ইতালির ভেনিসে গিয়েও যদি গন্ডোলা রাইড না করা হয়, তবে যেন পুরো শহরটাই দেখা হলো না। শহরের হৃৎস্পন্দন যেন এই একটুকরা নৌকা। শত শত বছরের ইতিহাস, শিল্প আর রোমান্সের ছোঁয়া নিয়ে ভেনিসের সরু জলপথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলে গন্ডোলা।
চারপাশে প্রাচীন বাড়ি ও সেতুর নিচে প্রতিফলিত আলো-ছায়া আর গন্ডোলিয়ারের কণ্ঠে ভেসে আসা ইতালিয়ান সুর—সব মিলিয়ে এক অনন্য, স্বপ্নিল অভিজ্ঞতা। সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এমনই এক অভিজ্ঞতার গল্প শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। লাল পোশাক পরে ভেনিসের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
সুন্দর সব ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘গন্ডোলা রাইডস–থেরাপি’। ঘুরে বেড়ানোকে অনেকেই থেরাপি হিসেবে মনে করেন। মেহজাবীনও তাই বেছে নিয়েছেন।
ভেনিস শহরকে প্রাণভরে দেখছেন তিনি ঐতিহ্যবাহী নৌকায় চড়ে। কাঠের এই নৌকা শুধু বাহন নয়; এটি ভেনিসের প্রাণভোমরা। আর গন্ডোলা চালান যিনি, তিনি ‘গন্ডোলিয়ার’।
তবে আলাদা করে মেহজাবীনের আউটফিট নিয়ে বলতেই হয়। ওয়ান শোল্ডার লাল গাউন হয়েছে তাঁর ভ্রমণসঙ্গী।
পোশাকজুড়ে আছে আকর্ষণীয় রুসড ডিটেল বা গ্যাদার্ড প্যাটার্ন। আর শোল্ডারে আছে রোমান্টিক লাল ফুলের নকশা। ছবিগুলোতে দেখা যাচ্ছে স্টাইলিশ আপডু হেয়ারস্টাইল করেছেন তিনি। সেখানে কখনো গুঁজে রেখেছেন ম্যাচিং লাল ফুল।
গাউনের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিকে সেজেছেন মেহজাবীন। মিনিমাল জুয়েলারির মধ্যে কানে পরেছেন লাল পাথরের স্টাড আর হাতে শোভা পাচ্ছে বিয়ের আংটি। সুন্দর এই আউটফিটের সঙ্গে তিনি পায়ে পরতে বেছে নিয়েছেন স্ট্র্যাপি হিল।
অনেক সময় আবার খালি পায়েই উপভোগ করছেন পছন্দের শহরকে। রোমান্স, ঐতিহ্য আর সৌন্দর্যের শহরকে এভাবে উপভোগ করতে পেরে মেহজাবীন যে ভীষণ খুশি, সেটা ছবিগুলোতেই বোঝা যাচ্ছে।
ছবি: ইন্সটাগ্রাম