জেন–জি সেনসেশন ভারতীয় অভিনেত্রী অনন্যা পান্ডে যখন বলিউডে একের পর এক ছবি করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন, ঠিক তখনই আরেক দিকে নজর কাড়ছেন তাঁর গ্ল্যামারাস চাচাতো বোন অ্যালানা পান্ডে। রূপ, গ্ল্যাম ও সোশ্যাল মিডিয়ায় দাপট—সবকিছুতেই তিনি অনন্যার সমান, কারও কারও মতে এক কাঠি ওপরে! ২৯ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার ও মডেল নিজের বোল্ড ফ্যাশন চয়েস দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। বলিউডে পা না রেখেও হাজার হাজার ফলোয়ারের ভালোবাসায় ভাসছেন তিনি। সাহসী সব স্টাইলে সাবলীল অ্যালানা যেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকন। দেখে আসি তাঁর লুকগুলো—
ছবি: অ্যালানার ইন্সটাগ্রাম