সাদা সাজপোশাক মানেই স্নিগ্ধ আমেজ। অন্যরকম এক চোখের আরাম, মনের শান্তি মেলে সাদার সাজে। এদিকে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকেও স্নিগ্ধতার প্রতীক হিসেবেই দেখে আসছি আমরা এতকাল। তবে সম্প্রতি বড় পর্দায় নতুন করে নজর কাড়া এই অভিনেত্রী এখন সাদার স্নিগ্ধ সাজেও বেশ আকর্ষণ ছড়াচ্ছেন নানা লুকে।বো
ছবি: সাবিলার ইন্সটাগ্রাম