
ফাতিমা সানা শেখের অভিনয় বেশ প্রশংসিত হয়ে আসছে বলিউডে প্রথম থেকেই। সম্প্রতি প্রেম করছেন অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। বেশ ভালো ভালো সিনেমাও করছেন ফাতিমা। তবে আজকাল নিজের ইমেজ বদলে হঠাৎ আবেদনময়ী গ্ল্যামারগার্ল রূপে নিজেকে উপস্থাপন করছেন এই অভিনেত্রী। মাঝে মাঝে এত আবেদনময়ী সব লুকে এফোর্টলেস ভাবের অভাবে মনে হচ্ছে, একটু কি বেশিই চেষ্টা করছেন ফাতিমা?









