সামার ড্রেসে মেহজাবীনের আকর্ষণীয় ট্র্যাভেল লুক
শেয়ার করুন
ফলো করুন

দেশ বিদেশ ঘুরে বেড়াতে ভালোবাসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাই সময় পেলেই বেড়িয়ে পড়েন পছন্দের গন্তব্যে। সম্প্রতি অভিনেত্রী ইতালির মিলান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। অবকাশযাপনে ঘোরার পাশাপাশি যে তিনি আউটফিটের দিকেও বিশেষ খেয়াল রাখেন, সেটা ছবিগুলো দেখলেই স্পষ্ট হবে। আকর্ষণীয় ট্র্যাভেল লুকের ছবিগুলো দেখে আসি চলুন

১/৪
টমেটো রেড ম্যাক্সি ড্রেস পরেছেন মেহজাবীন
টমেটো রেড ম্যাক্সি ড্রেস পরেছেন মেহজাবীন
বিজ্ঞাপন
২/৪
টিয়ার্ড ডিজাইন ও ফ্রিল ডিটেইলিং প্রাণবন্ত লুক দিয়েছে এই ড্রেসে। অভিনেত্রী এর সঙ্গে নিয়েছেন সিগনেচার ডিজাইনের বারবেরি ব্যাগ
টিয়ার্ড ডিজাইন ও ফ্রিল ডিটেইলিং প্রাণবন্ত লুক দিয়েছে এই ড্রেসে। অভিনেত্রী এর সঙ্গে নিয়েছেন সিগনেচার ডিজাইনের বারবেরি ব্যাগ
বিজ্ঞাপন
৩/৪
এই পোশাকের সঙ্গে স্টেটমেন্ট দুল বেছে নিয়েছেন তিনি। ফ্লোরাল মোটিফের গোল্ড প্লেটেড দুল পরেছেন। চোখে শোভা পাচ্ছে ন্যুড শেডের ওভারসাইজড সানগ্লাস আর হাতে বিয়ের ডায়মন্ড আংটি
এই পোশাকের সঙ্গে স্টেটমেন্ট দুল বেছে নিয়েছেন তিনি। ফ্লোরাল মোটিফের গোল্ড প্লেটেড দুল পরেছেন। চোখে শোভা পাচ্ছে ন্যুড শেডের ওভারসাইজড সানগ্লাস আর হাতে বিয়ের ডায়মন্ড আংটি
৪/৪
ফ্যাশন, ইতিহাস, শিল্প, স্থাপত্য আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণে গড়ে উঠেছে ইতালির মিলান শহর। এখানে এসে ফ্রেমবন্দী না হলে হয় ? তবে অভিনেত্রীর এই ম্যাক্সি ড্রেসটি ‘সামার লুক’ হিসেবে পারফেক্ট চয়েস
ফ্যাশন, ইতিহাস, শিল্প, স্থাপত্য আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণে গড়ে উঠেছে ইতালির মিলান শহর। এখানে এসে ফ্রেমবন্দী না হলে হয় ? তবে অভিনেত্রীর এই ম্যাক্সি ড্রেসটি ‘সামার লুক’ হিসেবে পারফেক্ট চয়েস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৬: ১৯
বিজ্ঞাপন