সেরার খেতাব জিতছেন, বড় হয়ে যাচ্ছেন বলিউডের এই ষোড়শী অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

ইন্সটাগ্রাম মাতাচ্ছেন বেশ আগে থেকেই ভারতের এই কিশোরী অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার। শিশু শিল্পী হিসেবে অনেকদিন ধরেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে। এরপর গুণী নির্মাতা কিরণ রাওয়ের সাড়া জাগানো সিনেমা লাপাতা লেডিসই তাঁকে বলিউডে বিক ব্রেক দিয়েছে বলা যায়। এখানে অবশ্য নিজের সত্যিকারের বয়সের চেয়ে বড়, অর্থাৎ ১৮ বছরের নববধূ ফুল কুমারীর চরিত্রে অভিনয় করেছেন নিতাংশি।আর এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি আর ফুল নামেই পরিচিতি লাভ করছেন। ভারতের নবীন অভিনেত্রীদের মধ্যে তাঁরই ইন্সটাগ্রামে আছে সর্বাধিক অনুসারী। এই বয়সেই ১০ মিলিয়নের ইন্সটা ফলোয়ার আছে এই মিষ্টি মেয়ের। ২০০৭ সালে দিল্লীতে জন্ম হয় এই অভিনেত্রীর। নিতানশি কিন্তু খুবই স্টাইলিশ। এবার আইফা অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন তিনি সবাইকে পেছনে ফেলে। আর বলিউডের ষোড়শী অভিনেত্রী কিন্তু এখন বেশ বড় হয়ে যাচ্ছেন। সেটা তাঁর ইন্সটাগ্রামের আকর্ষণীয় ছবিগুলোই বলছে।

১/৯
মভ রঙা লেহেঙ্গায় ফুল হাতে ফুল
মভ রঙা লেহেঙ্গায় ফুল হাতে ফুল
বিজ্ঞাপন
২/৯
টাইডাই করা সাদা-নীল থ্রি পিস কো অর্ড পরেছেন তিনি ডিপনেক টপের
টাইডাই করা সাদা-নীল থ্রি পিস কো অর্ড পরেছেন তিনি ডিপনেক টপের
বিজ্ঞাপন
৩/৯
অফ দ্য শোল্ডার লুকে মোহনীয় নিতানশি
অফ দ্য শোল্ডার লুকে মোহনীয় নিতানশি
৪/৯
আকর্ষণীয় ব্লাউজের সঙ্গে শাড়ির লুকে দারুণ লাগছে তাঁকে
আকর্ষণীয় ব্লাউজের সঙ্গে শাড়ির লুকে দারুণ লাগছে তাঁকে
৫/৯
স্ট্র্যাপলেস ড্রেসে আবেদন বেড়েছে
স্ট্র্যাপলেস ড্রেসে আবেদন বেড়েছে
৬/৯
ট্র্যাডিশনাল এথনিক ওয়্যারে নিতানশি
ট্র্যাডিশনাল এথনিক ওয়্যারে নিতানশি
৭/৯
স্ট্র্যাপলেস মেরুন টুপিসে ফুলেল ডিটেইল। এই লুকেই আইফার সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন তিনি
স্ট্র্যাপলেস মেরুন টুপিসে ফুলেল ডিটেইল। এই লুকেই আইফার সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন তিনি
৮/৯
স্টেটমেন্ট নেকলাইনের লাল গাউনে নিতানশি
স্টেটমেন্ট নেকলাইনের লাল গাউনে নিতানশি
৯/৯
এখানে তিনি পরেছেন উইং দেওয়া স্ট্রাকচার্ড স্লিভসের ডিপনেক মভ গাউন
এখানে তিনি পরেছেন উইং দেওয়া স্ট্রাকচার্ড স্লিভসের ডিপনেক মভ গাউন

ছবি: নিতানশির ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭: ২০
বিজ্ঞাপন