ব্যাকলেস বোল্ড লুকের কথা মনে হলে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কথা সহসা মনে আসে না। তবে স্নিগ্ধ সুন্দরী মেহজাবীন এই ১০টি ব্যাকলেস লুকে সত্যিই মুগ্ধ আর অবাক করেছেন। আভিজাত্য আর স্নিগ্ধতা ধরে রেখেছেন তিনি বোল্ড লুকেও।
১/১০
কালোর ওপরে বহুবর্ণিল কারুকাজের জমকালো শাড়ি আর সফট কার্লসের মাঝে ফুটে আছে মেহজাবীনের কালো ব্যাকলেস ব্লাউজ