বেলি ফুলের ভরপুর সাজে রুনা খানের মনসুন ব্রাইড লুক
শেয়ার করুন
ফলো করুন

বর্ষা মানেই বেলিফুল। এখন ভরপুর মৌসুম এই পাগলকরা সুবাসের ফুলটির। তাই তো নারীরা এমন দিনে সাজের অনুষঙ্গ হিসেবে প্রায়ই বেছে নেন বেলি ফুলের মালা। আর বর্ষায় কনের সাজ যেন বেলি ফুল ছাড়া অসম্পূর্ণই রয়ে যায়। ভরা বর্ষার দিনে অভিনেত্রী রুনা খানের সাম্প্রতিক মনসুন ব্রাইড লুকের হাইলাইট হিসেবেই দেখা যাচ্ছে এই ফুলের সাজ।

বিজ্ঞাপন
১/৮
জমকালো লাল লেহেঙ্গা আর ভরপুর বেলি ফুলের সাজে রুনা খানের এই মনসুন ব্রাইড লুক সত্যিই নজর কাড়ছে
জমকালো লাল লেহেঙ্গা আর ভরপুর বেলি ফুলের সাজে রুনা খানের এই মনসুন ব্রাইড লুক সত্যিই নজর কাড়ছে
বিজ্ঞাপন
২/৮
অ্যান্টিক জরী ও চুমকির ভারী কাজ করা পুরো লেহেঙ্গা আর ওড়নায়।
অ্যান্টিক জরী ও চুমকির ভারী কাজ করা পুরো লেহেঙ্গা আর ওড়নায়।
৩/৮
শাম্মি'স এর জড়োয়া অ্যান্টিক সেটে কালো পাথরের এক্সটেনশন দেওয়া।
শাম্মি'স এর জড়োয়া অ্যান্টিক সেটে কালো পাথরের এক্সটেনশন দেওয়া।
৪/৮
হার, টিকলি আর বড় ঝোলানো দুলে একই ডিজাইন। সঙ্গে আছে ব্রাইডাল নথ আর হাতে জমকালো ব্রাইডাল চুড়ির সেট
হার, টিকলি আর বড় ঝোলানো দুলে একই ডিজাইন। সঙ্গে আছে ব্রাইডাল নথ আর হাতে জমকালো ব্রাইডাল চুড়ির সেট
৫/৮
গ্লিটার কর্নার বাই মউ-এর গ্ল্যাম মেকওভারে মোহনীয় লাগছেন রুনা।
গ্লিটার কর্নার বাই মউ-এর গ্ল্যাম মেকওভারে মোহনীয় লাগছেন রুনা।
৬/৮
ড্রামাটিক আই মেকআপ, সেমি ম্যাট লিপকালার আর লাল ছোট টিপের সাজে সেজেছেন রুনা। এর সঙ্গে নজর কাড়ছে হাতের আলতা।
ড্রামাটিক আই মেকআপ, সেমি ম্যাট লিপকালার আর লাল ছোট টিপের সাজে সেজেছেন রুনা। এর সঙ্গে নজর কাড়ছে হাতের আলতা।
৭/৮
তবে এই মনসুন ব্রাইড লুকের হাইলাইট বলতে হয় বেলি ফুলকেই
তবে এই মনসুন ব্রাইড লুকের হাইলাইট বলতে হয় বেলি ফুলকেই
৮/৮
চুলের বেলিফুলের লহর পুরো লুকে এনেছে অন্যরকম আমেজ
চুলের বেলিফুলের লহর পুরো লুকে এনেছে অন্যরকম আমেজ

ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম

মেকওভার: গ্লিটার কর্নার বাই মৌ

পোশাক: জেকে ফরেন ব্র্যান্ডস

জুয়েলারি: শাম্মিস

ছবির কারিগর: দিয়া আহসান

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৪: ৪৭
বিজ্ঞাপন