
তারকা তনয়া হওয়ার কিছু ভালো দিক তো অবশ্যই আছে বলিউডে। নইলে এত বড় বড় সিনেমায় নাম লেখানোটা কঠিন হয়ে যেত পাশমিনা রোশানের জন্য। বিখ্যাত বলিউড তারকা রাকেশ রোশানের সঙ্গীত পরিচালক ভাই রাজেশ রোশানের মেয়ে তিনি। এতক্ষণে নিশ্চয়ই কারো বুঝতে বাকি নেই যে পাশমিনা বলিউডের গ্রীক গড আর অন্যতম প্রধান তারকা হৃতিক রোশানের চাচাতো বোন। তবে সুপারস্টার ভাই বা পরিবারের পরিচয় ছাপিয়ে নিজের আলাদা অবস্থান গড়ে তুলতে চান বলিউডে রোশান কন্যা। এজন্যই যেখানে অন্যান্য স্টারকিডরা বিশ না পেরোতেই বলিউডে পা রাখেন,সেখানে তিনি যথাযথ প্রস্তুতি নিয়ে আটাশে এসে তবে অভিনয় করা শুরু করেছেন বলিউডের সিনেমায়। এখনই এই সুন্দরী তারকার অভিনয়দক্ষতা সম্পর্কে কিছু বলা না গেলেও ফ্যাশন স্টেটমেন্টের দিক থেকে বেশ এগিয়ে আছেন পাশমিনা। তাঁর ইন্সটাগ্রামের বিভিন্ন ছবিতে ও নানা অনুষ্ঠানে বেশ আকর্ষণীয় লুকে দেখা যায় পাশমিনা রোশানকে। কিন্তু জ্বলে উঠে আজকাল যেন হারিয়ে গিয়েছেন এই স্টাইলিশ স্টারকিড।

.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)







