নো মেকআপ, নো ফিল্টার লুকে সুলতান সুলাইমানের দেশে রুনা খান
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী রুনা খান প্রায়ই নো মেকআপ, নো ফিল্টার লুকে ভক্তদের সামনে আসেন আকর্ষণীয় সব ছবিতে। আত্মবিশ্বাসী রুনার ন্যাচারাল লুকেই মুগ্ধ হন সকলে। সম্প্রতি তুরষ্কে অবকাশযাপনে গিয়ে তেমন কিছু লুকেই দেখা গেল তাঁকে। ইস্তানবুলের বিভিন্ন দর্শনীয় স্থানে আরামদায়ক সব সামারওয়্যারে আর রোদ ঝলমলে আলোয় রুনা নজর কাড়ছেন বেশ।

১/১০
ইস্তানবুলের সড়কপথে একেবারে নো মেক আপ লুকে রুনা খান
ইস্তানবুলের সড়কপথে একেবারে নো মেক আপ লুকে রুনা খান
বিজ্ঞাপন
২/১০
বিখ্যাত টপকাপি প্রাঙ্গণে রোদচশমা আর থাই স্লিট, স্প্যাগেটি স্ট্র্যাপের লাল ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে
বিখ্যাত টপকাপি প্রাঙ্গণে রোদচশমা আর থাই স্লিট, স্প্যাগেটি স্ট্র্যাপের লাল ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে
বিজ্ঞাপন
৩/১০
সুলতান সুলাইমানের প্রাসদের সামনে এমন মোহনীয় অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেন তিনি ফ্রেমে
সুলতান সুলাইমানের প্রাসদের সামনে এমন মোহনীয় অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেন তিনি ফ্রেমে
৪/১০
ডিপনেক আর খোলাচুলে আকর্ষণ ছড়াছেন তিনি প্রাসাদ প্রাঙ্গণে
ডিপনেক আর খোলাচুলে আকর্ষণ ছড়াছেন তিনি প্রাসাদ প্রাঙ্গণে
৫/১০
ইস্তানবুলের গালাটা ব্রিজের সামনে সীগালের ঝাঁক চমৎকৃত করেছে এই অভিনেত্রীকে
ইস্তানবুলের গালাটা ব্রিজের সামনে সীগালের ঝাঁক চমৎকৃত করেছে এই অভিনেত্রীকে
৬/১০
ক্রপড দৈর্ঘ্যের হলদে স্লিভলেস টপ আর বেবি পিংক দুই লেয়ারের মিনি স্কার্টে এসেছে সামার ভাইব
ক্রপড দৈর্ঘ্যের হলদে স্লিভলেস টপ আর বেবি পিংক দুই লেয়ারের মিনি স্কার্টে এসেছে সামার ভাইব
৭/১০
আবারও লাল বেছে নিয়েছেন এই অভিনেত্রী সুলতানআহমেত ঘুরে দেখার সময়
আবারও লাল বেছে নিয়েছেন এই অভিনেত্রী সুলতানআহমেত ঘুরে দেখার সময়
৮/১০
লাল মিনিড্রেস আর সাদা জুতায় আকর্ষণীয় লাগছে তাঁকে
লাল মিনিড্রেস আর সাদা জুতায় আকর্ষণীয় লাগছে তাঁকে
৯/১০
টপকাপি প্রাসাদের ব্যলকনিতে একেবারেই ন্যাচারাল লুকে রুনা
টপকাপি প্রাসাদের ব্যলকনিতে একেবারেই ন্যাচারাল লুকে রুনা
১০/১০
বসফরাস প্রণালি পেরিয়ে এশিয়ার ভূখন্ড দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে নজর কাড়ছে রুনার রোদ ঝলমলে মুখের হাসি ও খোলা চুল
বসফরাস প্রণালি পেরিয়ে এশিয়ার ভূখন্ড দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে নজর কাড়ছে রুনার রোদ ঝলমলে মুখের হাসি ও খোলা চুল

ছবি: রুনার ফেসবুক ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৭: ৫৮
বিজ্ঞাপন