ব্যাকলেস ডিজাইনের যে ১০টি বোল্ড লুকে অবাক করেছেন মেহজাবীন
শেয়ার করুন
ফলো করুন

ব্যাকলেস বোল্ড লুকের কথা মনে হলে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কথা সহসা মনে আসে না। তবে স্নিগ্ধ সুন্দরী মেহজাবীন এই ১০টি ব্যাকলেস লুকে সত্যিই মুগ্ধ আর অবাক করেছেন। আভিজাত্য আর স্নিগ্ধতা ধরে রেখেছেন তিনি বোল্ড লুকেও।

১/১০
কালোর ওপরে বহুবর্ণিল কারুকাজের জমকালো শাড়ি আর সফট কার্লসের মাঝে ফুটে আছে মেহজাবীনের কালো ব্যাকলেস ব্লাউজ
কালোর ওপরে বহুবর্ণিল কারুকাজের জমকালো শাড়ি আর সফট কার্লসের মাঝে ফুটে আছে মেহজাবীনের কালো ব্যাকলেস ব্লাউজ
বিজ্ঞাপন
২/১০
স্ট্রিং দেওয়া ম্যাচিং ব্যাকলেস ব্লাউজে এই উজ্জ্বল শর্ষে হলুদ-হট পিংক প্রিন্টের শাড়ির চার্ম বেড়েছে
স্ট্রিং দেওয়া ম্যাচিং ব্যাকলেস ব্লাউজে এই উজ্জ্বল শর্ষে হলুদ-হট পিংক প্রিন্টের শাড়ির চার্ম বেড়েছে
বিজ্ঞাপন
৩/১০
সাদা শিয়ার শাড়ির সঙ্গে  ব্যাকলেস ব্লাউজে নজর কাড়ছে ওপরের ফ্রিঞ্জ দেওয়া লেস
সাদা শিয়ার শাড়ির সঙ্গে ব্যাকলেস ব্লাউজে নজর কাড়ছে ওপরের ফ্রিঞ্জ দেওয়া লেস
৪/১০
বিদেশে ঘুরে বেড়াতে মেহজাবীন বেছে নিয়েছেন এই ব্যাকলেস আকাশনীল ড্রেস
বিদেশে ঘুরে বেড়াতে মেহজাবীন বেছে নিয়েছেন এই ব্যাকলেস আকাশনীল ড্রেস
৫/১০
সিকুইনের কাজ করা ম্যাচিং ব্লাউজের ব্যাকলেস ডিজাইন দারুণ মানিয়েছে মেহজাবীনকে
সিকুইনের কাজ করা ম্যাচিং ব্লাউজের ব্যাকলেস ডিজাইন দারুণ মানিয়েছে মেহজাবীনকে
৬/১০
কালো ব্যাকলেস  লুকে আকর্ষণ ছড়াচ্ছে মেহজাবীনের গাউনের ক্রিস ক্রস স্ট্রিং
কালো ব্যাকলেস লুকে আকর্ষণ ছড়াচ্ছে মেহজাবীনের গাউনের ক্রিস ক্রস স্ট্রিং
৭/১০
দারুণ ফিটিংয়ের ব্যাকলেস ব্লাউজ অলিভ শাড়ির আভিজাত্যে যোগ করেছে পরিমিত আবেদন
দারুণ ফিটিংয়ের ব্যাকলেস ব্লাউজ অলিভ শাড়ির আভিজাত্যে যোগ করেছে পরিমিত আবেদন
৮/১০
রেট্রো স্টাইলের শেডসে নজর কাড়ছেন ব্যাকলেস  মেহজাবীন
রেট্রো স্টাইলের শেডসে নজর কাড়ছেন ব্যাকলেস মেহজাবীন
৯/১০
সাদা ব্লাউজের এই আইকনিক ব্যাকলেস লুকটি মেহজাবীনের সেরা লুকগুলোর একটি
সাদা ব্লাউজের এই আইকনিক ব্যাকলেস লুকটি মেহজাবীনের সেরা লুকগুলোর একটি
১০/১০
এখানে ডায়মন্ড শেপের কাটআউট ডিজাইনে দারুণ ব্যাকলেস ব্লাউজ সঙ্গী হয়েছে সরু কারুকার্যময় বর্ডারের ফুশিয়া শাড়িতে
এখানে ডায়মন্ড শেপের কাটআউট ডিজাইনে দারুণ ব্যাকলেস ব্লাউজ সঙ্গী হয়েছে সরু কারুকার্যময় বর্ডারের ফুশিয়া শাড়িতে

ছবি: মেহজাবীন চৌধুরীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪: ১৯
বিজ্ঞাপন