অভিনেত্রী রুনা খান প্রায়ই নো মেকআপ, নো ফিল্টার লুকে ভক্তদের সামনে আসেন আকর্ষণীয় সব ছবিতে। আত্মবিশ্বাসী রুনার ন্যাচারাল লুকেই মুগ্ধ হন সকলে। সম্প্রতি তুরষ্কে অবকাশযাপনে গিয়ে তেমন কিছু লুকেই দেখা গেল তাঁকে। ইস্তানবুলের বিভিন্ন দর্শনীয় স্থানে আরামদায়ক সব সামারওয়্যারে আর রোদ ঝলমলে আলোয় রুনা নজর কাড়ছেন বেশ।
ছবি: রুনার ফেসবুক ও ইন্সটাগ্রাম