জেন-জি সেনসেশন অনন্যার পর এবার নজর কাড়ছেন তাঁর স্টাইলিশ বোন অ্যালানা
শেয়ার করুন
ফলো করুন

জেন–জি সেনসেশন ভারতীয় অভিনেত্রী অনন্যা পান্ডে যখন বলিউডে একের পর এক ছবি করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন, ঠিক তখনই আরেক দিকে নজর কাড়ছেন তাঁর গ্ল্যামারাস চাচাতো বোন অ্যালানা পান্ডে। রূপ, গ্ল্যাম ও সোশ্যাল মিডিয়ায় দাপট—সবকিছুতেই তিনি অনন্যার সমান, কারও কারও মতে এক কাঠি ওপরে! ২৯ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার ও মডেল নিজের বোল্ড ফ্যাশন চয়েস দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। বলিউডে পা না রেখেও হাজার হাজার ফলোয়ারের ভালোবাসায় ভাসছেন তিনি। সাহসী সব স্টাইলে সাবলীল অ্যালানা যেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকন। দেখে আসি তাঁর লুকগুলো—

১/১৪
চাচাতো বোন অনন্যা পান্ডের সঙ্গে সাদা স্লিট গাউনে হাস্যোজ্জ্বল অ্যালানা।
চাচাতো বোন অনন্যা পান্ডের সঙ্গে সাদা স্লিট গাউনে হাস্যোজ্জ্বল অ্যালানা।
বিজ্ঞাপন
২/১৪
রাজকীয় গ্ল্যামার আর প্রি–ড্রেপড শাড়ির ফিউশন লুকে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। সঙ্গে জুটি হয়েছে সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ। তাঁর পুরো সাজপোশাকে প্রাধান্য পেয়েছে ‘পার্লকোর’ থিম।
রাজকীয় গ্ল্যামার আর প্রি–ড্রেপড শাড়ির ফিউশন লুকে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। সঙ্গে জুটি হয়েছে সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ। তাঁর পুরো সাজপোশাকে প্রাধান্য পেয়েছে ‘পার্লকোর’ থিম।
বিজ্ঞাপন
৩/১৪
অল হোয়াইট লুকে স্টাইলিশ অ্যালানা।
অল হোয়াইট লুকে স্টাইলিশ অ্যালানা।
৪/১৪
কাটআউট স্টাইলের স্ট্র্যাপলেস গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন অ্যালানা।
কাটআউট স্টাইলের স্ট্র্যাপলেস গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন অ্যালানা।
৫/১৪
এই লুকে আইভরি ব্লেজার ড্রেসের সঙ্গে নজর কাড়ছে স্ট্র্যাপড হিল আর গ্যাদার্ড লেইস মোজা, সঙ্গে নিয়েছেন মেটালিক ব্যাগ।
এই লুকে আইভরি ব্লেজার ড্রেসের সঙ্গে নজর কাড়ছে স্ট্র্যাপড হিল আর গ্যাদার্ড লেইস মোজা, সঙ্গে নিয়েছেন মেটালিক ব্যাগ।
৬/১৪
চকোলেট রঙের মিনি ড্রেসের সঙ্গে স্লিংব্যাক হিল আর বাকেট ব্যাগ জুটি হয়েছে এই লুকে।
চকোলেট রঙের মিনি ড্রেসের সঙ্গে স্লিংব্যাক হিল আর বাকেট ব্যাগ জুটি হয়েছে এই লুকে।
৭/১৪
বেশ ছিমছাম আর স্টাইলিশ আমেজে দেখা যাচ্ছে তাঁকে। সাদা টপের সঙ্গে বটমে নজর কাড়ছে লুই ভুইতোঁর ডেনিম শর্টস। মাথায় পরেছেন একই ব্র্যান্ডের বাকেট হ্যাট। আর পায়ে সাদা রানিং শু।
বেশ ছিমছাম আর স্টাইলিশ আমেজে দেখা যাচ্ছে তাঁকে। সাদা টপের সঙ্গে বটমে নজর কাড়ছে লুই ভুইতোঁর ডেনিম শর্টস। মাথায় পরেছেন একই ব্র্যান্ডের বাকেট হ্যাট। আর পায়ে সাদা রানিং শু।
৮/১৪
স্ট্র্যাপলেস ব্রালেট আর গ্যাদার্ড প্যাটার্নের স্লিট স্কার্টে ফ্যাশনিস্তা অ্যালানা।
স্ট্র্যাপলেস ব্রালেট আর গ্যাদার্ড প্যাটার্নের স্লিট স্কার্টে ফ্যাশনিস্তা অ্যালানা।
৯/১৪
মারমেইড স্টাইলের ডিপনেক গাউনে শুভ্র আবেদন ছড়াচ্ছেন অ্যালানা।
মারমেইড স্টাইলের ডিপনেক গাউনে শুভ্র আবেদন ছড়াচ্ছেন অ্যালানা।
১০/১৪
এখানে ক্যাজুয়াল স্টাইলে দেখা যাচ্ছে তাঁকে। শার্টের সঙ্গে পরেছেন হাইওয়েস্ট ডেনিম প্যান্ট। লুকে আলাদা মাত্রা যোগ করেছে স্কার্ফ আর হ্যান্ড ব্যাগ।
এখানে ক্যাজুয়াল স্টাইলে দেখা যাচ্ছে তাঁকে। শার্টের সঙ্গে পরেছেন হাইওয়েস্ট ডেনিম প্যান্ট। লুকে আলাদা মাত্রা যোগ করেছে স্কার্ফ আর হ্যান্ড ব্যাগ।
১১/১৪
শিমারি সিলভার কো–অর্ড সেটে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। ওপরে পরেছেন স্ট্র্যাপলেস টপ আর নিচে স্ট্রাকচারড সাইড স্লিট বটম।
শিমারি সিলভার কো–অর্ড সেটে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। ওপরে পরেছেন স্ট্র্যাপলেস টপ আর নিচে স্ট্রাকচারড সাইড স্লিট বটম।
১২/১৪
সমুদ্র–বিলাসেও ফ্যাশনকে এগিয়ে রাখেন এই সুন্দরী। সাদা স্লিভলেস টপের সঙ্গে পরা মেটালের জুয়েলারিগুলো সত্যিই আকর্ষণীয়।
সমুদ্র–বিলাসেও ফ্যাশনকে এগিয়ে রাখেন এই সুন্দরী। সাদা স্লিভলেস টপের সঙ্গে পরা মেটালের জুয়েলারিগুলো সত্যিই আকর্ষণীয়।
১৩/১৪
কপার গোল্ড আউটফিটে মৎস্যকন্যার মতোই লাগছে সুন্দরীকে। স্ট্র্যাপলেস টপ আর ফ্লোরছোঁয়া স্কার্ট পরেছেন। নজর কাড়ছে মেটাল জুয়েলারিও।
কপার গোল্ড আউটফিটে মৎস্যকন্যার মতোই লাগছে সুন্দরীকে। স্ট্র্যাপলেস টপ আর ফ্লোরছোঁয়া স্কার্ট পরেছেন। নজর কাড়ছে মেটাল জুয়েলারিও।
১৪/১৪
ন্যুড রঙের লেহেঙ্গায় স্টাইলিশ অ্যালানা।
ন্যুড রঙের লেহেঙ্গায় স্টাইলিশ অ্যালানা।

ছবি: অ্যালানার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন