
অভিনেত্রী রুনা খানের নতুন টেলিফিল্ম 'স্বপ্ন'। প্রয়াত প্রবাসী স্বামীর বঞ্চিতা স্ত্রী সুফিয়ার ভূমিকায় এখানে এই সুঅভিনেত্রীকে দেখা যাচ্ছে একেবারে আলাদা লুকে। আটপৌরে জীর্ণ শাড়িতে ঢাকার রাস্তায় পাইপে বসবাস করা সুফিয়া রূপে মেকআপবিহীন রুনার চরিত্রটি যেন জীবন থেকেই নেওয়া। এর মূল ভাবনাটি আব্দুস সাত্তার ভূঁইয়ার। চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু আর টেলিফিল্মের পরিচালনার দায়িত্বে আছেন আলমগীর খন্দকার দুলাল






ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম