বর্ষা মানেই বেলিফুল। এখন ভরপুর মৌসুম এই পাগলকরা সুবাসের ফুলটির। তাই তো নারীরা এমন দিনে সাজের অনুষঙ্গ হিসেবে প্রায়ই বেছে নেন বেলি ফুলের মালা। আর বর্ষায় কনের সাজ যেন বেলি ফুল ছাড়া অসম্পূর্ণই রয়ে যায়। ভরা বর্ষার দিনে অভিনেত্রী রুনা খানের সাম্প্রতিক মনসুন ব্রাইড লুকের হাইলাইট হিসেবেই দেখা যাচ্ছে এই ফুলের সাজ।
ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম
মেকওভার: গ্লিটার কর্নার বাই মৌ
পোশাক: জেকে ফরেন ব্র্যান্ডস
জুয়েলারি: শাম্মিস
ছবির কারিগর: দিয়া আহসান