ভক্তদের কাছের মানুষ অভিনেত্রী দূরে ফিশান, দেখুন তাঁর যত চোখ জুড়ানো লুক
শেয়ার করুন
ফলো করুন

দূরে ফিশান সালিম পাকিস্তানি নাটকের এক জনপ্রিয় নাম। ২০২০ সালে পার্শ্বচরিত্রে ডেব্যু হওয়ার পরে ক্যাইয়সি তেরি খুদগারজি নাটকে অভিনয় করে ভক্তদের কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। মিষ্টি হাসি আর পরিমিত আবেদনের স্টাইলিশ সব লুকে তিনি চোখ জুড়ান প্রায়ই। সালওয়ার কামিজেই বেশি দেখা মেলে তাঁর। মাঝে মাঝে ওয়েস্টার্ন আর শাড়িও পরেন দূরে।

১/৯
অফ হোয়াইট আনারকলিতে মোহনীয় দূরে
অফ হোয়াইট আনারকলিতে মোহনীয় দূরে
বিজ্ঞাপন
২/৯
এখানে ফুল হাতে ফুলেল কামিজে আর ছেড়ে রাখা চুলে ফুলের মতোই সুন্দর লাগছে তাঁকে
এখানে ফুল হাতে ফুলেল কামিজে আর ছেড়ে রাখা চুলে ফুলের মতোই সুন্দর লাগছে তাঁকে
বিজ্ঞাপন
৩/৯
ডিপ কাউল নেকের বেইজ ড্রেসে অন্যরকম দূরে
ডিপ কাউল নেকের বেইজ ড্রেসে অন্যরকম দূরে
৪/৯
বেগুনি স্যাটিনের শাড়িতে দেখা দিয়েছেন এই অভিনেত্রী
বেগুনি স্যাটিনের শাড়িতে দেখা দিয়েছেন এই অভিনেত্রী
৫/৯
সফট কার্লস আর স্লিভলেস কামিজের লুকে দূরে
সফট কার্লস আর স্লিভলেস কামিজের লুকে দূরে
৬/৯
এখানে তিনি চোখ জুড়াচ্ছেন মেরুন নেটের শাড়িতে
এখানে তিনি চোখ জুড়াচ্ছেন মেরুন নেটের শাড়িতে
৭/৯
লাল কুর্তা আর ফারশি সালওয়ার পরেছেন তিনি
লাল কুর্তা আর ফারশি সালওয়ার পরেছেন তিনি
৮/৯
কালো-সাদা ড্রেসে সুন্দরী দূরে
কালো-সাদা ড্রেসে সুন্দরী দূরে
৯/৯
ধূসর টপের ওয়েস্টার্ন লুকে আকর্ষণীয় লাগছে তাঁকে
ধূসর টপের ওয়েস্টার্ন লুকে আকর্ষণীয় লাগছে তাঁকে

ছবি: দূরে ফিশানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৯: ১২
বিজ্ঞাপন