টালিউডের তিন কন্যা উষসী রায়, তৃণা সাহা আর ঐন্দ্রিলা সেনকে প্রায়ই দেখা যাইয় বিভিন্ন আবেদনময় লুকে। কিন্তু তাঁদের নতুন লুক দেখে মনে হচ্ছে, তাঁরা যেন পাল্লা দিয়ে আবেদন ছড়াচ্ছেন। চলুন ইন্সটাগ্রামের উষ্ণতা বাড়ানো এই লুকগুলোর আদ্যোপান্ত দেখে নিই ছবির গল্পে।
ছবি: ইন্সটাগ্রাম