পরা সাধারণ তাঁতের শাড়ি আর কন্ট্রাস্ট ব্লাউজে এভাবেই পাইপে বসবাস করতে দেখা যায় সুফিয়া চরিত্রটিকে
আটপৌরে ড্রেপে পরা সাধারণ তাঁতের শাড়ি আর কন্ট্রাস্ট ব্লাউজে এভাবেই পাইপে বসবাস করতে দেখা যায় সুফিয়া চরিত্রটিকে
৫/৬
এখানে তুনা পরেছেন মেরুন কলকা নকশার হালকা মিন্টরঙা তাঁতের শাড়ি
এখানে তুনা পরেছেন মেরুন কলকা নকশার হালকা মিন্টরঙা তাঁতের শাড়ি
৬/৬
খোলা চুল আর প্রাণবন্ত হাসিতে রুনাকে চেনা যায় সবসময়ের মতোই। এখানেও সম্পূর্ণ নো মেকআপ লুক দেখা যাচ্ছে।
খোলা চুল আর প্রাণবন্ত হাসিতে রুনাকে চেনা যায় সবসময়ের মতোই। এখানেও সম্পূর্ণ নো মেকআপ লুক দেখা যাচ্ছে।

ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৫: ২২
বিজ্ঞাপন