ভারসাচির গাউনে বলিউডের নতুন ডিভা
শেয়ার করুন
ফলো করুন

সুহানা খান জন্ম থেকেই যেন তারকা। আর তা হবেই না বা কেন? তিনি যে বলিউডের বাদশা শাহরুখ খানের কন্যা! সম্প্রতি ভাই আরিয়ান খানের ডেবিউ স্ক্রিনিংয়ে সুহানা যেন ছিলেন একেবারে শো স্টপার। ভারসাচির গাউনে তাঁর উপস্থিতি ছিল চোখধাঁধানো। রইল বিস্তারিত...

১/৬
ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ভারসাচির মেরিগোল্ড গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন সুহানা। সাটিন ফেব্রিকের এই নজরকাড়া বডিকন গাউনের দাম প্রায় পাঁচ লাখ টাকা।
ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ভারসাচির মেরিগোল্ড গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন সুহানা। সাটিন ফেব্রিকের এই নজরকাড়া বডিকন গাউনের দাম প্রায় পাঁচ লাখ টাকা।
বিজ্ঞাপন
২/৬
অ্যাসিমেট্রিক নেকলাইনের গাউনটির একপাশে ড্রেপড স্লিভ আর অন্যপাশে মেটালিক স্ট্র্যাপ। আবেদন কাড়ছে রুসড ডিটেইলিং আর থাই-হাই স্লিট ডিডাইন।
অ্যাসিমেট্রিক নেকলাইনের গাউনটির একপাশে ড্রেপড স্লিভ আর অন্যপাশে মেটালিক স্ট্র্যাপ। আবেদন কাড়ছে রুসড ডিটেইলিং আর থাই-হাই স্লিট ডিডাইন।
বিজ্ঞাপন
৩/৬
গাউনের লাক্সারিয়াস আমেজ ধরে রাখতে সুহানা জুয়েলারি বেছে নিয়েছেন একেবারে মিনিমাল স্টাইলে। পরেছেন ফরাসি লাক্সারি ব্র্যান্ড কার্টিয়ারের স্টাড, ব্রেসলেট ও আংটি যা লেপার্ড মোটিফের অনুপ্রেরণায় তৈরি।
গাউনের লাক্সারিয়াস আমেজ ধরে রাখতে সুহানা জুয়েলারি বেছে নিয়েছেন একেবারে মিনিমাল স্টাইলে। পরেছেন ফরাসি লাক্সারি ব্র্যান্ড কার্টিয়ারের স্টাড, ব্রেসলেট ও আংটি যা লেপার্ড মোটিফের অনুপ্রেরণায় তৈরি।
৪/৬
বরাবরই মিনিমাল মেকআপ পছন্দ এই জেন-জি সুন্দরীর। গাউনের সঙ্গে ত্বকের ওয়ার্ম টোন মিলিয়ে তৈরি হয়েছে সান-কিসড গ্লো। হালকা স্মোকি টাচের আই মেকআপ আর গ্লসি ন্যুড লিপস্টিকে ফুটে উঠেছে প্রাকৃতিক আভা
বরাবরই মিনিমাল মেকআপ পছন্দ এই জেন-জি সুন্দরীর। গাউনের সঙ্গে ত্বকের ওয়ার্ম টোন মিলিয়ে তৈরি হয়েছে সান-কিসড গ্লো। হালকা স্মোকি টাচের আই মেকআপ আর গ্লসি ন্যুড লিপস্টিকে ফুটে উঠেছে প্রাকৃতিক আভা
৫/৬
সফট ওয়েভি কার্লস খোলা চুলে তাঁর সাজ হয়েছে সম্পূর্ণ
সফট ওয়েভি কার্লস খোলা চুলে তাঁর সাজ হয়েছে সম্পূর্ণ
৬/৬
ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর সোনালি স্টিলেটো হিল পরেছেন সঙ্গে
ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর সোনালি স্টিলেটো হিল পরেছেন সঙ্গে

ছবি: সুহানার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন