দূরে ফিশান সালিম পাকিস্তানি নাটকের এক জনপ্রিয় নাম। ২০২০ সালে পার্শ্বচরিত্রে ডেব্যু হওয়ার পরে ক্যাইয়সি তেরি খুদগারজি নাটকে অভিনয় করে ভক্তদের কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। মিষ্টি হাসি আর পরিমিত আবেদনের স্টাইলিশ সব লুকে তিনি চোখ জুড়ান প্রায়ই। সালওয়ার কামিজেই বেশি দেখা মেলে তাঁর। মাঝে মাঝে ওয়েস্টার্ন আর শাড়িও পরেন দূরে।
ছবি: দূরে ফিশানের ইন্সটাগ্রাম